নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা হয়ে যায়..

নূরুল আলম রাজু, উন্নয়নকর্মী! একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত।

রাজু নূরুল

রাজু নূরুল › বিস্তারিত পোস্টঃ

যাহ! একটা পয়েন্ট ফাও ফাও দিলাম..

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০০


দুপুরে খেতে বসেছি অফিসে। এটা-সেটা-নানা কিছু নিয়ে কথা হচ্ছে! আমি আর আমার কলিগ! স্বল্পভাষী। মেপে মেপে কথা বলে। প্রয়োজন ছাড়া নয়।

আমার অস্ট্রেলীয় কলিগকে বললাম, ‘গতকাল তো তোমরা বড় বাঁচা বেচে গেছো। সারা দেশে বলাবলি হচ্ছে, আমরা তোমাদেরকে ১ পয়েন্ট গিফট করছি।’ জবাবে মুচকি হেসে ও বললো, ‘হুমমম! আশা করি, তোমাদের সাথে সেমিফাইনাল অথবা ফাইনালে দেখা হবে’। ওর মুখে ফুলচন্দন!!!

শুনে এক বন্ধু বললো, ‘শুধু ফুল চন্দন? পুরা চন্দন গাছটাই মাথায় ভাইঙ্গা পড়ুক!’ আমি জবাবে বললাম, এই দেশের সব চন্দন গাছ ওর জন্যে।

এই চোট্ট লেখাটা এইজন্যে লেখা যে, এই দেশের ১৬ কোটি মানুষকে একত্র করেছে ক্রিকেটটা! সবার চোখ ওই সুদূর অষ্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে! একটা জয় হলে ভেঙ্গে পড়ে চারপাশটা! এখনো আফগানিস্তানের সাথে জয়ে এদেশে মিছিল বের হয়!

আমাদের ক্রিকেটারদেরও সেই উপলব্ধিটা আসুক। কমে আসুক প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান.।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

নীল ভোমরা বলেছেন: ''ওর মুখে ফুলচন্দন!!!''

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

রাজু নূরুল বলেছেন: ইয়েস! ফুল চন্দন!

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

কলমের কালি শেষ বলেছেন: B-) B-) :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.