নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be Simple

রাকু হাসান

সাদামাটা জীবন পছন্দ । ভালোবাসা ছড়িয়ে দাও ।ভালোবাসো এ দেশ,মানুষ,প্রকৃতি কে ।

রাকু হাসান › বিস্তারিত পোস্টঃ

কথা ছিল

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:২০




কথা ছিল- জ্যোৎস্নারাতে
মাঝি মাল্লাহীন কংসের বুকে ;
জ্যোৎস্না স্নান করবো;শুকনো পাতার মত জলে ভেসে বেড়াবো ।

যা ইচ্ছে তাই কবিতার ফ্রেমে বন্ধি করবো ;
ভাঙ্গা বেসুরা গলায় আবৃত্তি করে শুনাবো ,
আর তুমি চর্মচক্ষু উঁচু করে বলবে দারুণ হয়েছে বলার ভাষা নেই ।

কাক ডাকা ভোরে ,একনায়কতান্ত্রিক গলায় ডাকবে,
উঠো !উঠো ! এটা কর ওটা কর ,এত্ত ঘুম!
ওমনি আমি আড়ঁমুড়ো দিয়ে একটু জেগে ;
বেলিফুল ধরিয়ে দিয়ে ;ধপাস ঘুমে বিভোর হবো ।

ইচ্ছে ছিল দু’জন সবুজের গালিচায় বসে অবুঝ নয়নে
রক্তজমাট সূর্যটার শেষ দেখবো ।
না হয়; হয়তো সেই দিগন্তেই হারিয়ে যাব,
বর্ষণমূখর সন্ধ্যায় ,হাসনাহেনার গন্ধে মাতবো ।

জানালার ফাঁকগলে দমকা ভেজা বাতাসের সাথে হাসনাহেনার কি যেন ঘ্রাণ ।


কথা ছিল-ছোট্ট একটি বাড়ি থাকবে ।
সাঝ বাধাঁনো ঘাট,পকুরে পদ্ম ও পদ্মজল ,রাজহাসঁ সাঁতার কাটবে।
তুমি বসবে পুকুর পাড়ে ,বকুল কৃষ্ণচূড়ারা তোমায় স্বাগত জানাবে ;
সামনেই সবুজ সাগরের ঢেউ তোমার চুলগুলো এলোমেলো করে দিবে ;
মুখের উপর অবাধ্য চুলগুলো সরিয়ে; আবার তুমি উদাস নয়নে ভাববে !

মন্তব্য ৭৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১১:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর শেষের চারটি লাইন বেশি ভাল লাগলো।++

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

রাকু হাসান বলেছেন: তারেক মাহমুদ ভাইয়া .আপনি পড়েছেন জেনে খুব ভাল লাগছে । আপনারা পাশে থাকেন বলেই নতুনরা উঠে আসে ্

অনেক বেশি ভাল থাকবেন ,,,,দোয়া রইলো

২| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের অনেক কথা থাকে, ইচ্ছে থাকে। কিন্তু সবকিছু অপূর্ণ রয়ে যায়।

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১:০২

রাকু হাসান বলেছেন: সুন্দর মন্তব্যে জন্যই শুভেচ্ছা নিবেন ভাই । যথার্থ বলেছেন‘‘আমাদের অনেক কথা থাকে, ইচ্ছে থাকে। কিন্তু সবকিছু অপূর্ণ রয়ে যায়।’’

আবার যারা ভাগ্যবান তাদের কিছু স্বপ্ন পূর্ণও হয় ।

আামার ব্লগে সু -স্বাগতম শাহাদাৎ ভাইয়া । এই প্রথম আপনাকে পেলাম । এভাবেই পাশে পাব .।সেই প্রত্যাশা ।

৩| ০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । +

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:০১

রাকু হাসান বলেছেন: অনুপ্রেরণা যোগাবে ভভাল লিখতে আমায় । কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

৪| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



অনেক সহজ সরল, প্রাকৃতিক আবেগ; লাখো তরুণের স্বপ্ন; কবিতায় প্রান আছে

০২ রা জুলাই, ২০১৮ রাত ৮:২০

রাকু হাসান বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী সাহেব ! আপনার মত মানুষের কাছে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য পেয়ে খুবই আনন্দ লাগছে ।

ভালবাসা ও শুভেচ্ছা রইলো

৫| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:২০

রসায়ন বলেছেন: ভালো লিখেছেন । এটা কি নিছক কল্পনা নাকি জীবন থেকে নেয়া ? :P

০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:২৫

রাকু হাসান বলেছেন: প্রথমেই রসায়ন ভাই আন্তরিক ধন্যবাদ ......রসায়ান+কবিতার মেলবন্ধনের নেওয়ায় । কল্পনার বহিঃপ্রকাশ । কল্পনায় কখনো দেবদাস হই কখনো বা সফল প্রেমিক...

