নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈতিকতার দিক থেকে আমি নিঃস্ব। লেখাপড়ায় চরিত্রের সংস্কার বদলায় না। ভেতরের অন্ধকার ঘোচে না। নাচ মহলে হাজার বাতির রোশনাই, খাসমহলে অন্ধকার।

আহমেদ রাতুল

আমি খুব সাধারন একজন মানুষ। আমার কোন ইতিহাস নেই, আর ভূগোল দেখতেই পারছেন।

আহমেদ রাতুল › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য আমার এত অস্থিরতা, এত প্রচেষ্টা, এত উন্মাদনা.....................

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮





তোমার জন্য আমার এত অস্থিরতা, এত প্রচেষ্টা, এত উন্মাদনা যদি তোমাকে বোঝাতেই না পারে আমি তোমায় ভালবাসি। তবে আর মুখে ভালবাসি বলে কী হবে? শুরুতেই ভালবাসি বলা যেত, ভাল না বেসেও ভালবাসি বলা যায়। আবেগ না থাকলেও চোখে মুখে আবেগ অনুভূতি কেউ না কেউ তো ফোটাতে পারে-ই। অভিনয় তো মানুষ ভিন্ন অন্য কোনো প্রাণি করে না।
.
তুমি যদি আমায় উপেক্ষা করে, আমার মুখ থেকে সে-ই একটি কথা শোনার জন্যই অপেক্ষা করে থাক। যদি মনে হয় ভালবাসিনা বলেই ভালবাসি বলিনা তবে তুমি ভুল করছো। আমার উপস্থিতি তোমাকে বোঝানোর দরকার নেই, আমার অনুপস্থিতি যেন একদিন তোমায় আমাকে নিয়ে ভাবায়।
.
তোমার বারান্দায় প্রতিদিন সকালে প্রথম যে রোদ ছড়িয়ে পড়ে, আমার ভালবাসা সে রোদ হয়ে থাকুক। কোন কুয়াশাচ্ছন্ন শীতের সকালে রোদ আসতে একটু দেরী হলে তুমি বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশে দৃষ্টি মেলে দিও। কুয়াশার আড়ালে যে রোদ তুমি দেখতে পারছো না, আমার ভালবাসা এভাবেই চিরদিন তোমার হৃদয়াকাশ জুড়ে ছিল। তুমি কুয়াশা সরিয়ে একটি বারের জন্যও দেখতে চাইলে না। বারান্দা ছেড়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলে।
.
কুয়াশা কাটিয়ে সে রোদ একসময় উঠল ঠিকই কিন্তু দরজা বন্ধ পেয়ে তাকে বারান্দাতেই পড়ে থাকতে হল। তোমার কাছে যেতে পারল না।
এখন তোমার ভালবাসাহীন জীবনে তুমি কেবলই ভালবাসা খোঁজ অথচ একদিন তোমার চারপাশ ঘিরে কেবল ভালবাসারাই ছিল।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

শাহিন-৯৯ বলেছেন: ভাই, মেয়েদের বুক ফাঁটে তো মুখ ফুটে না, একথা কখনও শুনেছেন কি? আপনাকে আগে বলতো হত " আমি তোমার হাত ধরে দিগন্তের সবুজ পথে চিরকাল হাঁটতে চাই, হে মনহরণী তুমি কি ধরবে মোর হাত"

২| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে যুগ হয়েছে বাসী.................
যুগ পাল্টেছে এখন মেয়েরাই তাদের ভালোবাসা, ভালো লাগার কথা
অকপটে জানিয়ে দেয়।
হয়তো সেদিন আসবে যখন
সে আপনাকে ভালো বাসবে।
সুতরাং নিরাস হবেন না,
যদি মমিন হন।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

নূর-ই-হাফসা বলেছেন: ছবিটা কি তারি ? যার জন্য এই লেখা

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৮

আহমেদ রাতুল বলেছেন: হলে হতেও পারে, তবে স্বপ্ন দেখা সেই মায়াবিনী কি আর বাস্তবে মেলে...........?

৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

জাহিদ অনিক বলেছেন:

আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ লিখেছেন ভাই!! মুগ্ধতা কাথামালায়

৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখাটা খুব ভাল লাগল।

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১০

আহমেদ রাতুল বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.