নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতুল ভাই

সব কিছু নিয়েই ভাবি সবকিছু নিয়েই লিখি৷

রাতুল ভাই › বিস্তারিত পোস্টঃ

পদ্ম পাতার জল: মনে রাখার মতো একটি সিনেমা

২১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৬

বানিজ্যিক সিনেমা মূলত দুই ধরনের৷ কিছু সিনেমার মানে শুধুই আড়াই ঘন্টার বিনোদন, আপনি সিনেমা দেখলেন কিছুক্ষন মজা নিলেন, দুই দিন পর সিনেমাটার কথা ভুলেই গেলেন৷
.
আবার কিছু সিনেমা আছে আড়াই ঘন্টার মুগ্ধতা, যেগুলো হৃদয়ে গেঁথে যায়৷ এসব সিনেমা আপনি বিশ বছর পরেও ভুলবেন না৷ সিনেমা হলে দেখে তো মুগ্ধ হবেনই৷ একটা ডিভিডিও সংগ্রহে রাখতে চাইবেন অথবা অনেক বছর পর একদিন টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে কোন একটা ঐ চ্যানেলে সিনেমাটা দেখাচ্ছে দেখলেই আয়েশ করে দেখতে বসে যাবেন৷ ২নং ক্যাটাগরি খুব কম বাংলা সিনেমা গুলোর তালিকায় থাকার মতো একটি সিনেমা পদ্ম পাতার জল৷
.
বানিজ্যিক ফিল্মেও যে শিল্প থাকতে পারে তার উৎকৃষ্ঠ উদাহরন পদ্ম পাতার জল৷
অসাধারন গল্প, সংলাপ, অভিনয় শৈলী, লোকেশন সব মিলিয়ে একটা অসাধারন কাজ৷
.
অত্যাচারী জমিদারের পুত্র খেয়ালি কবি রিজওয়ান৷ বাবার নির্দেশে শহরে যায় বিদ্যা অর্জনের জন্য৷ সেখানে এক রাতে দুই বন্ধুর পাল্লায় পড়ে এক নাঁচের আসরে আসেন এবং বাইজী ফুলেশ্বরীর প্রেমে পড়ে যান৷ কি হবে তাদের পরিনীতি? এটুকু কাহিনী সংক্ষেপ পড়ে হয়ত অনেকেই ছবির কাহিনীকে ধনী গরীবের প্রেম টাইপ ট্রিপিক্যাল বাংলা সিনেমা ভাবছেন৷ আপনিও যদি সেটা ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনি ভুল ভাবছেন৷ ছবির কাহিনী সাধারন কোন বাংলা সিনেমার মতো নয়৷ ছবির কাহিনী আসলে কেমন? সেটা সম্পর্কে ধারনা দিতে গেলে ছবির ভিতরের অনেক চমক ফাস হয়ে যাবে৷ যা আপনার ছবিটা দেখার মজা নষ্ট করে দিতে পারে৷ তারচেয়ে বরং আপনিই ছবিটা দেখে ছবির কাহিনী জানুন৷
শুধু একটা কথা বলতে পারি এ ছবি আপনাকে হাঁসাবে, কাঁদাবে, রাগাবে, ভাবাবে সর্বোপরি মুগ্ধ করবে৷
.
শুরুর দিকের বেশ কিছু কমেডি সিকোয়েন্সে আপনি হাসবেন৷ ইমন ও মীমের প্রনয়ের জায়গা গুলোতে এক ফালি মুচকি হাঁসি আপনার মুখে লেগে থাকবে৷ মীমের সাথে ইমনের কবিতার মাধ্যমে ভাব প্রকাশ আপনাকে এক অনন্য মুগ্ধতায় ডুবিয়ে রাখবে৷ তারপর আস্তে আস্তে যত এগোতে থাকবে নাটকীয়তা ততই বাড়তে থাকবে তখন আপনি কখনও ভাববেন আবার কখনও হলের অন্য দর্শকদের মতো আপনার চোখও কান্নায় জ্বল জ্বল করে ওঠবে৷ ছবির দ্বিতীয়অর্ধে একটা সময় আসবে যখন কাহিনী একটি সাধারন সমাপ্তির দিকে এগোচ্ছে এমন ভেবে বিরক্ত হতে শুরু করবেন৷ ঠিক তখনই কাহিনীতে আসবে নতুন বাঁক৷ ছবির শেষটা অনেকেই মেনে নিতে পারবেন না৷ শেষের দিকের প্রতিটা মুহূর্ত আপনার হৃদয়ে পিন ফোটার মতো অনুভূতি জাগাবে৷ মোট কথা দর্শকের আবেগ অনুভূতি নিয়ে