নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা ছবিতে ফেসবুক/ব্লগে প্রচারনা

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

রোহিঙ্গা ইস্যু তৈরি হবার পর থেকে ফেসবুকে/ ব্লগে ঢুকতেই ভয় করে, যেই ভয়ংকর সব ছবি পাবলিক গনহারে শেয়ার করে যাচ্ছে তাতে সত্যি আমাদের কুশিক্ষা, আবালিয় চেতনা, কপূরের মত অনুভূতি আমাদের কোথায় নিচ্ছে সেটা ভাববার বিষয় হয়ে দাড়িয়েছে। আমরা অনেকেই বুঝে না বুঝে,জেনে না জেনে,দেখে না দেখে কোনকিছু পেল অমনি বিবেক বিবেচনা ছাড়াই গনহারে লাইক শেয়ার করতে থাকি। একটি বারের জন্যও মাথা খাটানোর চিন্তা করি না যেটা করতেছি সেটা কি আসলেই ঠিক করছি কিনা, কতটা যৌক্তিক আমাদের এইসব আচরন?

ইদানিং রোহিঙ্গাদের নিয়ে যা হচ্ছে এটা যে মানবতার চরমতম অবমাননা সেটা যদি কেউকে চোখে আঙ্গুল দিয়ে বোঝানো লাগে তাহলে তার DNA টেষ্ট করা আমার মতে অপরিহার্য। তাই বলে আপনি আপনার অবস্থান থেকে মানবিক ও মুসলিম হিসেবে কি করবেন, আপনার কি করা উচিত সেটা নিয়ে পরিস্কার ধারনা থাকতে হবে। না বুঝলে যারা বুঝে তাদের থেকে জেনে নিবেন কিন্তু আন্দজের উপর বোকামি করবেন না প্লিজ।

আপনারা যেইসব ছবি/ভিডিও লাইক শেয়ার দিচ্ছেন সেগুলোর কতভাগ সত্যি, কতভাগ ফটোশপ এডিটিং, কতগুলো অন্য দেশে অন্য প্রেক্ষাপটের এগুলো বুঝার মত পরিপক্কতা না থাকলে আপনার স্যোশাল সাইট ব্রাউজিং করা থেকে বিরত থাকাই শ্রেয়। এতে করে নিজেও বিভ্রান্ত হবেন না অন্যরাও বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে পারবে। অনেকেই এমন আছে যারা কিনা এসব ছবি/ভিডিও লাইক শেয়ার করেই ঈমানি দ্বায়িত্ব পালন করতে পেরেছে ভেবে তৃপ্তির ঢেকুর তুলে। অথচ তাদেরকে রোহিঙ্গাদের জন্য ১০০/৫০০ টাকা দান করতে বলেন তখন সরাসরি “না” করতে পারবে না ভেবে শত অজুহাত দাড় করিয়ে দিবে এই হল তাদের ঈমানের দৌড়।

সহজ একটা কথা মাথা মোটা পাবলিকরা কেন যে বুঝে না, আপনাদের এইসব আজগুবি লাইক শেয়ারে রোহিঙ্গাদের কিছুই আসবে যাবে না তাদের একবেলা খাওয়ার ব্যবস্থা করেন সেটাই তাদের কাজে আসবে। তবে, রোহিঙ্গাদের নির্যাতনের প্রমানিত সত্যি ছবি/ ভিডিও অব্যশই প্রচার করতে পারেন যেন আর্ন্তজাতিকভাবে তাদের জন্য সচেতনতা তৈরি করা সম্ভব হয়, তা না হলে ভূয়া ছবির মাধ্যমে নিজেদের গবেট হিসেবে প্রমানিত করা থেকে বিরত থাকুন।

কোনকিছু করার আগে কাউকে অন্ধ অনুসরন না করে আল্লাহ প্রদত্ত নিজের দামি মাথাটা একটু খাটানোর চেষ্টা করুন। আর যদি সেই যোগ্যতাও না থাকে তাহলে নিরব থাকুন দয়া করে নিজেকে হাসির পাত্রে পরিনত করবেন না।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

আব্দুল আজীজ বলেছেন: অতি উত্তম কথা।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

মলাসইলমুইনা বলেছেন: একটু দ্বিমত করলাম আপনার সাথে | রোহিঙ্গা গণহত্যার এই জঘন্য বিষয়টা নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার প্রচারটা খুবই জরুরি বলে মনে হচ্ছে | সবাইতো এক্সপার্ট না, কেউ কেউ ভুল করবেই | ফটোশপের ছবিতেও লাইক দেবে, কেঁদে কেঁটে বিশাল পোস্টও জুড়ে দিতে পারে | কিন্তু সেগুলো তুলনামূলক ভাবে অল্পই হবার কথা | সত্যিকার ফটোই থাকবে বেশি | মানুষ সেটা বুঝবেও | আর সেটাই দিনের শেষে প্রচারণার খুবই দরকার কাজটা করবে | গতসপ্তাহেই মার্কিন স্টেট্ ডিপার্টমেন্টের মখপাত্রী হিদার নূয়ার (Heather Nauert) রোহিঙ্গা গণহত্যার প্রমান আমেরিকা পায়নি বলে তাদের ডেইলি নিউজ কনফারেন্স বলেছিলো | এসপ্তাহে সেই হিদার নূয়ারই স্টেট্ ডিপার্টমেন্টের অবস্থান বদলের কথা বলেছেন এই বিষয়ে | এই পুরো ব্যাপারটায় সোশ্যাল মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে বলেই আমার মনে হয়েছে | তবে আমাদের অনেকেই রোহিঙ্গাদের সাহায্য করার কথা বললে সামর্থ্য থাকার পরেও এড়িয়ে যাই সেটা মানছি | আপনার এই মন্তব্যও মেনে নিলাম "কোনকিছু করার আগে কাউকে অন্ধ অনুসরন না করে আল্লাহ প্রদত্ত নিজের দামি মাথাটা একটু খাটানোর চেষ্টা করুন।"

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

বিবর্ন সভ্যতা বলেছেন: আমি কিন্তু বলি নাই যে, প্রচারনা করা যাবে না আমি বলেছি যেই প্রচারনাই করা হচ্ছে সেটা যেন সত্যিকার ভাবেই রোহিঙ্গাদের সাথে প্রাসঙ্গিক হয়। মন্তব্যর জন্য ধন্যবাদ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫

মলাসইলমুইনা বলেছেন: আপনার এই মন্তব্যের সাথে দ্বিমত করছি না | আসলে ফেক/ফটোশপ করা ছবি অনেকেই ধরতে পারবে না | কিছু মন্তব্যও/আলোচনাও হয়তো অপ্রাসংগিক হয়ে যেতে পারে না চেনা/না জানার কারণে | তাও চাই আলোচনা/প্রচারনা চলুক | থেমে না যাক | কিছু অপ্রাসঙ্গিক আলোচনা/প্রচারনা আলাদা করা যাবে | অনেক আলোচনা হলে অপ্রাসঙ্গিক আলোচনা/প্রচারনা হাইলাইটেডও হবে না | কিন্তু প্রয়োজনীয় ইস্যুগুলো বেছে আলাদা করা যাবে | সেগুলির ভিত্তিতেই আশাকরি কাজের কাজগুলো করা যাবে | অনেক ধন্যবাদ আপনাকে |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.