নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতুল ভাই

সব কিছু নিয়েই ভাবি সবকিছু নিয়েই লিখি৷

রাতুল ভাই › বিস্তারিত পোস্টঃ

চলুন রুখে দাড়াই

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০২

ছবিটি একটি অনলাইন পত্রিকা থেকে নেওয়া৷ কি বিভৎস্য!!! তাই না???

গনতন্ত্র রক্ষার আন্দোলনের নামে প্রায় দেড় মাস ধরে এভাবেই জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে শত শত মানুষকে৷
মাসনদে বসার লোভে অন্ধ হয়ে হিতাহিত গ্গান হারিয়ে ফেলা এক ডাইনী বুড়ির নির্দেশে দিনের পর দিন এভাবেই মানুষ হত্যা করছে কিছু নরপিশাচ৷
লাগতার হরতালের কারনে স্কুলে যেতে পারছে না লক্ষ লক্ষ শিক্ষার্থী ৷ হাজার হাজার এস.এস.সি পরীক্ষার্থী ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে হায়েনা গুলো৷ হায়েনা গুলোর দেওয়া হরতাল-অবরোধের কারনে ফসল বিক্রি করতে না পেরে লক্ষ লক্ষ কৃষক আজ সর্বহারা৷
.......................
মূর্খ গুলো দাবি এটা নাকি গনতন্ত্র রক্ষার আন্দোলন!!!
দেশের সাধারন মানুষকে পুড়িয়ে৷ দেশের ভবিষ্যত প্রজন্মের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলে৷ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষকদের পেটে লাথি মারা কোন ধরনের গনতন্ত্র রক্ষা???
..............
আর কতদিন চলবে এভাবে অগনতান্ত্রিক উপায়ে গনতন্ত্র রক্ষার নাটক??? এভাবে তো দেশ চলতে পারে না......
আমরা কেন শকুন-হায়েনা গুলোর বিরুদ্ধে রুখে দাড়াচ্ছি না!!!
চলুন রুখে দাড়াই এদের বিরুদ্ধে...... জানিয়ে দিই ওদের দেশের জনগন অন্যায়-অত্যাচার মুখ বুজে সহ্য করার মানুষ নয়৷
আজ যদি আপনি রুখে না দাড়ান তাহলে কাল হয়ত ছবির লোক গুলোর মতো আগুনে পুড়তে হবে আপনাকে অথবা আপনার ভাই-বোন, মা-বাবা অথবা আপনার সন্তানকে৷

বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম দেশের জনগন এগুলো মুখ বুজে সহ্য করছে কেন??? কেন কেউ রুখে দাড়াচ্ছে না এসব অত্যাচারের বিরুদ্ধে??? আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ইভেন্ট দেখে বেশ প্রীত হলাম৷ যাক অবশেষে কিছু মানুষ এসবের বিরুদ্ধে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে৷

ইভেন্টটা না শেয়ার করে পারলাম না.....
ঢাকার বাসিন্দা এমন বন্ধুদের আমি সবিনয়ে অনুরোধ করছি এতে প্রত্যক্ষ ভাবে অংশগ্রহন করার জন্য৷
ইভেন্ট লিঙ্ক: https://m.facebook.com/events/761862883909311

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:

রুখে দাঁড়াতে পারবেন?

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬

রাতুল ভাই বলেছেন: একা হয়ত পারব না৷
তবে সকলে যদি একসঙ্গে আওয়াজ তুলি তাহলে পিশাচ গুলোকে তুরি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.