নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা হয়ে যায়..

নূরুল আলম রাজু, উন্নয়নকর্মী! একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত।

রাজু নূরুল

রাজু নূরুল › বিস্তারিত পোস্টঃ

আমার কোন হাত ছিলনা...

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৭

সকাল সাড়ে নয়টা নাগাদ প্রচন্ড ঘুম চোখ নিয়ে টিভির সামনে এসে বসলাম। সাড়ে দশটার পর ওই অবস্থায়ই প্রায় হাতড়াতে হাতড়াতে দোকানে গেলাম পরাটা কিনতে। বাসায় ফিরে পরাটা, লন্ডভন্ড (ডিম+টমেটো) আর খাসির মাস ভুনা (শাশুড়ি পাঠিয়েছে) দিয়ে তুমুল পেটপূজা। আবারও টিভির সামনে। খেলা শেষ হতে হতে প্রায় বিকেল। খেলার মাঝখানে ওভার দশেক আবার ঝিমিয়েও নিয়েছি। মোটামুটি ৫টার দিকে গিয়ে দাঁত ব্রাশ করলাম, সঙ্গে গোসল..।



ওমা, তারপরই দেখি শরীরটা কেমন অলস অলস লাগতেছে। ঘুম পাইতেছে। এইরকমতো গত ক’বছরেও হয়নাই। একটু গড়িয়ে নিলাম বিছানায়। সে কী ঘুম!!! এরমধ্যে কলিং বেল....বন্ধু তার বউ-বাচ্চাসহ হাজির! পরের দু’ঘন্টা মহা আনন্দে কাটল!



রাত ১১ টা নাগাদ আবারও ঘুমের তাড়া..চোখ খোলা রাখা দায়....বই খুলে বসছিলাম। কেমনে কী? এইটা আমার গতকালের দিনপঞ্জিকা....

আজকে শুনি, কাইল নাকি বিশ্ব ঘুম দিবস আছিল?



বুঝলাম, সবই ওই দিবসের প্রভাব....অামার কোন হাত ছিলনা!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৭

কলাবাগান১ বলেছেন: বাংগালী ঘুমিয়ে আর পেট পুজাতে ই ব্যস্ত?? আবার সেটা বড় গলায় পুরা পৃথিবীকে জানান দিতে হয়

সৃজনশীল কাজের লোকের ব্ড়ই অভাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.