নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতুল ভাই

সব কিছু নিয়েই ভাবি সবকিছু নিয়েই লিখি৷

রাতুল ভাই › বিস্তারিত পোস্টঃ

আসুন বুক চাপড়ে সারা বিশ্বকে জানিয়ে দেই আমরা বাঙ্গালি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৮

ফেব্রুয়ারির শুরু থেকেই রোজ ডে, চকলেট ডে, কিচ ডে, হাগ ডে, ভেলেন্টাইনস ডে সহ আরো বেশ কিছু আজব আজব ভিনদেশীয় সংস্কৃতি নিয়ে মেতে ছিল বাংলাদেশী ফেসবুকাররা৷

তারপর গত পরশু দেখলাম ভারত পাকিস্থানের ম্যাচ নিয়ে পুরো ফেসবুককে মাতোয়ারা হতে৷ দুই দলের সাপোর্টাররা একে আপরকে নাস্তিক, মালাওল, রাজাকার আরও কত কি বলেই না গালি দিল৷ মোট কথা ঐ দিন সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ছিল ছোট খাট একটা কুরুক্ষেত্র৷

"আজব না? "শত্রুতা ভারত আর পাকিস্থান নামক দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আর তা নিয়ে গৃহযুদ্ধে মেতে উঠছিলাম আমরা!!!"

বাংলায় একটা প্রবাদ আছে যার বিয়া তার খবর নাই৷ পাড়া পড়শির ঘুম নাই৷ আমাদের কান্ডকারখানা গুলো কেন যেন ঐ প্রবাদটার সঙ্গে মিলে যায়!!!

প্রকৃত পক্ষে এদেশে পিউর বাংলাদেশী আছেই বা কজন??? সব তো ভারত আর পাকিস্থানেরই দালাল৷ যাই হোক ভাদা আর পাদার পুরানো কাসুন্দি আজ ঘাঁটব না৷ আজ কথা বলব অন্য একটা বিষয় নিয়ে৷


ভিনদেশীয় সংস্কৃতি আর ভিনদেশ নিয়ে মতামাতি করতে করতে হয়ত আমাদের অনেকেই ভুলেই গেছে যে এটা ফেব্রুয়ারি মাস৷

তাই ব্যাপারটা সবাইকে মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা আমাকেই নিতে হল৷

হ্যা ভাই.....
এখন ফেব্রুয়ারি চলছে৷ এটা বাংলা ভাষার মাস, বাংলা সংস্কৃতির মাস৷ এ মাসেই সালাম, বরকত, রফিক, জব্বার আর শফিউররা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের বাংলা ভাষাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া থেকে রক্ষা করেছিলেন৷ তা না হলে উর্দুই হতো আমাদের মুখের ভাষা৷

সালাম- বরকত- রফিক- জব্বারদের উত্তোসরী হয়ে তাদের সেই আত্নদানের মান কি রাখতে পারছি আমরা???

আজ আমরা বাঙ্গালি হিসেবে নিজেকে ভেবে গর্ব করার বদলে উল্টো নিজেকে ক্ষেত ভাবি৷ অন্যদিকে ভিনদেশীয় ভাষায় নিজেকে পাররর্শী প্রমান করার বৃথা চেষ্টায় করার উঠে পড়ে লাগি!!!

হুম..... বেশিরভাগ বাংলাদেশীর ফেসবুকের About এর ভাষার অপশনটা সেটাই নির্দেশ করে৷

আমাদের দেশের বেশিরভাগ ফেসবুকারই ভাষার অপশনের বাংলার পাশে হিন্দি আর ইংরেজি রাখাটাকে অনেক বড় বাহাদুরি মনে করেন৷

এদেশের বেশিরভাগ মানুষ নিয়মিত হিন্দি সিরিয়াল নামক নেশা দেখতে দেখতে হালকা পাতলা হিন্দি বলতে ও বুঝতে পারে৷
ব্যাস! এই হালকা পাতলা হিন্দি বোঝাটাকেই এদেশের কিছু কিছু আবাল অনেক বড় অর্জন ভাবে৷ ফলে তারা বংলার পাশে হিন্দি বসিয়ে নিজেকে মহাগ্গানী প্রমান করা চেষ্টা করে৷

