নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতুল ভাই

সব কিছু নিয়েই ভাবি সবকিছু নিয়েই লিখি৷

রাতুল ভাই › বিস্তারিত পোস্টঃ

ইউটার্ণ: বাংলা সিনেমায় নতুন মাত্রা

১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৫

_ভালো সিনেমা বানালে দর্শক এমনিতেই হলে আসবে৷ বংলা সিনেমা ভালো মানুষ দেখে নাকি? এগুলা কি বানায়? ছি! ছি! ছি! না আছে গল্প না আছে গান i think যাত্রাপালাও এগুলোর চেয়ে ভালু ব্লা ব্লা ব্লা,,,
,
_ভাই থামেন অনেক বলছেন৷ আপনারা ভালো সিনেমা চান তো? রেডি আছে৷ যান হলে যান ইউটার্ন দেইখ্যা আসেন৷ দেখি কতবড় সিনেমাখোর আপনি৷ হলে গিয়ে যদি মনে হয় আমি আপানাদের মিথ্যা কথা বইল্লা হলে পাঠাইছি৷ তবে এই নেন আমার নাম্বার 01868-457299 ক্ষতিপূরন হিসেবে টিকেটের ডাবল টাকা ফেরত দিমু৷
,
উপরের কথা গুলোর মাধ্যমেই আশা করি অনেকেই আঁচ করতে পারছেন ইউটার্ন কেমন সিনেমা৷
,
ইউটার্ন একটি ক্রাইম সিনেমা৷ আপরাধ জগতের দুই গ্রুপের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি৷ ঐ দুই গ্রুপের দ্বন্দ, ট্রাজেডী, প্রতিশোধ এবং ঐ দুই গ্রুপকে ঘিরে থাকা চরিত্র গুলোর প্রেম, পরিনীতি ইত্যাদি নিয়ে এগিয়েছে ছবির কাহিনী৷
,
এটি একটি ভিন্নধর্মী বানিজ্যিক সিনেমা৷ এককথায় ঢালিউডে এ ধরনের সিনেমা কখনও হয়নি৷ ছবিটিকে আপনি তামিল মসলা ছবির ক্যাটাগরিতে ফেলতে পারবেন না, হলিউড বলিউড সিনেমার ক্যাটাগরিতেও এটি পড়ে না আবার গতানুগতিক ধারার বাংলা সিনেমাও এটি নয়৷ বলতে গেলে বাংলা সিনেমায় একটি নতুন ধারার নাম ইউটার্ন৷ ইফতেখার চৌধুরী, আশিকুর রহমান, সৈকত নাসির সহ ঢালিউডের নতুন প্রজন্মের আলোচিত নির্মাতারা যেখানে তামিল, বলিউড, হলিউডে যেকোন একটি ধারার অনুকরনে সিনেমা তৈরি করছেন সেখানে আলভী আহমেদ নিজের মতো করে সাজিয়েছেন মুভিটিকে৷ অন্তত এই ব্যাপারটার কারনে অন্যান্য নতুন প্রজন্মের নির্মাতাদের থেকে এগিয়ে গেলেন আলভী আহমেদ৷ স্যালুট জানাই নির্মাতা আলভী আহমেদ ও ওনার সৃজনশীলতাকে৷
,
ছবির প্রথম ভাগ দ্বিতীয় ভাগের তুলনায় কিছুটা স্লো ছিল৷ কিন্তু
বোরিং ছিল না মোটেও৷ গতিহীন প্রথম ভাগে দর্শক যাতে বিরক্ত না হয় সেজন্য নির্মাতা দুটি আইটেম গান রেখেছেন ছবির প্রথম ভাগে, একটা সুফি গানও ছিল৷ তবে আমার মতে নির্মাতা যদি আইটেম গান না করিয়ে যদি তিনি তিন জুটির রসায়নটা আরো
পাঁকা করার দিকে নজর দিতেন তবে দর্শকদের আরো ভালো লাগত৷ অবশ্য তিন জুটির রসায়ন এমনিতে খারাপ ছিল না৷ বিশেষ করে বর্ষা সেলিমের (শিপন সোনিয়া) জুটিটা সবার ভালো
লেগেছে৷ বিশেষ করে বর্ষার বাচালতা ও চঞ্চলতা সবাইকে আনন্দ দিয়েছে৷ এবং বর্ষা সেলিম জুটিটাও সবার ভালো লেগেছে শুধুমাত্র বর্ষার কারনে৷
,
ছবির প্রথম ভাগ যতটা স্লো ছিল৷ দ্বিতীয় ভাগ ততটাই ফার্স্ট ছিল৷
একের পর এক ট্রাজেডি টুইস্টে আপনি ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন৷ এককথায় পরিচালক এ অংশে এক মুহুর্তের জন্যও পর্দা থেকে চোখ সরাবার সুযোগ রাখেননি৷ সিনেমা আসলে এরকম গতিময়ই হওয়া উচিত৷ ধন্যাবাদ আলভী আহমেদকে এরকম টান
