নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদ রায়হান

রাশেদ রায়হান › বিস্তারিত পোস্টঃ

পিতা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

একটি ছবি;
দিগন্তের ওপারে, আকাশ-সাগরের নিবিড় সান্নিধ্য,
সবুজ পাহাড়ের গা ধুয়ে দেওয়া সাদা মেঘ,
ডানা ঝাপটে দূর সীমান্তে উড়ে চলা এ্যালবাট্রসের মত-
সাইবেরিয়ার জমাট বরফ থেকে
কাশ্মিরের স্নিগ্ধ সবুজ পাহাড়।
-কল্পনার তুলিতে আঁকা।

আমি ছবি এঁকে চলি আমার মত করে
ধুসর, বিবর্ণ। বলা যায়, প্রাণহীণ।
সেদিন তাতে প্রয়োজন ছিল দু'ফোটা লাল রং।
আমার আর আঁকা হয়নি ছবিটি।
আজো তেমনিই পড়ে আছে।

গোধূলীর সোনালি আলো ফুরিয়ে এলো,
নামলো রাত্রির তিমির নিস্তব্ধতা।
ভেতরে-বাইরে বয়ে যাচ্ছিল প্রচণ্ড কালবৈশাখী।
নতুনের বীজ বুনে দিয়ে গেল সে
আমার, আমাদের আঙিনা জুড়ে।

এখন আমি একজন জন্মদাতা।
আমার ঘরের পরতে পরতে বসন্ত সমীরণ।
বিস্বাস কর, এ বসন্ত আমার কাঙ্খিত।
এখানে ওখানে সারাটা বাড়ি কোথায় নেই সে!
সে ফুল ফোটায়, ছবি আঁকে; আমার মত করে।

সে এঁকেই চলে, আমার মত-
সাগর, সবুজ দিগন্ত, সোনালি মাঠ; আরো কত কী!
আমি দেখি, ও এঁকে চলে ছবিটি।
কী যেন নেই তাতে, ভাবি-
ধুসর, বিবর্ণ। বলা যায়, প্রাণহীণ।

একদিন গাছের সবুজ পাতার ডগায়
ছুঁয়ে দিলাম দু’ফোটা লাল রং।
অমনি নাচন উঠলো সবুজ পাতায়,
সাগর জলে লাগলো ঢেউ,
ধুসর দিগন্ত একাকার হলো তার সাথে।

এখন তার বৃক্ষ, লতা শাখা প্রশাখা ছড়ায়,
সবুজ পাতার ফাঁক দিয়ে আসে নির্মল হাওয়া,
মলিন জ্যোৎস্নায় অবগাহন করি রাতভর,
পাকা ফলের গন্ধে বিমোহিত হই আমি।
সত্যিই কিযে সুখ!

ও ছবি আঁকে; পূর্ণতা পায় আমার ছবি, আমার কল্পনা।
ভাবি, আমি সত্যিই হয়তো একজন পিতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.