নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতুল ভাই

সব কিছু নিয়েই ভাবি সবকিছু নিয়েই লিখি৷

রাতুল ভাই › বিস্তারিত পোস্টঃ

মুভি বাংলা চ্যানেল ও কিছু দীর্ঘশ্বাস

২৭ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৬

আমার কাছে পৃথিবীর অষ্টম আশ্চার্যের নাম "Movie Bangla" চ্যানেলটি৷৷

যখন প্রথম এটার কথা তখন খুবই খুশি হয়েছিলাম ভেবেছিলাম ঢালিউডের সুদিন এই ফিরল বলে৷

কিন্তু এখন চ্যানেলটি আমার কাছে চরম হতাশার নাম৷ কেননা চ্যানেলটা চালু হওয়ার পর পাঁচ-ছয় মাস পেরিয়ে গেলেও এখনও চ্যানেলটি কুমিল্লা জেলার কোথাও দেখা যাওয়ার খবর পাওয়া যায় নাই :( যতদূর শুনেছি দেশের বেশির ভাগ জেলাতেই একই অবস্থা৷

প্রতিদিন ডিস লাইনে নিত্যনতুন ভারতীয় চ্যানেলের আগমন ঘটে৷ কালারস বাংলা নামে একটা চ্যানেল তো মাস খানেক আগে সম্প্রচার শুরু করে ইতিমধ্যেই কুমিল্লার ঘরে ঘরে জায়গা করে নিয়েছে৷ আর হলফ করে বলতে পারি দেশের 64 জেলাতেও এই একই অবস্থা৷ অথচ দেশের চ্যানেল হয়ে "Movie Bangla" মাসের পর মাস বেশির ভাগ জেলায় দেখা যাচ্ছে না ফলে অনেকে এটির নামটাও জানতে পারছে না৷ অথচ ফালতু একটা সিরিয়ালের চ্যানেল হয়ে কালারস বাংলা প্রথম দিন থেকে সারা দেশে সম্প্রচারিত হচ্ছে৷ রাতারাতি জনপ্রিয়তাও পেয়ে যাচ্ছে৷ ব্যাপারগুলো সত্যিই দুঃখ জনক৷ জানি না এটার জন্য কাকে দোষ দিব ক্যাবল আপারেটরদেরকে, দেশের বেঈমান জনগনকে নাকি চ্যানেলটি উদ্দোক্তাদের অসচেতনতা, অব্যাবস্থাপনাকে৷

যাইহোক, ঢালিউড ভিত্তিক একটি চ্যানেলই পারে বাংলাদেশী সিনেমাকে অনেকটা পাল্টে দিতে৷ বিশেষ করে বাংলাদেশী সিনেমাকে ঘিরে যেসব ভ্রান্ত ধারনা সাধারন জনগন ও তরুন প্রজন্মের আছে তার অনেকটাই মুছে দিতে পারে একটি চ্যানেল৷ কিস্তিমাত, দেশা, ছুয়ে দিলে মন এর মতো ঢালিউডের নতুন প্রজন্মের ছবি গুলোর কথা ছড়িয়ে পড়তে পারে চারিদিকে শুধু একটা চ্যানেলের মাধ্যমে৷

আশা করি চ্যানেলটা একদিন সারা দেশে সম্প্রচারিত হয়ে, আমার মতো ঢালিউডের হাজারো শুধাকাঙ্খীর আশা আকাঙ্খা পূরন হবে৷ ততদিন পর্যন্ত নীরব দর্শক হয়ে দেশের সংস্কৃতিতে ভারতীয় চ্যানেল, সিনেমার ভয়াবহ ছোবল নীরব দর্শক হয়ে দেখতে থাকি৷ আর দীর্ঘশ্বাস ফেলতে থাকি৷ আমার মতো সাধারন নাগরিকের এর বেশি কিইবা করার আছে?

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৫ রাত ১০:১৮

চাঁপাডাঙার চান্দু বলেছেন: একসময় বাংলা মুভির পক্ষে ব্লগ দাপিয়ে বেড়ানো কবি ও কাব্য এবং বিবাহিত ব্যাচেলর ভাই এর সাথে যোগাযোগ করে একটা অনলাইন ক্যাম্পেইন করতে পারেন। উদ্যোগটা তো ভালোই ছিল, হয়তো টাকা পয়সার কারণে আটকে গেছে। উনাদের এই নামে সার্চ দিলে ব্লগ, ফেসবুক দুই জায়গাতেই পাবেন। ব্যাচেলর ভাই যদিও ভয়ানক অসুস্থ এই মুহূর্তে :(

৩১ শে মে, ২০১৫ রাত ১০:৫৪

রাতুল ভাই বলেছেন: ফেসবুকের কল্যানে এই দুজনকেই চিনি। যদিও খুব একটা সখ্যতা নেই এদের সাথে।

২| ২৮ শে মে, ২০১৫ রাত ১২:২২

তৌফিক মাসুদ বলেছেন: যাক একজন পেলাম যিনি বাংলা সিনেমার ভক্ত। এই ব্লগে কয়েকজন আছেন যারা বাংলা মুভির উন্নতি না চেয়ে উল্টো বিভিন্ন মুভি নিয়ে ফান পোষ্ট দেন। অথচ ওপার বাংলার দেবের অভিনয় ক্ষমতা নিয়ে কিছুই বলেন না।

৩১ শে মে, ২০১৫ রাত ১১:০৬

রাতুল ভাই বলেছেন: ধন্যবাদ,,,, আমি আসলে বাংলা মুভির খুব বড় ভক্ত নই। আমি শুধুই একজন শুভাকাঙ্ক্ষী। যে বিশ্বাস করে ঢালিউড একদিন উন্নতি করবে। দেশে মানুষের মন থেকে ভারতীয় সিনেমাকে হটিয়ে আবার নিজের আবস্থান ফিরে পাবে।

৩| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৫

মোঃমোজাম হক বলেছেন: ভক্ত অনেক আছে,তবে এখানে আসে নাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.