টান উত্তেজনা সম্পন্ন রোমাঞ্চকর দ্বিতীয় হাফ উপহার দেওয়ার জন্য৷
,
ছবির সংলাপ গুলো ছিল অসাধারন ও চমকপ্রদ৷ বিশেষ করে আরিফ হায়দার অর্থাৎ শহিদুজ্জামান সেলিমের সংলাপ গুলো বেশ ভাল্লাগছে৷ সংলাপ ছাড়াও ছবিতে ক্যামেরার কাজ, আবহ সংগীত, কালাকুশলীদের পোষাক পরিচ্ছেদ, লোকেশন সবই ছিল
অসাধারন৷ মোটকথা ছবির আগা থেকে গোড়া পর্যন্ত ছিল যত্নের ছাপ৷
,
ছবির আরেকটি প্রশংসনীয় দিক ছিল কলাকুশলীদের অভিনয়৷ সহিদুজ্জামান সেলিমের অভিনয় ছিল অনবদ্য৷ মিশা সওদাগরও ফাঁটিয়ে দিয়েছেন৷ তিনি আবারও প্রমান করলেন He is the BOSS…. যেকোন চরিত্রে এভাবে নিজেকে মানিয়ে নেওয়ার এরকম ক্ষমতা হয়ত বলিউড হলিউডের বাঘা বাঘা অভিনেতাদেরও নেই৷ এছাড়া বর্ষা চরিত্রে নতুন নায়িকা সোনিয়ার অভিনয় হৃদয় ছুয়ে গেছে৷ জানি না সোনিয়াকে কে
কাস্ট করছেন৷ তবে এটুকু বলতে পরি যিনি করছেন তিনি একজন পাঁকা জহুরী৷ খুজে খুজে একেবারে খাঁটি সোনা বের করে এনেছেন ৷ এ মেয়ে ডিরেক্টরদের সুনজরে পড়লে মাহি, পরীর মতো কাঁচা ও ন্যাকামি সর্বস্ব নায়িকারা তুরির সাথে উড়ে যাবে৷
শিপন ও অইরিন ছাড়া ছবির অন্যান্য কালাকুশলীরাও নিজ নিজ চরিত্রে ভালো অভিনয় করেছে৷ এমনকি আরশাদ আদনানও পাশ নম্বর পেয়েছে৷ শিপনের অভিনয় নির্জীব লেগেছে৷ অবশ্য শেষের দিকে কিছুটা গতি এসেছিল ৷ তাছাড়া ওর অভিনয় নির্জীব লাগলেও বিরক্তিকর লাগানি খুব একটা তবে শুরু থেকে শেষ
পর্যন্ত আইরিনের অভিনয় ছিল বিরক্তির৷ ওর ন্যাকা ন্যাকা ডায়লগ ডেলিভারি অনেকটাই অসহ্যকর লাগছিল৷
,
দুটি আইটেম গান আর একটি রোমান্টিক গান ছাড়া বাকি গান গুলোর সবই সিকোয়েন্সের সাথে মিল রেখে করা হয়েছে৷ সিকোয়েন্সের দৈর্ঘ্যে অনুযায়ী ছবিতে গান গুলোর ব্যাপ্তি ছিল মাত্র দু থেকে তিন মিনিট৷ ব্যাপারটা বাংলাদেশী ছবির জন্য নতুন৷ এবং আমি এটাকে বেশ পজেটিভলি নিচ্ছি৷ ছবির আইটেম গান গুলোর কথা না বললেই নয়৷ পাহাড়ী গানটার কোরিওগ্রাফি
ভালো ছিল৷ এবং রুচিশীল দর্শকরা জেনে খুশি হবেন যে দুটো আইটেম গানেই অশালীনতা সীমা ছাড়িয়ে যায় নি৷ ব্যাপারটার জন্য সাধুবাদ জানাই নির্মাতাকে৷
,
সব মিলিয়ে আলভী আহমেদের স্মার্ট মেকিং ইউটার্ন ৷ একটি অসাধারন মুভি ইউটার্ন৷ সব শ্রেনীর দর্শকদের দেখার মতো মুভি ইউটার্ন৷
,
উল্লেখ্য আমি বৃহস্পতিবার 4|6|2015 তারিখে ছবিটি কুমিল্লার মধুমতি সিনেমা হলে 12 টার শোতে ছবিটি
দেখি৷ হলে 40 পার্সেন্টের মতো মানুষ ছিল৷ দুই একজন ছাড়া বাকি সবাই ছবিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে৷ সবাই যখন হল থেকে বের হল তখন সবার মনেই একটা মিস্টি হাসি লেগেছিল৷ এ হাসি মূলত তৃপ্তির হাসি৷ আড়াই ঘন্টার সলিড বিনোদনের মাধ্যমে টিকেটের 60 টাকা উসুলের হাসি৷ আপনারাও দেখে আসুন না ইউটার্ন গ্যারান্টি দিলাম তৃপ্তির ঢেকুর তুলতে তুলতেই বাড়ি ফিরবেন৷