অন্যদিকে অনেকেই এ তে আপাল, বি তে বাল শিখেই নিজেকে ইংরেজ ভাবতে শুরু করে৷

ইংরেজী একটা আন্তর্জাতিক ভাষা৷ তাই অবশ্যই ইংরেজী শেখার প্রয়োজনীয়তা আছে৷

কিন্তু যারা ফেসবুকে বংলা ভাষার পাশে ইংরেজী বসায়৷ তাদের বেশিরভাগেরই ইংরেজী সম্পর্কে সাধারনগান টুকুও নেই৷

ফেসবুকে যতজন বাংলাদেশীর ভাষার অপশনে ইংরেজী আছে তার অর্ধেকও যদি সত্যিই ইংরেজী ভাষা জানত তাহলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বের উন্নত রাষ্ট্র গুলোর কাতারে চলে যেত৷

তাই এবারের ফেব্রুয়ারি মাসে আসুন ফেসবুকে নিজেদের ভাষা বদলে শুধু বাংলা করি৷ তাতেও যদি সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরদের অত্না শান্তি পায়৷

সকল বাংলাদেশী ফেসবুকাদের বলছি আসুন ভাষার আর সংস্কৃতির এই মাসে জাগিয়ে তুলি নিজের বাঙ্গালি সত্তা৷ "বাঙ্গালির ভাষা বাংলা" এই স্লোগানে দিতে দিতে দলে দলে ফেসবুকের ভাষার অপশনে বাংলার পাশের অন্য ভাষা গুলোকে বিদাই জানাই৷

আসুন বুক চাপড়ে সারা বিশ্বকে জানিয়ে দেই আমরা বাঙ্গালি৷ আমাদের মুখের ভাষা বাংলা৷



পুনঃশ্চ: অনেকেই হয়ত ফেসবুক নিয়ে আমার এতো সিরিয়াস হওয়াটাকে একটু বাড়াবাড়ি মনে করছেন৷ তাদের অবগতির জন্য জানাচ্ছি যে৷ বর্তমানে এদেশের এক কোটি দশ লক্ষ মানুষ ফেসবুক ব্যাবহার করে৷ যার বেশিরভাগই আমার মতো তরুন৷
হুম.... তরুন প্রজন্ম যারা ভবিষ্যতো দেশের হাল ধরবে৷ তাই ফেসবুকের গতিবিধির মাধ্যমেই অনুমান করা যায় এদেশের তরুন প্রজন্ম কি ভাবছে৷ কি শিখছে৷ সর্বোপরি দেশ কোন পথে এগুচ্ছে৷

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৭

এস. দেওয়ান বলেছেন: বাংলাদেশে কিছু ছাগলের বাচ্চা আছে যাদের কাছে বাংলাদেশের চেয়ে হিন্দুস্তান আর পাকিস্তান বেশি গুরুত্ব পূর্ণ । ঐ সব ছাগলের বাচ্চা গুলোকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিৎ । হিন্দুস্তান আর পাকিস্তানের সাইট গুলোতে গিয়ে দেখুন তারা বাংলাদেশের গুষ্ঠী উদ্ধার করে বেড়ায় ।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৪

রাতুল ভাই বলেছেন: হুম......
এসব ছাগলের বাচ্চাকে লাথি মেরে বের করে দেওয়ার কোন উপায় নাই৷
কারন এদের বের করতে গেলে দেশের অধিকাংশ ভাগ মানুষকেই বের করে দিতে হবে৷ এদেশে এসব ছাগলের সংখ্যাই বেশি৷

তবে আমার এই লেখার মূল বিষয় ভাষা৷ পুরো লেখাটা পড়ছেন তো???@ এস. দেওয়ান

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪২

প্রেতরাজ বলেছেন: আপনার যুক্তি ও হয়ত ঠিক আছে।।
কিন্তু বিশ্বায়ন এর সাথে তাল মিলিয়ে চলতে হলে কিন্তু আমাদের সব ভাষার প্রতি মোটামুটিভাবে গুরুত্ব দিতে হবে।কিন্তু অবশ্যই বাংলাকে সবার প্রথমে মর্যাদা দিতে হবে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬

রাতুল ভাই বলেছেন: সব ভাষা নয়৷
বরং শুধু গুরুত্বপূর্ণ ভাষা গুলোর গুলোকে গুরুত্ব দিতে হবে৷
যেমন: ইংরেজি..........
আমি আমার লেখায় উল্লেখও করেছি যে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা ব়য়েছে৷ @প্রেতরাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.