৬| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪০

তারেক ফাহিম বলেছেন: সরল ভাষায় সুন্দর একটি কবিতা পড়ার সুযোগ দিলেন।

৪ নাম্বার লাইকটি আমার।

০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪৭

রাকু হাসান বলেছেন: ব্লগে আমার প্রথম কবিতা ছিল ,নিজে কবিতা লেখার অভ্যাস ছিল প্রকট একটা সময় । কারও সাথে কোন শেয়ার করিনি ,,ব্লগেই প্রথম দিলাম । নতুন হিসাবে আপনাদের ভাল লেগেছে জেনে এবং উৎসাহ পেয়ে আমারও ভিষণ ভাল লাগছে ।

তারেক ফাহিম ভাই!! বর্ষাময় কদমের শুভেচ্ছা রইলো । অনেক বেশি ভাল থাকুন । দোয়া রাখবেন এভাবেই যেন ব্লগে ভালবাসায় জড়িয়ে থাকতে পারি ।

৭| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:০৮

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় রাকু হাসান ভাই,



কথা ছিল। অনেক কথা। অনেক ব্যথা। অনেক অভিযোগ। অনেক অভিমাম। অনেক স্মৃতি।

চমৎকার, ভাল লাগার কবিতা।

০৩ রা জুলাই, ২০১৮ ভোর ৪:২৪

রাকু হাসান বলেছেন: দুর্ভাগ্যক্রমে ধেরি মন্তব্য করার জন্য দুঃখপ্রকাশ করছি । অাপনার মন্বত্য পেয়ে খুশি হয়েছি ....ভাবছিলাম ..কাওসার ভাই মন্তব্য করছে কেন !!

ভাল থাকুন শ্রদ্ধেয় ভাই! প্রিয় জনদের নিয়ে

৮| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:০১

অর্থনীতিবিদ বলেছেন: কল্পনা, ইচ্ছা আর অপ্রাপ্তির চমৎকার সংমিশ্রন। এমন ইচ্ছেগুলো বুকের গভীরে হাহাকার তোলে। তারপর একরাশ দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে। কিন্তু মন মানে না কিছুতেই। মন আবারও কল্পনা করে, আবারও বর্ষণমুখর সন্ধ্যায় হারিয়ে যাওয়ার অপেক্ষা করে।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১১

রাকু হাসান বলেছেন: বাহ চমৎকার কমেন্ট...।ঠিক এমন টা তুলে ধরতে চেষ্টা করেছি । এমন কমেন্ট পেলে খুব ভাল লাগে ..
শ্রদ্ধেয় অর্থনীতিবিদ
ভাল থাকুন প্রিয়জনদের নিয়ে শুভকামনা রইলো

৯| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতা।
বানানে আরেকটু যত্নশীল হবার দরকার।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:২২

রাকু হাসান বলেছেন: গুণি ব্লগার আমার ব্লগে সু স্বাগতম ...সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি গঠনমূলক মন্তব্য করায় । ইতিমধ্যে এডিট করে নিয়েছি ।
আর আপনার মত প্রভাবশালী মানুষ সুন্দর কবিতা বলে স্বীকৃতি দিল আনন্দ লাগছে । এভাবেই শিখেবো আমি ...ইনশাআল্লাহ...আমার এলাকায় বৃষ্টি হচ্ছে .।বৃষ্টির শুভেচ্ছা নিবেন

১০| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:২৪

নীলাদ্রী হীমান বলেছেন: সাবলীল প্রকাশে জোড়ালো অভিব্যাক্তি,দারুন লাগল কিন্তু !!!!

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩৩

রাকু হাসান বলেছেন: আমার ব্লগে স্বাগতম নীলাদ্রী হীমান ভাই! আপনার মন্তব্য আমাকে অনুপ্রেরণা দিল ।

ভাল থাকুন বালিকা নিয়ে ,খুশিতে থাকুন

১১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

নীলাদ্রী হীমান বলেছেন: বালিকা প্রস্থান করেছে অনেকদিন হল,নিজেকে নিয়ে নিজে ভালো আছি আপাতত। আপনাকে অনেক শুভকামনা,ভালো থাকুন,সুন্দর থাকুন।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৪০

রাকু হাসান বলেছেন: একটি ভাল লাগা কাজ করছিলো আপনার লেখাটা পড়ে,কিন্ত এ এটা শুনে খারাপ লাগলো ।খুব ভাই .......।নীলাদ্রী ভাইয়া আপনি অনেক বেশি সুখি হউন সেই প্রত্যাশা ।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৯:৪৬

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫

রাকু হাসান বলেছেন: শামচুল হক ভাইয়া...।পড়েছেন জেনে এটাই অনেক খুশি হয়েছি আরও বেশি ভাল লাগছে জেনে যে .আপনার ভাল লাগলো ।
দোয়া রাখবেন ভাই !

