নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা হয়ে যায়..

নূরুল আলম রাজু, উন্নয়নকর্মী! একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত।

রাজু নূরুল

রাজু নূরুল › বিস্তারিত পোস্টঃ

এই ঈদে সবাই ফিরুক বাড়ি! প্রিয়জনের মুখে রাখুক ভালবাসার হাত...

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৬



ছুটির ঘন্টা বেজে গেছে। ঘরমুখো হয়ে গেছে মানুষ! ঈদ এসে গেছে!

তখন জাহাঙ্গীরনগরে পড়ি। এরকমই এক ঈদের ঘন্টা বাজার বেশ কয়েকদিন পর, জাহাঙ্গীরনগরে হাত-পা ছড়িয়ে ত্যানা প্যাঁচানো শেষে, ঈদের ঠিক আগে আগে বাড়ির দিকে রওয়ানা দিলাম। সায়েদাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে দেখি, কম্ম সাবাড়! হাজারো মানুষ! পা ফেলার জায়গা নাই, গাড়িতো বহু দূরের আলাপ!

বেশ কয়েক ঘন্টা চেষ্টা-তদবির শেষেও বিশেষ কিছু সুবিধা করা গেলোনা। উঠে গেলাম লোকাল বাসের ছাদে। একা মানুষ। হাতে ছোটখাটো একটা ব্যাগ! সেই বাড়ি ফেরাটাই সম্ভবত: সবচেয়ে আনন্দের ফেরা ছিল। এক ভরা মধ্যদুপুর। বাতাসের দমক। এক ছাদ মানুষ নিয়ে লোকাল বাসের ঘড়ঘড় ঘড়ঘড়...একটা ভাব এসেছিল কিন্তু!!

কবে বাড়ি ফিরবো জানিনা। দুপুরের পর টিম মিটিং শেষ করার পরই মনে হলো, ‘ঢের হয়েছে! এই শহরে আর পড়ে থাকার কিছু নেই। কেউ নেই।’ বাড়ি মানে দীঘল উঠোন, এক ঝাঁক গাছপালা, সেখানে কিচির-মিচির, ঝুলে থাকা এক গাছ পেয়ারা, এক তলা বাড়ির ছাদ, পুুকুর-দীঘি ভর্তি টলটলে জল, সেখানে দাপাদাপি, উত্তর পাড়ের রাস্তার কালভার্টে বসে একটা গোটা সন্ধ্যা, একদল পুচকির টাকা খসানোর ধান্ধা, চোখ ভরা দিগন্ত, বাজারের দোকানে হাত-পা ছেড়ে দিয়ে এক মগ চা! বাড়ি মানে ভালবাসা। ভালবাসা মানে জননী! বাড়ি মানে জননীর শ্রান্তু মুখের প্রশস্ত হাসি!

ঈদের ছুটি হলে বুকের ভেতরটায় এক তীব্র শংকা এসে ভর করে। ঈদ মানে একটা ট্রিপ বেশি, তার জন্যে বেপরোয়া ছুটে চলা। কত কত মানুষের প্রাণের সংশয়! এই ঈদেও কত মানুষের আর বাড়ি ফেরা হবেনা! দেখা হবেনা প্রিয় মানুষের মুখ! ঈদ মানে মহাসড়কে হত্যার উৎসব!

ঈদ এসে গেছে। আমাদের চারপাশে বোকা বোকা মানুষদের ভিড় বেড়েছে। রাস্তা জুড়ে ভিক্ষুক। প্রসারিত বেপরোয়া হাত! এই ঈদে আমাদের হাত প্রসারিত হোক। হাসি ফুটুক সবার মুখে!

ঈদ এলে মানুষের এই দুরন্ত ছুটে চলা মনে করিয়ে দেয়, কী এক যাযাবর জীবনইনা কাটাই আমরা! এক মুখ সুখ, স্নিগ্ধ হাতের পরশ পাবার কী নিদারূণ লোভ আমাদের। ঘরে ফিরতে চায় সবাই।

আমাদের কী আদৌ কোন ঘর আছে? ফেরার মতো? নাকি সবই অভ্যেস!!
তবু সবাই ফিরুক ঠিকঠাক। প্রিয় মুখে রাখুক ভালবাসার হাত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.