নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা হয়ে যায়..

নূরুল আলম রাজু, উন্নয়নকর্মী! একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত।

রাজু নূরুল

রাজু নূরুল › বিস্তারিত পোস্টঃ

‘শালা মারবো এখানে, লাশ পড়বো শ্মশানে’...

১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

লঞ্চে পটুয়াখালী যাইতেছি। বছর তিন/চারেক আগের ঘটনা।

মোটামুটি রাতের ৮টা সাড়ে ৮টা নাগাদ টিভিতে বাংলা সিনেমা শুরু হয়ে গেছে। ছবির নাম ‘এমএলএ ফাটাকেস্ট’! নায়ক মিঠুন চক্রবর্তী! যেখানেই অনিয়ম, ফাটাকেস্ট তার দলবল নিয়া হাজির! ম্যালা সাঙ্গপাঙ্গ। সাংবাদিক আছে, টিভি চ্যানেল আছে, বস্তিবাসী আছে। আর ধুমধারাক্কা মাইর... একটা ডায়লগ ব্যাপক জনপ্রিয় হইছিলো সেই সিনেমার, ‘শালা মারবো এখানে, লাশ পড়বো শ্মশানে’... উত্তরা থেকে নিখোঁজ হলো সালাহউদ্দীন, আর পাওয়া গেলো কীনা মেঘালয় রাজ্যের শিলংয়ে? সব দোষ মিঠুন চক্রবর্তীর...বিএনপি কয় পুলিশ নিছে, পুলিশ কয় আমরা জানিনা। আওয়ামীলীগ কয়, জুতা এতো চকচকা ক্যান??? ক্নিন শেভ ক্যান মুখ? চোখ বাঁধলে চশমা থাকলো কেমনে? শুধু ঠেলাঠেলি আর ঠেলাঠেলি...ব্যাটা সালাহউদ্দীন এখনো একটা কথা বলারও চান্স পায়নাই!

স্বপ্ন যাত্রায় পাড়ি দিচ্ছে মানুষ। হয়তো বাঙালি অথবা রোহিঙ্গা! একবার মালয়শিয়ার সীমান্তে। আবার ইন্দোনেশিয়ায়। থাইল্যান্ড সাফ বলে দিয়েছে তারা নিবেনা। সাগড়ে ভাসছে মানুষ! খাবার নেই, পানি নেই। হাড় জিরজিরে কঙ্কাল শরীর... মন্ত্রী বলে দিয়েছে এরা অবৈধ। দায়দায়িত্ব আমাদের না। ওদিকে শান্তির নেত্রী ‘অংবং’ একটা কথাও কয়না। পৃথিবীতে কোন মানবাধিকার সংস্থা নাই, এনজিও নাই, জাতিসংঘ নাই! কেননা এখানে কোন ‘ডোনার’ এজেন্সির পয়সা নাই....!

বাইক চালাচ্ছি রাস্তার বাঁ পাশ ঘেঁষে। ব্যাপক ট্রাফিক। মাইক্রোওয়ালা শুধু বাঁয়ে চাপে আর বাঁয়ে চাপে... সাইড গ্লাসে চোখ রেখে কড়া ধমক মারলাম। জিঞ্জেস করলাম, ‘সমস্যাটা কী’? এতো বাঁয়ে কী তুমার? কিছু বলেনা। হাসে...আবারি জিজ্ঞেস করলাম, হালা তোরে লাইলেন্স দিছে কে রে? এবার ডানে চেপে সাইড দিয়া দিছে।

মিঠুন চক্রবর্তী! আপনে কই???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.