সফল ভাবে খেলতে সক্ষম হয়েছে ছবিটি৷ আর এজন্য ধন্যবাদ পাবে ছবির কাহিনী ও চিত্রনাট্যকার লতিফুল ইসলাম শিবলী৷ উনি অসাধারন কাহিনীর পাশাপাশি তিনি সংলাপ গুলোও ভালো দিয়েছেন৷ প্রত্যেকটা সংলাপই অনেকদিন মনে রাখার মতো৷ তাছাড়া সংলাপে প্রচুর কবিতার ব্যাবহার ছিল৷ এছাড়া ছবির শেষটা যিনি যেভাবে করেছেন সেটা সত্যিই অভাবনীয়৷ ছবিটা মানুষ অনেকদিন মনে রাখবে শুধু মাত্র শেষের অংশ গুলোর কারনে৷ সব মিলিয়ে বলা যায় তিনি বেশ পরিশ্রম করেই ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখছেন৷ পরিচালক ও প্রযোজকদের উচিত ওনার মতো প্রতিভাবান ও পরিশ্রমী চিত্রনাট্যকারকে বাংলা সিনেমায় নিয়মিত করা৷
.
ছবির প্রেক্ষাপট ইংরেজ আমলের অর্থ্যাৎ আজ থেকে কমপক্ষে ১০০ বছর পূর্বের৷ ইতিপূর্বে বহু বাংলা সিনেমায় ইংরেজ আমল, জমিদারী,এগুলো উঠে আসলেও৷ কোন সিনেমাতেই ১০০ বছর পূর্বের পরিবেশ ফুটে ওঠেনি কিংবা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়নি৷ কিন্তু পদ্ম পাতার জল ছবিতে সেই সময়টা সফল ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন ছবির নির্মাতাগন৷ লোকেশন, বাড়ি ঘর, আসবাপত্র, যানবাহন, পোশাক-আশাক সব কিছুতে ছিল ১০০ বছর আগের ছোয়া৷ আর এজন্য ছবির পরিচালক, সেট নির্মাতা, মেক্যাপ ম্যান এবং কস্টিউম ডিজাইনারকে স্যালুট৷ সেই সঙ্গে ছবির প্রডিউসারকে ধন্যবাদ এধরনের ব্যায়বহুল একটি ছবি প্রযোজনার সাহস করার জন্য৷
.
এবার আসি অভিনয়ে৷
'তীর মেরোনা মেরোনা' শিরোনামের গানের মাধ্যমে,যখন পর্দায় মীমের আগমন ঘটলো৷ তখন ভয় হচ্ছিল এই মেয়ে পারবে তো? কিন্তু সময় যতো গড়াতে থাকলো ততই অবাক হতে থাকলাম মীমের অভিনয়ে৷ শুরুর দিকে মীমের হাসি, সংলাপ বলা, সৌন্দর্য এসব আপনার হৃদয়কে উথান পাথাল করে দিবে৷ উল্টোদিকে ছবির শেষে মীমের অভিনয়ে আপনার হৃদয় বিষাদে ভরে ওঠবে৷ এককথায় মীম অসাধারন অভিনয় করেছে শেষের দিকে৷ শেষের দিকের প্রতিটি সিকোয়েন্সে মীমের এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি ছিল অনবদ্য৷ এই অভিনয়ের জন্য মীম জাতীয় চলচিত্র পুরুষ্কার পাওয়ার দাবিদার৷
যেসব হুজুগে লোকজন ছবি মুক্তির আগে ছবিতে ইমনকে নেওয়া ঠিক হয় নাই এমন মন্তব্য করছিলেন তাদেরকে বলতে চাই৷ ছবিতে ইমন অত্যান্ত ভালো অভিনয় করছে৷ ইমনের ক্যারিয়ারের সেরা ছবি 'পদ্ম পাতার জল'
.
রিজওয়ান তথা ইমনের বাবার চরিত্রে অভিনয় করা তারিক অনাম খানকে পর্দায় খুব বেশী সময় দেখা যায়নি৷ যতক্ষন ছিলেন ভালো অভিনয় করেছেন৷
তবে সবচেয়ে অসাধারন অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম৷ ভিলেনগিরি কাকে বলে তিনি দেখিয়ে দিয়েছেন ছবিতে৷ শেষের দিকে খুব কম সময়ের উপিস্থিতিতে অমিত হাসানের কাঁছ থেকে প্রধান ভিলেনের খেতাব রূতীমতো ছিনিয়ে নিয়েছেন তিনি৷ আপনি যেমন মানুষই ইউন না কেন ওনার চরিত্র'টি আপনাকে এক মহুর্তের জন্য হলেও রাগাবে৷
