নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতুল ভাই

সব কিছু নিয়েই ভাবি সবকিছু নিয়েই লিখি৷

রাতুল ভাই › বিস্তারিত পোস্টঃ

ঈদে আসছে পদ্ম পাতার জল

১৩ ই জুন, ২০১৫ বিকাল ৩:১১

ঈদের মুক্তি প্রতিক্ষিত ঢালিউড ছবির তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি মানসম্মত চলচ্চিত্র 'পদ্ম পাতার জল'৷ কয়েক দিন ধরেই ছবিটির অফিশিয়াল পেজে ঠিক সময়ে সেন্সর পেলে ছবিটি ঈদেই মুক্তি পাবে এমন কথা বলা হচ্ছে৷
.
ঈদে হাই ভোল্টজ অগ্নি 2, শাকিব খনের লাভ ম্যারেজ ও আরো ভালাবাসবো তোমায় এই তিনটা ছবির সাথে 'পদ্ম পাতার জল' এর মতো ছবি রিলিজ দেওয়াটা একটু রিক্স হয়ে যাচ্ছে :( এবং এতে ছবিটা ব্যাবসায়িক ভাবে ক্ষতিগ্রস্থ হবে এমন কমেন্টের জবাবে ছবির সংশ্লিষ্টরা বলেন৷
.
আমাদের চলচ্চিত্র শিল্প অনেক বেশি সম্ভাবনাময়। এখানে প্রতিযোগীতা হয়নি বলেই ধীরে ধীরে আমরা পিছিয়ে যাচ্ছি। ১৪০০ হল থেকে ৩০০ তে আসার একটাই কারণ, প্রতিযোগীতার অভাব। যদি প্রতিযোগীতা থাকতো তবে চলচ্চিত্র কখনোই মুষ্ঠিমেয় হয়ে যেত না। আমরা প্রতিযোগীতায় বিশ্বাসী। সেক্ষেত্রে সব ভালমন্দ সাথে নিয়েই আমাদের সামনের দিন পেড়োতে হবে।
.
আর সবচেয়ে বড় কথা, একটা সুন্দর গল্প ও কাহিনী নির্ভর চলচ্চিত্র যদি বানানো হয় তবে সত্যিই দর্শকরা ঐ ৫০ টাকা দিয়েই সিনেমা হলে গিয়ে সিনেমাটি তো
দেখবেই এবং পরবর্তী সময়ে সংরক্ষণে রাখার জন্য ডিভিডিও কিনবেন। এর নজির আমরা বেশ কয়েকবার দেখেছি।
.
সত্যি বলতে, যতই ঢাক ঢোল পেটানো হোক না কেন, চলচ্চিত্র মুক্তির পর দর্শকদের ভালো লাগার পরই চলচ্চিত্রটির মূল্যায়ন হয় এবং তা কতদিন টিকবে তার নির্ধারণ হয়। আমাদের সম্পূর্ণ দেশীয় এই
চলচ্চিত্রটির মূল্যায়নটা না হয় ছেড়ে দিলাম দর্শকদের কাছে, তারাই নির্ধারণ করুক আমাদের ভবিষ্যৎ।
.
.
ওদের দৃষ্টিভঙ্গি ও কনফিডেন্স বেশ ভাল্লাগছে৷ ছবিটা নিয়ে আমি বেশ আশাবাদী৷ ঈদে সুযোগ পেলে সবার আগে এই ছবিটাই দেখতে চাই (অগ্নি টু এর আগে)৷

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৫ সকাল ১০:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অগ্নি এর চাইতে অগ্লি ২ বেশি ভালো হবার কথা। অবশ্য শুধু গানের কোরিওগ্রাফি দেখেই আমি এর আগে অগ্নির ব্যাপারে খুব আশাবাদী হয়েছিলাম। পরে দেখে অবশ্য তুলনামুলক হতাশ হয়েছিলাম। যাইহোক, আমাদের নির্মাতারা আধুনিক সিনেমা উপহার দেয়ার লক্ষ্যে দীর্ঘদিন থেকে নাটক + সিনেমা = নাসিমা বানানোর চেষ্টা করছেন। অগ্নি টাইপ মুভিগুলো আমাদেরকে সেই স্বাদ থেকে মুক্তি দিয়েছে। খুব চাই এবারের ঈদে মুক্তি প্রাপ্ত বাংলা ছবিগুলো মান সম্মত হবে এবং দর্শক প্রিয়তা পাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.