নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতুল ভাই

সব কিছু নিয়েই ভাবি সবকিছু নিয়েই লিখি৷

রাতুল ভাই › বিস্তারিত পোস্টঃ

রেজাল্টের বিবর্তন

০২ রা জুন, ২০১৫ রাত ১১:০৬

১৯৭০ সাল- ছেলে: মা, আমি পরীক্ষায় ফেল করেছি!

মা: কোন ব্যাপার না। তুই স্কুলে গেছস এটাই অনেক ! তোর বাপ দাদারা তো এর ধারে কাছেও যেতে পারে নাই ।


১৯৮০ সাল- ছেলে: মা, আমি পাস করছি !

মা: কস কী ! তোর বাপেরে গিয়া বল ২০ কেজি মাংশ জোগার করতে। সবাইকে এক বেলা খাওয়াতে হবে।


১৯৯০ সাল- ছেলে : মা, আমি ফার্স্ট ডিবিশনে পাস করছি !

মা: এই না হল ছেলের মত ছেলে ! তুই আমাদের বংশের মান অনেক উঁচা করে দিচস। দোকান থেকে মিস্টি নিয়ে আয়, সবাই কে খাওয়াতে হবে।





২০০১ সাল- ছেলে : আম্মু, আমি এ পাইছি !
মা: তোর বাবা বলেছিল ভাল রেজাল্ট করলে তোকে সাইকেল কিনে দিবে। এই নে টাকা।


২০১০ সাল - ছেলে: আম্মু, আমি এপ্লাস পাইছি !
মা: বাহ ! এইনে ৫০০০ ৳ । বন্ধুদের নিয়ে কোথাও বেড়াতে যা।







২০১৫ সাল- ছেলে: আম্মু, আমি গোল্ডেন এপ্লাস পাইছি !
মা: এত খুশি হওয়ার কী আছে ? সবাই পায়, তুইও পাইচস। যা গিয়ে পড়তে বস,ভাল কলেজে ভর্তি হতে হবে।







২০২০ সাল- ছেলে : আম্মু, আমি ডায়মন্ড এপ্লাস পাইছি !

মা: কী? এই রেজাল্ট করার জন্য তোকে এত কষ্ট করে পড়িয়েছি?
দ্যাখ ভালো কলেজে চান্স পাস কিনা ।



২০৪০ সাল- ছেলে: আম্মু রেজাল্ট শুনে আমাকে বকা দিও না প্লিজ। আমি প্ল্যাটিনাম এ-প্লাস পাইছি !

মা: কী কইলি ? আসুক তোর বাবা।
আইজকা তোরে যদি না পিটায়।










২০৫০ সাল- খবর: মেট্রিক পরীক্ষার রেজান্টের আগের রাতে দলে দলে আত্যহত্যা করছে শীক্ষার্থীরা৷ :( :( :(

মা বাবার প্রত্যাশার পারদ যে গতিতে উচুতে উঠতেছে একদিন সত্যিই আত্নহত্যা ছাড়া অন্য কোন উপায় থাকবে না৷ :(

collected

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৫ রাত ১১:২২

শতদ্রু একটি নদী... বলেছেন: সত্যি কথা। এ প্লাসের ছড়াছড়ি বন্ধু হোক। লাখ লাখ এ প্লাস দিয়া আমরা কি করবো? এদের ভর্তির জন্য ভালো ভার্সিটি কই?

২| ০২ রা জুন, ২০১৫ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


১ ডলার সমান ৭৮ টাকা হলে;
আমেরিকান 'ডি' বাংলাদেশে 'এ' হতে অসুবিধা কোথায়?

৩| ০৩ রা জুন, ২০১৫ রাত ১২:৩১

মো: আবু তাহের বলেছেন: সত্যিই আমরা শুধু সংখ্যার বিচার করতে শিখেছি, মানের নয় যা আশঙ্কাজনক!

৪| ০৩ রা জুন, ২০১৫ সকাল ৯:৪৫

রাঘব বোয়াল বলেছেন: হে হে মজা পেলুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.