নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতুল ভাই

সব কিছু নিয়েই ভাবি সবকিছু নিয়েই লিখি৷

রাতুল ভাই › বিস্তারিত পোস্টঃ

মন ছুঁয়ে যাবে

০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

মুভি প্রিভিউ: ছুঁয়ে দিলে মন

ট্রেইলার: http://m.youtube.com/watch?v=5PQk64sihdk&itct

শুভ মুক্তি: 10ই এপ্রিল



গত কয়েক বছরে ঢালিউডে মানসম্মত ছবি নির্মান হলেও রোমান্টিক ছবি নির্মান হয়নি খুব একটা৷ রোমান্টিক এ্যাকশন টাইটেল ঝুলিয়ে যে কয়েকটা তামিল সিনেমার আঁদলে তৈরি আগডুম বাগডুম প্রেম কাহিনীর সিনেমা তৈরি হয়েছে সেগুলোকে রোমান্টিক সিনেমার পর্যায়ে ফেলতে চাইবেন না অনেকেই৷ তবে আঁশার কঁথা এই যে বাংলাদেশি সিনেমামায় নির্ভেজান ও নিটোল প্রেমের রোমান্টিক সিনেমার এই খঁরাটি ঘুঁচাতে যাচ্ছে "ছুঁয়ে দিলে মন" ছবিটি ৷



১২ বছর আগে যে শহর তাড়িয়ে দিয়েছিলো তাকে ভালোবাসার অপরাধে, নিয়তি আবার ফিরিয়ে আনে আবীরকে সেই শহরে, হৃদয়পুরে। আবির খুঁজতে শুরু করে তার কিশোর বেলার ভালোবাসা। তার প্রথম প্রেম, নীলা.....………

আবীর নীলার এমনই এক নির্ভেজান ও নিটোল প্রেমের উপাখ্যান, নিয়ে আগামীকাল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে "ছুঁয়ে দিলে মন" ছবিটি৷



ছবিতে আবির-নীলার চরিত্র রূপায়ন করেছেন আরেফিন শুভ ও মম৷ এমনিতে শুভকে রোমান্টিক সিনেমার রাজা বলে থাকে অনেকেই আর ছবির ট্রেইলার দেখে মনে হয়েছে শুভ এই ছবিতে তার উপাধির ধরে রেখেছে বেশ ভালো ভাবেই৷ আশা করি বারাবরের মতো এবারও অভিনয়ে ফাঁটিয়ে দেবে শুভ৷ অন্যদিকে "মম" কে নিয়ে নতুন করে কিছু বলার নাই৷ নাটকের তুমুল জনপ্রিয় এই মুখের অভিনয় দর্শকোর মন ছুঁয়ে যাক এটাই সবার কামনা৷



ছবিটি পরিচানা করেছেন "শীহাব শাহীন" যিনি ইতিপুর্বে "মনসুরা জংশন" "নীল পরী নীলাঞ্জনা" সহ একাধিক অসম্ভব রকমের রোমান্টিক নাটক/টেলিফিল্ম তৈরি করে সাড়া ফেলেছিলেন দেশব্যাপী ৷ আর সেই ধারাবাহিকতায় তার সিনেমাটাও হতে চলেছে একটি অসম্ভব রকমের রোমান্টিক সিনেমা৷

যারা নাটক থেকে সিনেমায় আসে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা নাকি "সিনেমা বানাতে গিয়ে টেলিফিল্ম" বানিয়ে ফেলে৷ কিন্তু আমি নিশ্চিত শীহাব শাহীন সিনেমাই বানিয়েছেন৷ আর নিঃসন্দেহে সেটা তথাকথিত বানিজ্যিক সিনেমার পরিচালকদের বস্তাপঁচা সিনেমার তুলনায় হাজার গুন ভালো হয়েছে৷



"ছুঁয়ে দিলে মন" ছবির সবচেয়ে বড় আকর্ষন ছবিটির গান৷

"ছুঁয়ে দিলে মন" "শূন্য থেকে আসে প্রেম" "ভালবাসা দাও" সহ ছবির প্রত্যেকটি গান কমবেশি হিট হয়েছে৷ বিশেষ করে তাহসানের কন্ঠে ছবি টাইটেল ট্রাক "ছুঁয়ে দিলে মন" এখন অনেক বাংলা সিনেমা বিদ্বেষীদের মুখেও শোনা যাচ্ছে অহরহ৷ একটি বাদে গান গুলোর প্রত্যেটিরই সংগীত পরিচালনা করেছে তরুন সংগীত পরিচালক "সাজীদ সরকার" এবং নিঃসন্দেহে বলা যায় এ তরুন এক সময় বাংলা সিনেমার গানের দুনিয়ার অমূল্য রতন হয়ে ওঠবে৷