এছাড়া নিমা রহমান, আবু হেনা রনি সহ বাকিরা সবাই নিজ নিজ চরিত্রে ভালো অভিনয় করেছে৷
তবে এক্ষেত্রে অমিত হাসান কিছুটা হতাশ করেছে৷ ওনার অভিনয়ে বিশেষ কিছু ছিল না, কোনরকমে চালিয়ে নেওয়ার মতো অভিনয় করেছেন তিনি :(
.
ছবিতে ক্যামোরার কাজ ও আবহ সংগীত ছিল আন্তর্জাতিক মানের৷ হলিউড বলিউডের সাথে এক কাতারে দাড়ানোর মতো৷
.
ছবির গান গুলো দেশের লোকেশন ব্যাবহার করে অসাধারন ভাবে চিত্রায়ন করা হয়েছে৷ আর গানের কথা গুলোও কাব্যিক৷ গান গুলোও ছবির প্রক্ষাপটে ঠিকঠাক৷ যদিও এটাও সত্য ছবির একটা গানও একবার শুনলেই গুন গুন করে সারাদিন গাওয়ার মতো মূর্ছনা জাগায় না৷ এই কারনে গান গুলো সকল দর্শকের কাঁছে ভালো লাগেনি৷ যদি গান গুলো জনপ্রিয় হতো তাহলে এই সিনেমাকে নিদ্বিধায় ঢালিউডের ইতিহাসের সেরা মুভি গুলোর একটি হিসেবে ঘোষনা করা যেত৷
.
সবমিলিয়ে পদ্ম পাতার জল মানে অন্যরকম অনুভূতি৷ বাংলা সিনেমা নির্মানে এক অনন্য বিপ্লবের নাম 'পদ্ম পাতার জল'
নির্মাতাদের ৩ বছরের পরিশ্রম স্বার্থক৷
.
উল্লেখ্য এক সাপ্তাহ আগে ভারতে বাহুবলি নামে একটা সিনেমা বের হয়েছিল৷ বাংলাদেশী সিনেমার মান ও বাজারের বিবেচনায় পদ্ম পাতার জলকে যদি কেউ বাংলাদেশের বাহুবলী বলেন তাহলে খুব একটা ভুল বলবেন না৷ অফসোস একটাই চারটি বলিউড সিনেমার সমান বাজেটের বাহুবলী চারদিনে লগ্নি তুলে ফেলে৷ আর বাংলাদেশের পদ্ম পাতার জল ঠিক মতো হলই পায় না৷ প্রদর্শনীতেও বলার মতো দর্শক থাকে না৷ ওদের সিনেমা আর আমাদের সিনেমার মধ্য মানের পার্থ্যক্যের পিছনের কারন হয়তো এটাই৷
#ppj

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৯

হাইপারসনিক বলেছেন: সিনেমার নামটাই সারা জীবন মনে রাখার জন্যে যথেষ্ঠ।যদিও সিনেমাটা দেখিনি তারপরও নামটা শুনে কিছুদিন আগথেকেই দেখার প্রবল ইচ্ছে ছিল..

২১ শে জুলাই, ২০১৫ রাত ১:১৬

রাতুল ভাই বলেছেন: দেখে ফেলুন৷ না দেখলে অনেক কিছু মিস করবেন :)

২| ২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

রাবার বলেছেন: কতদিন সিনেমা দেখিনা ভাই। নামটা বড়ই সুন্দর ভাইসাব ।

৩| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১০:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: নাম দেখেই ভালো লেগে গিয়েছিল । ছবিটা তো তাহলে দেখতে হয়!

৪| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫০

সুফিয়া বলেছেন: হলে গিয়ে সিনেমা দেখা হয়না আজকাল। তবু পদ্ম পাতার জল দেখার ইচ্ছে আছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য।

৫| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৬

প্রিন্সর বলেছেন: দেখার ইচ্ছে জাগছে । আশা করি হলে গিয়ে কোন একদিন দেখে ফেলব ।

ধন্যবাদ আপনাকে । সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.