১৩| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৫

কল্পদ্রুম বলেছেন: খুব ভালো লাগলো।টাইপোগুলো ঠিক করে নিলে ভালো হতো।চোখে লাগছে।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

রাকু হাসান বলেছেন: শ্রদ্ধেয় কল্পদ্রুম ! আমার ব্লগে আপনাকে স্বাগতম । আপনার মত একজনের মন্তব্য পেয়ে উপকৃত হয়েছি ,আর ভাল লাগছে জেনে ইচ্ছা জাগছে অনেক ভাল কবিতা লিখি ,সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে বলার জন্য । আমি আরও সর্তক থাকবো .....
অনেক বেশি সুখে থাকুন ,সেই কামনা

১৪| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

রিফাত হোসেন বলেছেন: চাঁদগাজী বলেছেন:



অনেক সহজ সরল, প্রাকৃতিক আবেগ; লাখো তরুণের স্বপ্ন; কবিতায় প্রান আছে

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫১

রাকু হাসান বলেছেন: রিফাত হোসেন ভাই! আমার ব্লগে আপনাকে স্বাগতম,আপনাদের উৎসাহ আমাকে উৎসাহিত করছে ।
সুস্থ থাকুন ভাই ! সব সময় ।

১৫| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

নীলাদ্রী হীমান বলেছেন: সমুদ্রে ঘাট বাধাবেন,প্রিয়ার সঙ্গ, পদ্মপুকুর
বৃষ্টি হলে গা ভেজাবেন, ছন্দে বাজবে প্রিয়ার নুপুর।
ভালো লাগলো ভাই, খুব খুব সুন্দর লিখেছেন।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫২

রাকু হাসান বলেছেন: বাহ,চমৎকার বলেছেন । অনুপ্রেরণা পেলাম । নীলাদ্রী ভাই! এই নামটাও খুব সুন্দর ।

১৬| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো লাগলো ।

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১২

রাকু হাসান বলেছেন: আপনি! নীলপরি আপু আমার ব্লগে সু-স্বাগতম ,আপনার মত একজন কবি ,কবিতা টি পড়েছে সেটা জেনেই খুব খুশি হয়েছি ,তার উপর ভাল লাগা । মনে মনে চেয়েছিলাম ,তিনি(নীলপরি আপু) যদি কবিতাটি পড়ে কিছু নির্দেশনা দিত ! আমার ভাল লাগছে যে আপনি পড়েছেন যে ।

অনেক বেশি ভাল থাকুন সব সময় প্রিয়জনদের নিয়ে সেই দোয়া রইলো আপনার জন্য ।

১৭| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। কিন্তু এমন সব কথা প্রায়ই হারিয়ে যায়...........

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৩

রাকু হাসান বলেছেন: শ্রদ্ধাভাজন সুমন কর ভাইয়া ....।আপনাদের মত মানুষের মন্তব্যের জন্য মুখিয়ে থাকি । স্বাগতম এবং ধন্যবাদ ভাইয়া ।
হ্যা এমন কথাগুলো হয়তো হারিয়ে যাবার জন্যই সৃষ্টিহয় .।এটাই বাস্তবতা .......তবু আমরা ভেবে যায়.কেউ পায় কেউ হারায় ....।চলছে এই খেলা .....

সুস্থ থাকুন ভাইয়া ..

১৮| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

করুণাধারা বলেছেন: কবিতার ভাব ও ভাষা চমৎকার। খুব ভালো লাগলো।

বানানের দিকে একটু খেয়াল করতে হবে। এত সুন্দর কবিতায় বানান ভুল হলে পড়া থেমে থেমে যায়।

লিখতে থাকুন।

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪২

রাকু হাসান বলেছেন: করুণাধারা আপনার ইতিবাচক মন্তব্যও আমার ভাল লাগলো । দোয়া রাখবেন ....।আর অনেক বেশি ভাল থাকুন ।

১৯| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২২

গায়েন রইসউদ্দিন বলেছেন: রাকু হাসান ভাই, আপনার ব্লগে এই প্রথম এসে বুঝলাম যে আপনি একজন সত্যিই ভাল মনের মানুষ। আপনার কবিতায় স্বপ্নময় ভাবনাগুলি অনেক সুন্দর। কবিতায় প্রকাশিত আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হোক,এই কামনা করি। শুভেচ্ছা !