ছবির গান গুলো শুধু শ্রুতিমধুরই নয় গানগুলোর চিত্রায়নও অসাধারন৷ ইতিমধ্যেই দর্শদের জন্য ছবির দুটি গানের ভিডিও অনলাইনে উন্মুক্ত করেছে ছবির নির্মাতারা এবং দুটি গানের ভিডিওই প্রশংসিত হয়েছে দর্শক মহলে৷ বিশেষ করে তরুন দর্শকরা মিউজিক ভিডিও গুলো ভালোই উপভোগ করেছে৷

এরমধ্য ছবির টাইটেল ট্রাক "ছুঁয়ে দিলে মন"( http://m.youtube.com/watch?v=v4pd6DlclBM&itct ) এর চিত্রায়ন হয়েছে সিলেটের পাহাড়, ঝর্না সমৃদ্ধ মন ছুঁয়ে যাবার মতো মনোরম লোকেশনে৷ এবং গানটিতে শুভ মমর রসায়নও অসাধারন মনে হয়েছে৷ অন্যদিকে "শূন্য থেকে" ( http://m.youtube.com/watch?v=UOu-wJ7DgEM&itct ) গানটির কোরিওগ্রাফি, চিত্রায়ন সবই ছিল টপ ক্লাস৷ গানটিতে মম খুবই ভালো নেচেছেন তাছাড়া শুভর এক্সপ্রেশন ছিল চোখে পড়ার মতো গানটিতে শুভ মমর ড্রেসআপও ছিল অসাধারন৷ মোট কথা পরিচালক বেশ যত্ন করেই গানটির চিত্রায়ন করেছেন৷



ছবিতে শুভ মম ছাড়া আরও অভিনয় করেছে আলী রাজ, মিশা সওদাগর, সুষমা সরকার, ইরেশ জাকের, নশবাবা, মাহাবুজ্জামান মিঠু, আনন্দ খাঁলেদ ইত্যাদি৷ এর মধ্যে ছবির ট্রেইলারে এন্টি ভিলেন হিসেবে মিশা সওদাগর সকলের নজর কেড়েছে৷ অন্যদিকে শুভর বন্ধুর চরিত্রে আনন্দ খাঁলেদকে ইন্টারেস্টিং মনে হয়েছে৷



উল্লেখ্য ছবিটির জন্য পরিচালক বেছে নিয়েছেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের বিভিন্ন মনোরম লোকেশান৷ লোকেশান গুলো সত্যিই যে কারো মন ছুঁয়ে দেবার মতো৷ যা এফ.ডি.সি র একঘেয়ে লোকেশনের জ্বালায় তক্ত-বিরক্ত দর্শদের জন্য বাড়তি পাওয়া৷



মোট কথা, ছুঁয়ে দিলে মন ভালবাসা-প্রেম, ঘৃনা-সংঘাতে ভরপুর নিটোল প্রেমের উপাখ্যান, আসাধান গান, লোকেশন, অভিনয় ইত্যাদির সমন্বয়ে তৈরি একটি অসাধারন নির্মান৷ যা আপনার আমার সকলের মন ছুঁয়ে যাবে৷ ছবিটা বাংলাদেশী সিনেমার নিন্দুকদের মুখে ঝাঁমা ঘঁষে দেওযার মতো৷ এই ছবির মাধ্যমে বাংলাদেশী রোমান্টিক সিনেমার একটি নতুন ধারা সৃষ্টি হবে এই আশাবাদ ব্যাক্ত করছি৷



পুনশ্চ: আসুন সবাই দলে দলে হলে গিয়ে ছবিটি উপভোগ করি৷ বাংলাদেশী সিনেমার নব অগ্রযাত্রায় অবদান রাখি৷ দেশের সর্বস্তরের মানুষের কাঁছ থেকে এ ধরনের ছবি নিয়মিত সাপোর্ট পেলে, এক সময় আমাদের ঢালিউড সারাবিশ্বে রাজ করবে, ইংশাল্লাহ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

আব্দুল্লাহ আল ফাহিম বলেছেন: মুভিটির উপর সবার প্রত্যাশা দিন দিন যেভাবে বাড়ছে , বলা ত যায় না একটু এদিক সেদিক হলে না যানি ধাপ করে ফেলে দেয় ।

২| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ছবিটা দেখার ইচ্ছা আছি। মম আর শুভর রসায়ন ভালই হবে।

দুজনই্ আমার প্রিয়।

ধন্যবাদ সুন্দর প্রিভিউর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.