নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতুল ভাই

সব কিছু নিয়েই ভাবি সবকিছু নিয়েই লিখি৷

রাতুল ভাই › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ মানসম্মত ঢালিউড ছবি গুলোর প্রচারনা

২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

গত দেড় বছরে আমরা ঢালিউডে ডজন খানেক মান সম্মত সিনেমা দেখতে পেয়েছি৷

একটা কথা পরিষ্কার কিছু প্রযোজক সিনেমার মান উন্নয়নে জান প্রান দিয়ে কাজ করছে৷ অন্যান্য মান্ধাতার আমালের প্রযোজকরা যেখানে একটি সিনেমায় তিরিশ চল্লিশ লাখের বেশি বিনিয়োগ করতে ভয় পায় সেখানে এসব নতুন প্রযোজক দেড় থেকে আড়াই
কোটি টাকা আনায়াসেই বিনিয়োগ করছে৷

আশিকুর রহমান,সৈকত নাসির,শামীম আহমেদ রনির মতো মেধাবী ও নতুন পরিচালকগণ দের সুযোগ দিচ্ছে৷আবার আরিফিন শুভ,শিপন খান,এ বি এম সুমনদের মতো নতুন প্রজন্মের হিরোদের প্রতিষ্ঠিত করছে৷

এখন ভাবনার বিষয় হলো এসবপ্রযোজকদের চেষ্টার ফল হচ্ছে তো?এসব মানসম্মত ছবি ভালো দর্শদের কাছে পৌছাচ্ছে তো?
সাদামাটা বস্তা পচা ছবি গুলো থেকে চার-পাচ গুন বেশি বিনিয়োগ করে এসব প্রযোজক ব্যাবসায়ীক ভাবেই কতটাই বা লাভবান হচ্ছে?

যদি এসব প্রশ্নের উত্তর খোজতে যান৷ তাহলে আপনি শুধুই হতাশ হবেন৷

প্রকৃতপক্ষে ভালো ছবি তৈরি হলেও সেগুলোর কথা উচু শ্রেনীর দর্শকদের মধ্যে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া অন্য কেউ জানছে না৷ ফলে ছবি গুলো ব্যাবসায়ীক ভাবেও খুব একটা সুবিধা করতে পারছে না৷ ফলে যেসব প্রযোজক মান সম্মত সিনেমা তৈরিতে অর্থ বিনিয়োগ করছে তাদের অনেকই আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে ঢালিউড থেকে লেজ গুটিয়ে পলায়ন করছে৷

কিন্তু কেন ছবি গুলোর কথা সবার কাছে কেন পৌছাচ্ছে না৷
সহজ উত্তর প্রচারনার অভাব৷

কিন্তু সর্বশেষ মুক্তি প্রাপ্ত দুটি মান সম্মত ছবি কিস্তিমাত ও দেশা দ্যা লিডার এর দিকে যদি আমরা তাকাই৷তাহলে আমারা দেখতে পাব বর্তমান প্রচারনার সিস্টেমে ছবি গুলো যথেষ্ট প্রচারিত হয়েছে৷

কিন্তু এতো কিছুর পরেও ছবি গুলোর একটি ব্যবসায়ীক ভাবে ফ্লপ ও অন্যটি এভারেজ ব্যাবসা করেছে৷

যথাযথ প্রচারনার পরেও এরকম হওয়ার কারন কি?

সহজ উত্তর এদেশে বাংলা ছবির প্রচারনার সিস্টেম তিরিশ-চল্লিশ
লাখ টাকার ছবির জন্য ঠিক ঠাক হলেও দেড়-আড়াই কোটি টাকার মানস্মত ছবির জন্য যথেষ্ঠ নয়৷

এদেশে একটি ছবি প্রচারনার করা হয় তিন ভাবে পত্রিকা গুলোর বিনোদন পাতার মাধ্যমে,কয়েকটি টিভি চ্যানেলের সাপ্তাহিক বিনোদন বিষয়ক অনুষ্ঠান গুলোর মাধ্যমে,অনলাইনের মাধ্যমে৷

ঢালিউডের উন্নয়নে এদেশের কিছু টিভি চ্যানেল গুলো ঢালিউড
ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান এর আয়োজন করলেও সেগুলো যথেষ্ঠ নয়৷ তাছাড়া যে কয়েকটা অনুষ্ঠান আছে সেগুলো খুব একটা জনপ্রিয়ও নয়৷ অনুষ্ঠান গুলোর ফেসবুক পেজের লাইকের বেহাল দশা সেটাই প্রমান করে৷
অন্যদিকে অনলাইন মাধ্যমে সিনেমা প্রচার এখনও খুব একটা বিস্তৃত হয়ে ওঠেনি৷ যদিও এ মাধ্যমে প্রচুর সম্ভাবনা রয়েছে৷ অপরদিকে পত্রিকা গুলোয় যে সংবাদ প্রচারিত হচ্ছে হলুদ সাংবাদিকতার কারনে তা সচ্ছ নয়৷ফলে পত্রিকা গুলো ইতিমধ্যেই
অনেকেরই বিশ্বাস যগ্যতা হারিয়েছে৷

অতএব আমাদেরকে প্রচারনার নতুন নতুন পন্থা বের করতে হবে৷

টিভি চ্যানেল গুলোয় ঘন্টায় ঘন্টায় ছবি ট্রেসার দেখানোর ব্যাবস্থা করতে হবে৷ কিন্তু ঘন্টায় ঘন্টায় ছবির ট্রেসার দেখানো তো অনেক খরচের ব্যাপার৷ এদেশের প্রযোজকের পক্ষে এ খরচ বহন করা তো আসম্ভব৷ তাহলে উপায়!

উপায় একটা আছে সেটা হলো বিভিন্ন কম্পানির সৌজন্যে ছবির প্রচার করা৷ সর্বশেষ চোরাবালি ছবি KOOL এর সৌজন্যে এ পদ্ধতিতে ছবির প্রচারনা করেছিল৷

গ্রামীন ফোন,প্রান সহ বিভিন্ন কম্পানি বাংলা সিনেমাকে স্পন্সর করতে আগ্রহী হচ্ছে পরিচালক ও প্রযোজকদের উচিত এদের কাজে লাগিয়ে ছবির প্রচরনা করিয়ে নেওয়া৷

এছাড়া যত তাড়াতাড়ি সম্ভর ঢালিউড ভিত্তক টিভি চ্যানেল প্রতিষ্ঠা ও জরুরি হয়ে পড়েছে৷
মুভি বাংলা নামক একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠিত হলেও সেটা দেশের বেশির ভাগ জেলায় এখনও আসেনি৷ যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে সারা দেশে বিস্তৃত করতে হবে৷

পরিশেষে পরিচালক প্রযোজকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই শুধু ভালো ও উন্নতমানের ছবি তৈরি করলেও হবে না প্রচারনার লেভেলটাও একটু উচুতে তুলতে হবে৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

খেলাঘর বলেছেন:


লাথি মারি বলিউডে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.