নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতুল ভাই

সব কিছু নিয়েই ভাবি সবকিছু নিয়েই লিখি৷

রাতুল ভাই › বিস্তারিত পোস্টঃ

হায়রে ডিজিটাল বাঙ্গালি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

এ যুগের ডিজিঠাল পোলাপাইনের দিবস পালন দেখলে জিদ লাগে৷ আবাল গুলার রোজ ডে, প্রপোচ ডে, বিলিন্টাইন ডে এই ডে সেই ডে পালন দেইখা হাসমু না কানমু বুঝবার পারি না৷ খোদাই জানে সামনে আরও কত কির জন্য ডে পালন করব আবাল গুলা৷

ফহিন্নির বাচ্চারা গুলা বোঝে না কেন? এসব বাল-ছাল ডে আমাদের দেশের সংস্কৃতির অংশ না৷ আর যেসব দেশের সংস্কৃতি এগুলা সেসব দেশের নাগরিকরাও হযত এসব বাল-ছাল নিয়ে এতোটা লাফায় না যতটা আমগোর দেশের আবাল গুলো লাফায়৷

কই? কখনো তো কোন ডিজিটাল পোলাপাইনে নবান্ন, বসন্ত বরন, বাংলা নব্বর্ষ পালন করতে দেখি না!

অবশ্য কিছু আবাল অবশ্য নববর্ষ পালন করে৷ তবে এই পালনের মাধ্যমে তারা বাংলা সংস্কৃতিরে রক্ষা না করে উল্টো বাঁশ দেয়৷

অন্য শহরের কথা জানি না... তবে আমাদের কুমিল্লার ডিজিটাল পোলাপাইনের নববর্ষ পালনের ডিজিটাল নিয়ম দেশের সংস্কৃতিরে পুরো আইক্কা ওয়ালা বাঁশ দেওয়ারই শামিল৷ কারন এসময়ে কুমিল্লার অলিতে গলিতে ডেক্সসেটে হিন্দি আর ইংলিশ ডিজে গান বাজাইয়া পোলাপাইনে খালি ফালায়৷ গত বছর নববর্ষে কুমিল্লার ধর্মসাগরের পাড়ে(ধর্ম সাগরের পাড় কুমিল্লা শহরের একমাত্র দর্শনীয় স্থান) গেছিলাম৷ গিয়া দেখি পোলাপাইনে ডেক্সসেটে বেবি ডল গান লাগাইয়া জটলা বাইন্ধা বাইন্ধা খালি নাচতাছে৷ কিছু পোলাপাইনে ফালানোর ভঙ্গি দেইখা সবচেয়ে বেশি রাগ লাগল৷ কেমনে ফালাইছে হেইডা কমু না শুধু কমু এই ফালানি দেইখা খোদ সানি লিওনও শরম পাইব৷ আবার আজকাল কুমিল্লার পোলাপাইনে থার্টি ফার্স্ট নাইটও পালন শরু করছে৷ আমি কুমিল্লার এমন একটা মফস্বল এলাকার লোক যেখানকার মানুষ পাঁচ বছর আগেও থার্টি ফার্স্ট কি সেটাও জানত না৷ এ বছরের থার্টি ফার্স্টে এই এলাকায়ই আতশ বাজি ফুটানি দেইখা অনেক বেশি অবাক হইলাম৷ যদিও আমি দেশের অন্যান্য অঞ্চলের কথা জানি না তবুও আমি নিশ্চিত ঐ সব এলাকার অবস্থা আমাদের মতোই৷

শুনছি আমাদের সকলের পূর্ব-পুরুষরা এক সময় চাষী ছিল৷ তারা ফসল ফলাইত খাইত আর ঘুমাইত৷ দেশের শাসন কে করছে কিভাবে করছে এসবের দিকে তাদের কোন নজর ছিল না৷ ফলে হাজার হাজার বছর ধরে বিদেশীরা এদেশে শাসন করেছে আর শুধু লুটপাট করেছে৷ আমাদের সরল পূর্বপুরুষা তাদের কখনো বাঁধা দেয় নাই৷ বরং তাদের অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছে৷
অন্যের হাত থেকে আমাদের সম্পদ রক্ষা করতে ব্যার্থ হলেও আমাদের পূর্ব পুরুষরা আমাদের জন্য হাজার হাজার বছর ধরে একটা জিনিস আগলে রেখেছিলেন সেটা হলো আমাদের সংস্কৃতি৷

আজ আমরা আমাদের পূর্ব পুরুষের দিয়ে যাওয়া সেই আমূল্য রতন আমাদের সংস্কৃতি ধ্বংশ করে দিচ্ছি!!! ধ্বংশ করে দিচ্ছি আমাদের স্বতন্ত্রতা ও স্বকীয়তাকে৷ আমরা এখন নামেই বাঙ্গালি বাংলাদেশটা এখন শুধু নামেই বাংলাদেশ৷

আমাদের পূর্ব-পুরুষরা হয়ত জানত নিজের সংস্কৃতি পালনেই রয়েছে আসল স্বাধীনতা৷ তাইতো তারা সব হারালেও এদেশের সংস্কৃতিকে হারাতে চায়নি৷ শত ত্যাগের মাধ্যমে আগলে রেখেছিল এদেশের সংস্কৃতিকে৷ আজ আমরা স্বাধীনদেশ৷ বিদেশীরা এখন আর আমাদের শাসন করে না৷ স্বাধীনতা অর্জন করতে পারলেও আমরা আজ আমাদের সংস্কৃতিকে আগলে রাখতে ব্যার্থ৷ তাই আমারা স্বাধীন হয়েও পরাধীন৷

হায়রে বাঙ্গালি খালি নামেই ডিজিটাল হইলি নামেই শিক্ষিত হইলি৷ আইল্যা চাষার বুদ্ধিটাও রাখলি না৷ তাইতো তোরা পরাধীন ছিলি আছিস থাকবি৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০২

সাখাওয়াত সনেট বলেছেন: করুকই না একটু উৎসব উজ্জাপন.... এমনিই আমাদের দেশে রং বেরং এর উৎসবের অভাব :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.