নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

ছবির কথা-০৩

১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৮

ছবি তোলা একটা সখ। তাই যেখানে যাই সেখানেই কিছু ছবি তোলে রাখার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় ছবির কথা-০২ এর পরে এবার ছবির কথা-০৩।

১। ফুলের বাগান। মাসকো স্কুল। কান্ঞ্চন, নারায়নগঞ্জ।


২। দীঘা রেলস্টেশন, কলকাতা।


৩। জবা ফুল।


৪। বনফুল। (নাম জানা নাই)


৫। কাঠাল মুচি


৬। রেলগেট। ব্রাক্ষনবাড়িয়া।


৭। গ্রাম বাংলা, গফুরগাও। ময়মনসিংহ।


৮। ভিক্টোরিয়া প্যালেস দীঘি। কলকাতা।


৯। বেগুন ফুল


১০। রবিন্দ্র সরোবর, কলকাতা।


সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৮

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর !!
জবা ফুল আমার অনেক প্রিয় ; দারুন সব ছবি।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৯

বিবর্ন সভ্যতা বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফুলের ছবি দুটি সুন্দর।

৩| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৪| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৫

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো ছবিগুলো।

৫| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার চমৎকার যতসব ছবি।

৬| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৯

মোস্তফা সোহেল বলেছেন: দারুন সব ছবি!
মোবাইলে তোলা?

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২০

বিবর্ন সভ্যতা বলেছেন: জ্বি, সব গুলোই মোবাইলে তোলা।

৭| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৬

মলাসইলমুইনা বলেছেন: সুন্দর ! কাঞ্চন জায়গাটা কোথায় নারায়ণগঞ্জে ? এর আশেপাশের জয়গাগুলোর নাম বলবেন প্লিজ |

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২২

বিবর্ন সভ্যতা বলেছেন: এটা হল নারায়নগন্জের রুপগন্জ উপজেলায়। গাউছিয়া থেকে সি এন জিতে পশ্চিম দিতে আসতে হয়।

৮| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪১

বারিধারা ২ বলেছেন: ঐ স্কুলে কি ঢোকা যায়? যে কেউ ঢুকতে পারে? কিভাবে ঢুকা যায়?

মলাসইলমুইনা, কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে প্রাইভেট কার অথবা বাসে ৩০০ ফিট রাস্তা ধরে পূর্বাচল হয়ে ভূলতা যাবার পথে শীতলক্ষা নদীর উপর যে ব্রিজ পার হবার সময় গাড়ি থেকে টোল আদায় করে, সেটাই কাঞ্চন।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫

বিবর্ন সভ্যতা বলেছেন: জ্বি ঠিক ধরেছেন, ঐ টোল এর থেকে ডানদিকে ২ মিনিটের পায়ে হাটার পথ। ঐ স্কুলটা আমার কোম্পানির মালিকের নিজস্ব অর্থায়নে পরিচালিত। খুবই সুন্দর একটা প্রতিষ্ঠান। ওখানে গেলে পুর্ব অনুমতি নিয়ে যেতে হবে। আপনি যেতে চাইলে আশা করি আমি সাহায্য করতে পারবো।

৯| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭

প্রামানিক বলেছেন: ছবি ভালো লাগল। ধন্যবাদ

১০| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর ছবি। খুব ভাল লাগল।

১১| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আজকে বোধ হয় ছবির দিন ।
ছবি গুলো ভালো হয়েছে ।

১২| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর সব ছবি।

১৩| ১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সোহানী বলেছেন: প্রথম ছবিটি দেখে ভবাছিলাম দেশের বাইরে হবে কিন্তু নারায়নগন্জ দেখে অনেক ভালো লাগলো। আমরা চাইলেই যেকোন কিছু সুন্দর করতে পারি।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৭

বিবর্ন সভ্যতা বলেছেন: এটা আমাদের কোম্পানির পরিচালিত একটা স্কুলের ছবি। আমি এই কোম্পাানির একজন প্রকৌশলী হিসেবে এই প্রতিষ্ঠানটা নিজের হাতেই গড়েছি বলে গর্ব হয়। আপনাদের আমন্ত্রন রইলো । ধন্যবাদ।

১৪| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৯

নূর-ই-হাফসা বলেছেন: দারুন সব ছবি ।

১৫| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩১

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

১৬| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৬

আহমেদ জী এস বলেছেন: বিবর্ন সভ্যতা ,




পরিপাটি সব ছবি । কাঠালের মুচির ছবিটা বেশি ভালো লেগেছে ।

১৩ নম্বর মন্তব্যে সোহানীর সাথে সহমত । আমরা চাইলেই যে কোন কিছু সুন্দর করতে পারি।

১৭| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৮

বনসাই বলেছেন: ১৩ নম্বর মন্তব্যের সোহানীর সাথে একমত। আমিও ভেবেছিলাম এটা এদেশের ছবি নয়।
আপনি কি মাসকো গ্রুপে কাজ করেন?

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৫

বিবর্ন সভ্যতা বলেছেন: জ্বি ভাই আমি মাসকো গ্রুপে কর্মরত আছি ।

১৮| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৩

ওমেরা বলেছেন: অনেক সুন্দর।

১৯| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪

*** হিমুরাইজ *** বলেছেন: দারুন সব ছবি!বেশ ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.