নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদ রায়হান

রাশেদ রায়হান › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা

১২ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২০

ছোট্ট সোনা, খুকুমণি
মা’কে ভালোবাসে,
মা যে তাকে খাওয়ায় পরায়
সদাই থাকে পাশে।

বোন বাসে তার ভাইকে ভালো
তার তুলনা কিসে?
এটাই সেটাই মন ভরিয়ে
ভাইও থাকে মিশে।

মতিন বাসে বন্ধুকে তার
প্রাণের চাইতে ভালো,
দুখের দিনে ঘোর আঁধারে
সেই দেখালো আলো।

প্রেমিকা তার প্রেমিকটিকে
বাসে ভালো ঢের,
দিবস মেনে এটা ওটা
না দেয় যদি ফের!

কালুর বউটি দারুন খুশি
পতি তার ভগবান,
সব করে সেই বউ সোহাগী
স্বভাবেও হাতটান।

গরুর বাছুর বেজায় খুশি
রাখাল ছেলের তরে,
ঘাস খাইয়ে, যত্ন শত
কতই তুষ্ঠ করে!

বাড়ির সবাই আদর করে
আমার ছোট ভাই,
ওমনি সে নয় সবার তরে
খরচা করা চাই।

সেও আমায় বাসে ভালো
যখন যেমন মর্জি,
গরীব আমি তাতে কী হয়?
মেটাই যদি আর্জি।

বুড়া-বুড়ি গোলির মোড়ে
ভাজে পিঠা রোজ,
দুইজনারই আপন তারা
রাখে আপনার খোঁজ।

ভাদুর বাবা রিকশাওয়ালা
ছ’মাস বিছানায়,
জরিনা তার সেবাই মগ্ন
কাম করে আর খায়।

কী আর আমি বলবো রে ভাই
মন্দ কপাল যার,
ঘরের আপন পর সব আমার
আমি যে মাস্টার।

নেইকো পাকা দালানবাড়ি
সম্বল কুঁড়ে ঘর,
ঘরে বাইরে আপন যারা
সবাই ভাবে পর্।

নইকো কারোর পুত্র, পিতা
নইকো কারোর পতি,
সৎপথে মোর কামাই রুজি
তাই আমার এই গতি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.