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৯

রাকু হাসান বলেছেন: বাহ! প্রেরণামূলক মন্তব্য । আপনার মন্তব্যে উৎসাহিত হলাম.....আপনি মানুষটি ইতিবাচক । সে জন্য ইতিবাচক মন্তব্য । দেখে ভাল লাগছে যে ভাবনাগুলোর সুন্দর বলেছেন । আমি ভাল মানুষ হিসাবে বাঁচতে এবং এবং সেই চেষ্টা করে যায় প্রতিনিয়ত ..যদি হতে পারি সেটাই হবে সফল সাধনা । আমার প্রতি আপনার এমন ধারণা মুগ্ধ করেছে আমায় । শ্রদ্ধেয় গায়েন রইসউদ্দিন ভাই.....।এভাবেই কাটুক ব্লগ আমাদের । ভালবাসা থাকলো আপনার জন্য ।

২০| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৫

লাবণ্য ২ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৯

রাকু হাসান বলেছেন: লাবণ্য ২ আপু অশেষ ধন্যবাদ ,পড়েছেন বলে ,সুন্দর হয়েছে সেটা অামার জন্য বোনাস ।
পহেলা শ্রাবণের শ্রভেচ্ছা রইলো ।

২১| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ২:৩১

নিয়াজফাব বলেছেন: শব্দচয়ন অসাধারণ। তালের ভেতর যেন এক মৃদুতার স্পর্শ। যেন আপনার মাঝে খুঁজে পাই সুনীলের সেই হালকা ভারীর বৈরিতা।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৩:০৮

রাকু হাসান বলেছেন: : শব্দচয়ন অসাধারণ। তালের ভেতর যেন এক মৃদুতার স্পর্শ। যেন আপনার মাঝে খুঁজে পাই সুনীলের সেই হালকা ভারীর বৈরিতা। বাহ! কত সুন্দর মন্তব্য । অনেক বেশি সম্মানীত করেছেন জনাব নিয়াজফাব । মন্তব্য টি মনে রাখার মত ।
অনেক বেশি ধন্যবাদ ,ভাল থাকবেন সব সময় । শুভরাত্রি

২২| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১

সনেট কবি বলেছেন: ভাল হয়েছে।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৫

রাকু হাসান বলেছেন: ব্লগের সেরা কবি বলেছেন ভাল হয়েছে ,খুশি হলাম খুব । সনেট কবির কাছে ভাল লেগেছে ,সেটা জেনে আমার ও ভাল লাগলো কবি ।
ভাল থাকবেন কবি ,

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

নীল আকাশ বলেছেন: এই কবিতা টা কিভাবে যে বাদ পড়লো আমার চোখ থেকে?
কি চমৎকার ছন্দ!
কি চমৎকার পংক্তিমালা!
কি আকুল আবেগের বহি:প্রকাশ!
আমি মুগ্ধ, বাক্যহীন হয়ে গেলাম।

নিন আমার অসম্ভব পছন্দের একটি গানের কিছু লাইন তুলে দিলাম.............

নতজানু হয়ে ছিলাম তখন, এখনো যেমন আছি
মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি,
ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর, প্রেমের পদ্যটাই
বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।



১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

রাকু হাসান বলেছেন: নীল আকাশ , :)
আপনার মূল্যায়ন ও আন্তরিক হৃদয় কেড়ে নেওয়া মন্তব্য আমাকে বারবার মুগ্ধতা দিচ্ছে ।
কি চমৎকার ছন্দ!
কি চমৎকার পংক্তিমালা!
কি আকুল আবেগের বহি:প্রকাশ!
আমি মুগ্ধ, বাক্যহীন হয়ে গেলাম।
---েএভাবে মূল্যায়ন কয়জন করে বলেন ? 8-| আপনি যেমন বাক্যহীন হয়ে পড়ছেন আমিও কি মন্তব্য করলে আপনার এত প্রাণবন্ধ মন্তব্যের সঠিক প্রতি উত্তর হবে জানি না । আমার আপন হয়ে যাচ্ছেন :-B :) । কই ছিলেন এত দিন ! :P
সত্যি এমন মন্তব্যে কতটুক আনন্দ দেয় আপনি জানেন । আমার কাছেও তেমন ই ।

আপনি খুব খুব খুব সুন্দর একটি কবিতার লাইন দিলেন । আমি আামার সবচেয়ে পছন্দের গানের লাইন দিচ্ছি :)

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
এ জীবন পুণ্য করো দহন-দানে।।
আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার ওই দেবালয়ে প্রদীপ করো–
নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে।।------গানটি খুব খুব পছন্দের ।

কৃতজ্ঞতা দোয়া ,ভালোবাস ,সমর্থন সব কিছু থাকলো আপনার জন্য । অনেক বেশি ভালো থাকুন সেই আশা

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০১

জাহিদ অনিক বলেছেন: কথা ছিল দেখা হবে দেখা হলোনা. হৃদয়ের কথা তাঁর বোঝা গেলনা.