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩৪

শিশির খান ১৪ বলেছেন: ঢাকায় কোন কোন হলে দেখাইতাসে জানেন ? জায়া দেখি আপনার কথা মতো

১৫ ই জুন, ২০১৫ রাত ২:০৬

রাতুল ভাই বলেছেন: রিলিজ পাইছে ২ সাপ্তাহ হয়ে গেছে সাধারন হল গুলো থেকে নেমে গেছে :( । এখন বসুন্ধরা স্টার সিনেপ্লক্স আর যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমাসে চলতেছে :)

১৫ ই জুন, ২০১৫ রাত ২:০৬

রাতুল ভাই বলেছেন: রিলিজ পাইছে ২ সাপ্তাহ হয়ে গেছে সাধারন হল গুলো থেকে নেমে গেছে :( । এখন বসুন্ধরা স্টার সিনেপ্লক্স আর যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমাসে চলতেছে :)

২| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০২

শতদ্রু একটি নদী... বলেছেন: রিভিউ ভালো লিখছেন, আগ্রহ জাগলো দেখার।

১৫ ই জুন, ২০১৫ রাত ২:০৯

রাতুল ভাই বলেছেন: তাহলে দেখে ফেলুন :D ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লক্স আর যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমাসে চলতেছে :)

৩| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

বেসিক আলী বলেছেন: :) :) :)

৪| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২০

বেসিক আলী বলেছেন: স্থির চিত্রে ইউটার্ন
U-Trun

৫| ১৫ ই জুন, ২০১৫ রাত ২:২১

মিন্টুর নগর সংবাদ বলেছেন: দারুন রিভিউ ভালো লাগলো ।
দেখি সময় করে দেখমুনি ।

১৫ ই জুন, ২০১৫ রাত ৮:২৭

রাতুল ভাই বলেছেন: তাড়াতাড়ি দেখে ফেলুন৷ সিনেমা হল থেকে উঠে গেলে টিভি প্রিমিয়ারের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে৷ মুভিটা বর্তমানে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমাস চলতেছে :)

১৫ ই জুন, ২০১৫ রাত ৮:২৮

রাতুল ভাই বলেছেন: তাড়াতাড়ি দেখে ফেলুন৷ সিনেমা হল থেকে উঠে গেলে টিভি প্রিমিয়ারের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে৷ মুভিটা বর্তমানে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমাস চলতেছে :)

১৫ ই জুন, ২০১৫ রাত ৮:২৮

রাতুল ভাই বলেছেন: তাড়াতাড়ি দেখে ফেলুন৷ সিনেমা হল থেকে উঠে গেলে টিভি প্রিমিয়ারের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে৷ মুভিটা বর্তমানে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমাস চলতেছে :)

১৫ ই জুন, ২০১৫ রাত ৮:৩১

রাতুল ভাই বলেছেন: তাড়াতাড়ি দেখে ফেলুন৷ সিনেমা হল থেকে উঠে গেলে টিভি প্রিমিয়ারের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে৷ মুভিটা বর্তমানে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমাস চলতেছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.