নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা হয়ে যায়..

নূরুল আলম রাজু, উন্নয়নকর্মী! একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত।

রাজু নূরুল

রাজু নূরুল › বিস্তারিত পোস্টঃ

আহ ‘সোফিয়া!’ আহা ‘সুফিয়া’!

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৯

‘সোফিয়া’ নামের রোবট বাংলাদেশ থেকে ঘুরে গেল। এই রোবট নিয়ে দেশের মানুষের, বিশেষ করে রাজধানীবাসী ও বড় বড় মিডিয়ার কী উচ্ছ্বাসটাই না চোখে পড়লো।

বাঘা বাঘা সাংবাদিকরা সোফিয়ার সাক্ষাৎকার নিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রীও সোফিয়ার সাথে কথা বলেছেন। বড় বড় সংবাদপত্র তাদের প্রথম পাতায় বড় করে সোফিয়ার খবর ছাপিয়েছে। দেখা যাচ্ছে, সোফিয়া অনেক তথ্যই জানে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। সে বাংলাদেশকে বেশ ভালওবাসে।

সোফিয়াকে বাংলাদেশে নিয়ে আসা এবং বাংলাদেশ থেকে ঘুরে যেতে মোট খরচ হয়েছে ১২ কোটি টাকা।

এটা অবশ্য খুবই সামান্য টাকা। কেননা বাংলাদেশের মানুষজন আগের তুলনায় বেশ ভাল পরিমাণে ট্যাক্স দিচ্ছে। তাছাড়া টাকাতো খরচ করারই জিনিস। গত বছর ৬৩ হাজার ৭৯১ কোটি টাকা ট্যাক্স আদায় হয়েছে। এ বছর এর পরিমাণ আরো অনেক বেশি। এছাড়া বিদেশ থেকে শ্রমিক শ্রেণীর মানুষজন দুই হাত ভরে দেশে টাকা পাঠাচ্ছে। ব্যাংক ডুবে যাচ্ছে টাকায়। বড় বড় ব্যাংকগুলোতে যে কোন ধরনের লুটপাটই প্রায় কয়েক হাজার কোটি টাকা।

সমস্যা হলো, দক্ষিণ-পশিচমাঞ্চলের এক প্রত্যন্ত উপজেলার সুফিয়া বেগম এক কলসি খাবার পানির জন্য পেটে ৫ মাসের বাচ্চা নিয়ে প্রতিদিন ৩ কিলোমিটার পথ পাড়ি দেয়। অথচ সেখানে ১০-১৫ লাখ টাকা খরচ করে একটা পানির প্লান্ট করে দিলে এই কষ্টটা তাকে আর করতে হয় না। আরেক সুফিয়া খাতুন দরিদ্র গর্ভবতী মায়ের জন্য বরাদ্দ করা মাসে পাঁচ’শত টাকা পাবার জন্য ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে পথেই বাচ্চা প্রসব করে ফেলেছে। এখন এই মা আর বাচ্চা, দুইজনের অবস্থাই মুমূর্ষু! কিন্তু এই সুফিয়াদের খবর দেশের কোন বড় পত্রিকার ভেতরের কোন পাতায়ও ছাপা হয়নি।

এই অন্যায্য আর অসাম্যের পৃথিবীতে ‘সোফিয়া’ আর ‘সুফিয়া’ হয়ে জন্মানোর মধ্যে বিস্তর ফারাক আছে। এটা আমাদের বুঝতে হবে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

কলাবাগান১ বলেছেন: সুফিয়া বেগম এর এক কলসি খাবার পানির ব্যবস্হা ও করা যায় আবার রোবট সুফিয়াকে ও আনা যায়...দুইটা একসাথে কেন করা যাবে না???

আমেরিকার রাস্তায় হোমলেস ও আছে আবার অন্য আমেরিকান রা মংগল গ্রহে ও যাচ্ছে...

টেকনোলজি কে আপনাদের এত ভয়!!!!

আপনাদের আসল জ্বালা তা কোথায় সেটা না বললেও বুঝতে পারি....

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪০

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: এক ভিডিওতে দেখলাম আমাদের সাংঘাতিকদের প্রশ্নের জবাব দিতে পারতেছেন, মানে প্রশ্ন বুঝছেনা ! প্রশ্নটা অবশ্যয় ইংরেজীতে ছিল ।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: পিছনের ঘটনাই ভাবাচ্ছে।।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

সোহানী বলেছেন: যে দেশে সুফিয়াদের খোঁজ নিলে কি প্রথম পাতায় খবর ছাপা হবে....? বরং সোফিয়াদের নিয়ে কিছু বললে আম জনতা লাইন দিবে............. ;)

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৯

কলাবাগান১ বলেছেন: যে দেশের মানুষ অন্যদের কে আগে হিন্দু না মুসলিম তা নিয়ে সংশয়ে থাকে, সে দেশে টেকনোলজি যে কোন অবদান ড়াখবে না সেটা বলা ই বাহুল্য....ধর্মান্ধ রা বসে আছে কোন চাকরী তে হিন্দু রা বসে আছে সেই চিন্তায় ....তারা কিভাবে টেকনলজি কে এপ্রেসিয়েট করবে....

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫৩

শাহিন-৯৯ বলেছেন: সময়ের দাবিতে লেখা, দারুণ।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের আইটি বিজ্ঞানী (!), বিশেষ-অজ্ঞ সহ সকল কুতুবরা সোফিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে ! ;)

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৫

কলাবাগান১ বলেছেন: ১২ কোটি নিয়ে এত হা হুতাস কিন্তু ১২ বিলিয়ন নিয়ে কোন কথা নাই

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: সোফিয়া বাংলাদেশি ছেলেদের বিবাহ করতে অাগ্রহী।
তিনি ধান ভানাতে পারেন।
রান্না বান্না, বাসন পরিস্কার, গোয়াল ঘর পরিস্কার
সব পারে
সে বিবাহ করতে অাগ্রহী
বাংলাদেশি যুবক কে
অাপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.