কবিতা ভালো লেগেছে। কবিতায় প্রাণ আছে, যেমনটা চাঁদগাজী বলেছেন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

রাকু হাসান বলেছেন: বাহ ,এই কবিতাটি খুঁজে পড়ার জন্য খুশি হয়েছি জাহিদ ভাই! ব্লগে মাত্র দু’টি কবিতা পোস্ট করেছি সখের বসে ।প্রথম এটি । পড়ছেন এবং ভালো হয়েছে বলেছেন সেটা অনেক প্রাপ্তি আর সেটা যদি আপনার মত কবির কাছ থেকে হয় তাহলে তো বেশি ভালোলাগা । চাঁদগাজী স্যারের মন্তব্য অামার অনুপ্রেরণা দিয়েছিল । এখনও আরও পরিষ্কার আপনি বলায় ।
পাঠে ও মন্তব্যে শুভেচ্ছা জানবেন । ভালো থাকবেন ।

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৫

শিখা রহমান বলেছেন: চমৎকার কবিতা। পড়লেই সতেজ বাতাস ছুঁয়ে যায় কোথাও!!

প্রথম আর শেষ স্তবকটা খুবই ভালো লেগেছে। শুভকামনা কবি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

রাকু হাসান বলেছেন: শিখা আপু :) । আমার খুব খুশি হলাম কবিতাটি খুঁজে এসে পড়ার জন্য । সেই সাথে এমন পাঠকেরক কাছ থেকে প্রশংসা ,অনুপ্রেরণা । আর আমি কবি :( .।শখের আংশিক কবি বলা যাই :P । ভালো থাকো ,তুমি করে বলে ফেললাম #:-S
কৃতজ্ঞতা পড়ার জন্য । শুভেচ্ছা থাকলো আমার ।

২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: মানুষের মনে কত কথা থাকে, ইচ্ছে থাকে যা জীবনে অপূর্ণই থেকে যায়!
শেষের স্তবকটা খুব সুন্দর হয়েছে!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০

রাকু হাসান বলেছেন:


স্যার ব্লগ বাড়িতে আসায় আপনাকে স্বাগতম জানাচ্ছি । আপনি যথার্থ বলেছেন ‘মানুষের মনের অনেক কথাই অপূর্ণ থেকে যায় । এই অপূর্ণতা আছে বলেই আমরা নিরন্তর পূর্ণতার খোঁজ করি । শেষের স্তবকটি খুব সুন্দর হয়েছে বললেন জেনে ভালো লাগলো । অনেক বেশি ভালো থাকুন আপনি । একান্ত বাধ্য হয়ে দেরিতে প্রতি উত্তর করায় দুঃখ প্রকাশ করছি । আশা রাখছি সামনের দিনগুলো প্রতি উত্তর দিতে সময় নিব না খুব একটা । আমার সালাম আপনার প্রতি ।

২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৫

আরোগ্য বলেছেন: রাকু ভাই আপনার ব্লগে এসে ভালোই হল। শুধু ভালো না অনেক ভালো।
কবিতাটি এত ভালো লেগেছে যে কি বলে ব্যক্ত করবো বুঝতে পারছি না। প্রতিটা লাইনের চিত্র... সেই রকম!!!!!! " হয়ত আমার ভাবনার প্রতিফলন আছে তাই এত বেশি হৃদয় ছুঁয়েছে। একেবারে মর্মস্থল। দুইবার পড়ার পরও তৃষ্ণা মেটে নি। প্রিয়তে নিলাম।
ব্লগে অনেক ভালোবাসার কবিতা আসে তবে এই পর্যন্ত এতটা মুগ্ধ হয়নি। কেননা অধিকাংশ কবিতায় যে অভিব্যক্তি তা ক্ষয়িষ্ণু। তাছাড়া এমন কিছু বর্ণনা থাকে যেগুলো আমার কাছে বিব্রতকর।
অনেকদিন ধরে আপনার কবিতা পাই না। সময় করে আপনার অগোচরে আপনার ব্লগ বাড়িতে কবিতা চুরি করতে আসবো।
এই কবিতাটির সম্পর্কে বলবো-
চমৎকার!!!!!!
দারুণ!!!!!!!!!
মনোমুগ্ধকর!!!!!!!
অসাধারণ!!!!!!!!
লাইক,লাইক,লাইক!!!!!!!!!!!!!!!!!

কাকে উৎসর্গ করলেন??????

;) :P

১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

রাকু হাসান বলেছেন:


মন্তব্যটি কয়েকবার পড়েও তৃপ্তি হলো না । আসলেই কি এতটা ভালো লিখেছি! আপনার মতো পাঠকের প্রশংসা পেয়ে মনে হলো কিছুটা হলেও ভালো হয়েছে । প্রিয়তে নিয়ে আমাকে কৃতজ্ঞ করে রাখলেন । ব্লগে প্রথম কবিতা ছিলো অামার । ব্লগিং শুরু দিকের কবিতা । মূলত পোস্টে ভেরিয়েশন আনার জন্যই লিখেছিলাস । এখন আর তেমন লেখন আর তেমন লেখা হচ্ছে না । একদম দেয়ালে পিট টেকে গেলে লিখি । এতই ব্যস্ততা যে কবিতা লেখার মতো মাইন্ডসেট হচ্ছে না । আপনি এমন করে বললেন ! লিখতেই হবে । যেমনই হোক পড়বেন কিন্তু ;)
অধিকাংশ কবিতায় যে অভিব্যক্তি তা ক্ষয়িষ্ণু। তাছাড়া এমন কিছু বর্ণনা থাকে যেগুলো আমার কাছে বিব্রতকর। আমিও মনে করি এটা ভাই । যে কবিতা পাঠ করার পর প্রভাব পাঠকের ভিতর থাকে না ,সেইস সব কবিতা গলদ করতে কষ্ট হয় । আপনি আসুন কবিতা চুরি করতে । এভাবে কেউ কবিতা চুরি করবে জানলে আমি আরও কবিতা পোস্ট করতাম 8-| । দারুণ ভালোলাগাময় মন্তব্য আরোগ্য ভাই ।

হাহাহা কাকে উৎসর্গ করবো ! তখন তো এত ভালো কবিতার মধ্যে আমি কবিতা পোস্ট করেছি বলেই তো ধন্যবাদ দিবেন ,সাহস করার জন্য । ;) :P

২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৭

আরোগ্য বলেছেন: আবার পড়ে আবারও এলাম।
মাঝিমাল্লাহীন কংস মানে আমি বুঝিনি।
বেশ কিছু বানানে ভুল আছে। রাকু ভাই বানানগুলো ঠিক করে দিন। সেই সাথে একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ ছবি জুড়ে দিলে খারাপ হবে না।
আবারও কবিতায় ভালোলাগা রেখে গেলাম।

ভালো থাকুন। চিত্ত ও কায়া সদা আরোগ্য থাকুক। আর ব্লগে নিয়মিত হন। কিছু কিছু মানুষ ছাড়া ব্লগ নিষ্প্রাণ।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

রাকু হাসান বলেছেন:



বাহ ,আবারও মন্তব্য । :)
কংস একটি নদীর নাম । মাঝি মাল্লাহীন বলতে নৌকাচালক ও তার সহকর্মিগণ কে বুঝায় । যেখানে শুধু .....থাক বাকীটা না বললেও বুঝবেন B-)) । আশা করি আপনার জিজ্ঞাসার উত্তর দিতে পেরেছি । বানানের কথা বললেন । আমার আগের পোস্টে অনেক বানান ভুল আছে ,সেটা জানি কিন্তু সময় করে এডিট করার সময় পাচ্ছি না । আগে এক লাইন লিখলে পাঁচ লাইন ভুল করতাম এমন অবস্থা হতো আমার । এই কথাটি অনেকাংশেই ভুল কেননা বানান সমস্যা এখনও হচ্ছে আমার । তবে চেষ্টা না হয় যেন । বানান নিয়ে বড় একটি পোস্ট ইতিমধ্যে দেখেছেন সেটি মূলত বানান সমস্যা কাটিয়ে উঠার জন্যেই নিজে সংগ্রহ করেছিলাম পড়ার জন্য । তারপর আপনাদের সাথে শেয়ার করেছিলাম । িএখন পর্যন্ত সবচেয়ে পঠিত পোস্ট আমার । আসলে প্রয়োজনীয় জিনিস ঠিক মানুষ পড়ে দেখলাম । প্রতিদিন কেউ না কেউ পড়ে যাচ্ছে । দারুণ ভালো লাগা আমার । এই পোস্ট বর্হিভূত বিষয় শেয়ার করে ফেললাম । ছবি ,বানান ঠিক করে নিব খুব তাড়াতাড়ি ভাই । অাপনি আসলেন ,আরও হয়তো কেউ আসবে ,তারা যেন এসে এমন টা না পাই সেই চেষ্টা থাবে ।
কিছু কিছু মানুষ ছাড়া ব্লগ নিষ্প্রাণ---আপনার এই মন্তব্যে কি বলবো ভেবে পাচ্ছি না । নিয়মিত হবো তো অবশ্যই ।কিছু দিন একটু বেশি ব্যস্ততা তারপর কিছুটা হলেও সময় পাব । সময় করে ব্লগে থেকে আপনার সানিধ্য উপভোগ করার চেষ্টা আমার থাকবেই । অনেক ভালো থাকুন ভাই । সুন্দর মন্তব্য করেছেন । মন ভালো করার মন্তব্য । দেরিতে উত্তর করার ভাইকে ক্ষমা করবেন দয়া করে । নামাজের সময় হয়েছে । জুম্মা মোবারক ভাই ।

২৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রিয়জনের সাথে কথামালার অন্ত নেই....
যেন নদীর বয়ে চলা.....

প্রিয়জনকে পেলে সময় থমকে দাঁড়ায়.....
মুখে কথার খই ফোটে.....

চমৎকার পোস্টে ভালো লাগার পরশ বুলিয়ে দিলাম....

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১২

রাকু হাসান বলেছেন:


ভাই,আপনি এক দিনে অনেকগুলো পোস্টে মন্তব্য রেখে ছিলেন উত্তরও দিয়ে ছিলাম । েএটা কিভাবে যেন বাদ পড়ে যাই । অনেক দুঃখ প্রকাশ করছি । ক্ষমা করবেন আমায় । আপনার ভালো লাগাই আামার সাহস । শুভকামনা রইলো ভালো থাকুন ।

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০

আরোগ্য বলেছেন: ব্লগের সবচেয়ে প্রিয় কবিতার কবির কাছে কি আরও কবিতা দাবি করতে পারি না? :)
অবশ্যই পারি। পাঠক লেখকের কাছে দাবি রাখবে এটাই স্বাভাবিক। আর লেখক তা পূরণ করবে এটাই কাম্য। :((
কবিতার জন্য অনেক অনেক শুভ কামনা করছি রাকু ভাই।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১

রাকু হাসান বলেছেন:


ভাই !! আমাকে কবি বললেন আপনি ? সত্যি লজ্জা পেয়েছি আমি । B:-) । নিজেকে কবি দাবি করার মতো দুঃসাহস আমার হয় না ।আপনি বলেছেন সে মতামতে শ্রদ্ধা জানাই আমি । েএত ভালো কবিতার মধ্যে নিজের কবিতা দেখে ভয় পাই । তবে কথা দিচ্ছি আপনাকে হতাশ করবো ,কবিতা লিখবো তবে সেটা ভালো মন্দ আপনারা বিবেচনা করবেন আশা করি । ভালো মন্দ বলে আমাকে সহায়তা করবেন । ভাইয়ের খোঁজ নেওয়াতে কৃতজ্ঞ আমি । আপনাকে অনেক আগেই কাছের করে নিয়েছি । ভালোবাসা ও্র সালাম নিবেন ভাইয়া । অনেক দিন আপনার ব্লগে যাই না ,যাব অব্যশই ।
শুভেচ্ছা ও ভালোবানা নিবেন ।

৩১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: ক্ষমা কেন??? সামুর নোটিফিকেশন এর সমস্যা এটা।
সামুরে জিগান B-))

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

রাকু হাসান বলেছেন:


হাহাা আচ্ছা ,চাইবো নে । তো আছেন তো ভালো !

৩২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালু আচি B-))
আপনে :-B

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

রাকু হাসান বলেছেন:


আই গম আছি ;)

৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

আরোগ্য বলেছেন: সামুর নোটিফিকেশনের কথা আর কি বলবো?
আপনার নাম ব্লগে না দেখলে আজ আর প্রতি উত্তর দেখা হত না। জানিনা সামু এই সমস্যা কবে দূর করবে।
সত্যি এই কবিতাটা আমার এত বেশি ভালো লাগে যে যখন পড়ি তখনই নতুন মনে হয়।ব্লগে কবির সমারোহ তবুও এই কবিতাতেই মন আটকে গেছে। প্রায় রাতেই পড়ি। অসম্ভব ভালো লাগে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৫

রাকু হাসান বলেছেন:

নোটিফিকেশন ঝামেলায় প্রায় সব সময় থাকি ভাই । এটা পুরাতন সমস্যা যেন সমাধান হবার নয় । আপনার ভালো লাগাই আমার কাম্য এবং প্রেরণা । লেখার স্বার্থকতা সেখানেই । আপনি কবিতাটি বারবার পড়েন জেনে আপ্লুত আমি । একজন আনাড়ি মানুষের কবিতার প্রতি পাঠকের েএই ভালোবাসা সত্যিই খুব ভালো লাগা দেয় । আমাকেও দিয়েছে । মন ছুঁয়েছেআপনার মন্তব্য ।শুভকামনা ভালো থাকবেন । শুভরাত্রি ।

৩৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯

আরোগ্য বলেছেন: একটি হারানো বিজ্ঞপ্তি। ব্লগে আমাদের অন্যতম প্রিয় ব্লগার রাকু হাসানকে দেখা যাচ্ছে না। আপনি যদি কোন খোঁজ পান অনতিবিলম্বে সামুতে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৭

রাকু হাসান বলেছেন:
হাহাহা
ইতি মধ্যে রাকু হাসান কে খুঁজে পাওয়া গেছে ;) । পুরস্কার কি ! B-) তো আছেন কেমন । ক’দিন একটু বেশিই ব্যস্ত হয়ে পড়ছিলাম তাই একদম দেখা নাই । আপনার সেই অন্যতম ভালো লাগা ময় কবিতায় আগমন 8-|

৩৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

আরোগ্য বলেছেন: অনেক দিন পর আবারও এলাম প্রিয় কবিতায়। ভালোলাগার একটি পাতা।

রাকু ভাই দয়া করে একটি সুন্দর ছবি যুক্ত করে বানান কটা ঠিক করে দিন। ইচ্ছে আছে আগামী পোস্টে কবিতাটির লিংক শেয়ার করবো :)

এই মন্তব্যটি পোস্টে বেমানান তাই মুছে দেয়ার অনুরোধ করছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

রাকু হাসান বলেছেন:


এডিট করলাম ভাই। একটি ছবি যুক্ত করছি । কিছুটা ব্যস্ততা ছিল ,নেট সমস্যাও ছিল । কবিতাটি আপনার খুব ভালো লেগেছে বুঝাই যাচ্ছে । আবারও আসায় কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া কিছুই করতে পারবো না । মন্তব্য মুছতে হবে না ।পাঠকের যে কোনো ধরনের মন্তব্য আমার জন্য আর্শীবাদ ভাই। তা সহ্য করার মতো ক্ষমতা আমাকে নিশ্চয় আল্লাহ্ দিয়েছেন । আর আপনি তো মন্দ বলেন নি ।
দোয়া রইলো ভাই । আপনার পোস্টের অপেক্ষা করছি।

৩৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট ভাই,

বাহা বেশ লাগলো তোমার 'কথা ছিল'র মাধ্যমে ইপ্সিত অভিব্যক্তি।
কিন্তু কি করে এই কবিতাটি আমার চোখের আড়ালে গেল বুঝতেই পারছি না। ++ কাব্যে ভাললাগা রেখে গেলাম।
ধন্যবাদ প্রিয় আরোগ্যকে। ওর বর্ষপূর্তিতে পোস্টটি শেয়ার না করলে জানতেই পারতাম না।

শুভকামনা ও ভালোবাসা প্রিয় ছোট ভাইকে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪১

রাকু হাসান বলেছেন:

ব্যস্ত নাকি পোস্ট করদে দেরি করছো? খুব সুন্দর মন্তব্য রাখলে । এই কবিতাটি যে তোমরা এভাবে সম্মান করবে ভাবিই নি । ভয়ে ভয়ে কবিতাটি দিয়েছিলাম । প্রথম কবিতা পোস্ট। আগের পোস্ট তো মিস হয়ে যাবারই কথা । আশা করছি ভালো আছ।আমার ব্যস্ততা শেষ হয় না ।

৩৭| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১২:১১

আরোগ্য বলেছেন: আসসালামু আলাইকুম প্রিয় রাকু ভাই,
আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। ব্লগে অনুপস্থিত থাকার পরও আমার খোঁজে ব্লগ বাড়ি গেছেন তাই আমিও চলে এলাম পছন্দের কুঠুরিতে। ব্লগটা কেমন যেন হয়ে গেছে। ব্লগিং করার তেমন সময়ও করে উঠতে পারছি না, তবে মনে হয় আমাদের সবার আবার সক্রিয় হওয়া উচিত। আগের মত না হলেও অল্প স্বল্প আসলে কেমন হয়?

আল্লাহ আপনাকে সপরিবারে ভালো রাখুক। আমাদের অনেকের কথাই মনে করি বিশেষ করি যারা প্রথম দিকে খুব অনুপ্রেরণা দিয়েছেন । ইনশাআল্লাহ সময় সুযোগ হলে আবার কলম ধরবো। দোয়া করবেন ভাই।

আর প্রিয় কবিতায় অজস্র ভালোলাগা রেখে গেলাম।

৩১ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৫

রাকু হাসান বলেছেন:

ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আমি ভালো আছি।কেন জানি আগের মত গতি আসে না । ইচ্ছে হয় কিছু লিখি। কিন্তু এত ভালো লেখার ভীরে আমার ক্ষুদ্র চেষ্টা ভয় পাই।চাই সব জমজমাট হোক.।চাই ব্লগ এগিয়ে যাক। আসলে নিজের প্রয়োজনেই লেখার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।

আপনি আবারও শুরু করুন। শুভকামনার কমতি হবে না । আপনার মত পাঠকদের জন্য হলেও কবিতা লিখতে মন চাই । কিন্তু আমি যেসব টপিক নিয়ে লিখতে চাই,সেগুলো অনেক কষ্ট দেয় । কবিতার বিষয়বস্তুর কাছে ধরাশায়ী হয়ে যায়।একই বৃত্তে ঘুরপাক খাই। কবিতা আমার কাছে বিশেষ কিছু। ভালোবাসি কবিতাকে। ক্রমেই দূরত্ব বেড়ে চলেছে কবিতার প্রতি।

ভালোবাসা গ্রহণ করলাম । অশেষ কৃতজ্ঞতা রইল। আসলে কিছু সম্পর্কের কৃতজ্ঞতা প্রকাশে যায় আসে না । দোয়া নিবেন আমার অবশ্যই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.