নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতুল ভাই

সব কিছু নিয়েই ভাবি সবকিছু নিয়েই লিখি৷

রাতুল ভাই › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট নিয়ে সস্তা দেশপ্রেম আর কত?

১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৮

এ জীবনে ক্রিকেট নিয়ে হৈ-হুল্লুড় আমিও অনেক করেছি। জানি শুধু আমি না এদেশের অধিকাংশ নাগরিক এটা করে।
কিন্তু এখন সময় এসেছে ক্রিকেট নিয়ে আমাদের ধারনা পাল্টানোর।
আমরা অনেকেই বাংলাদেশের ক্রিকেট দলকে সাপোর্ট করাকে দেশ প্রেমের মাধ্যম হিসেবে নিচ্ছি। যেটা মূর্খতার পরিচয়।
১১ দল মাঠে ঘাম ঝড়িয়ে খেলবে। আর আমরা সবাই টিভির সামনে আরাম কেদারায় বসে ফেনের বাতাস খেতে খেতে তাদের সাপোর্ট দিবো। এটাকি কোন দেশ প্রেমের পর্যায়ে পড়ে?
দেশ প্রেম কি এতোই সস্তা?
__
আমি মনে করি ক্রিকেট নিয়ে এতো আবেগী হওয়ার কিছুই নেই।
ক্রিকেটটাকে শুধু মাত্র বিনোদনের মাধ্যম হিসেবে দেখা উচিত, দেশ প্রমের মাধ্যম নয়।
১১ জন মানুষ মাঠে কেমন খেললো সেটার ওপর দেশের সম্মান অসম্মানের কর্যকর কোন সম্পর্ক নেই। অনেকে বলবেন ক্রিকেট বহিবিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জল করছে। কিন্তু ঐ যুক্তি অনুযায়ী আমাদের ফুটবল অথবা টেনিস খেলা উচিত। কারন বেশীর ভাগ দেশেই ঐ দুটো খেলা জনপ্রিয় উল্টোদিকে সামান্য কয়েকটা দেশই ক্রিকেট খেলে। ঐ দুটো খেললে বেশী মানুষের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জল হবে >_<
সত্যি কথাটা হলো আমাদের দেশপ্রম নামক আবেগটা ভুল জায়গায় কাজ করছে। ক্রিকেটে হার জিত এর সাথে আমাদের দেশের লাভ ক্ষতির কোন সম্পর্কই নেই।
তাই ক্রিকেট খেলা দেখাটা মোটেও দেশ প্রেম নয়। হলেও সেটা এক প্রকারের সস্তা, সহজ আর ইতর প্রজাতির দেশপ্রেম।
-
আমাদের ক্রিকেট নিয়ে পাগলামীটাকে দেশপ্রেম হিসেবে ধরা যেত। যদি আমরা ক্রিকেট নিয়ে দেখানো দেশপ্রেমটা সব ক্ষেত্রে দেখাতাম।
কিন্তু আমরা ক্রিকেটের মতো তুচ্ছ ব্যাপার নিয়ে যে দেশপ্রেম দেখাই। সেটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে দেখাই না। তাই ক্রিকেট নিয়ে দেশপ্রেমটা so called দেশপ্রেম ছাড়া কিছুই নয়।
__
আমাদের দেশপ্রেম কাজ করা উচিত ভারতীয় সিনেমা কিংবা সিরিয়াল দেখার সময়। আমাদের দেশের শতাব্দীর পার শতাব্দী ধরে গড়ে ওঠা সাংস্কৃতিতে অশ্লীলতা আর অসামাজিকতার বীজ বপন করে যাচ্ছে এসব বিনোদন মাধ্যম। আমাদের দেশ থেকে ছিনিয়ে নিচ্ছে লক্ষ কোটি টাকা। আমরা দেশের কথা চিন্তা করে কেন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি না?
-
সত্যিকারের দেশপ্রেম নিহিত থাকে দেশের ভাষা আর সাংস্কৃতিকে আগলে রাখার মাঝে।
দেশের সাংস্কৃতিক আচার অনুষ্ঠানকে অবগ্ঞা করে বিদেশি সাংস্কৃতির ভ্যালেন্টাইনস ডে পালনের সময় আমাদের দেশপ্রেম কৈ থাকে?
দেশের ভাষা বিকৃত করার সময় আমাদের দেশপ্রেম কেন কাজ করে না? আমরা কেন জাপানিদের মতো ইংরেজীকে বৃদ্ধঙ্গুলি দেখিয়ে দেশের সব ক্ষেত্রে নিজের ভাষাকে প্রতিষ্ঠিত করতে চাই না?
-
সারা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জল করার মতো কিছু যদি এদেশে থাকে তাহলে সেগুলো হলো সুন্দরবন আর কক্সবাজার। এই দুটো জায়গাকে পর্যটন স্পট হিসেবে ঠিক ভাবে প্রতিষ্ঠিত করতে পারলে পর্যটন সমৃদ্ধ দেশের তালিকায় আমরা কত উপরে থাকতাম তা একটু কল্পনা করে দেখুন।
অথচ আজ সরকারের একটি ভুল সিদ্ধান্তের কারনে আমাদের সুন্দরবন আজ ধ্বংস্বের দ্বারপ্রান্তে।
সুন্দরবনকে রক্ষার জন্য কেন আমাদের মন কঁদছে না? কেন আমাদের দেশপ্রেমের আবেগ উথলে উঠে সুন্দবনকে রক্ষা জন্য গন জাগরন সৃষ্টি হচ্ছে না?
কক্সবাজারে দূষন সৃষ্টি করে বিদেশী পর্যটকদের অনুপযোগী পরিবেশ সৃষ্টি করছি আমরা এই বাংলাদেশীরা।
-
অশিক্ষিত রিক্সা-ডাইভারের সিগন্যাল ভঙ্গ করা থেকে শুরু করে উচ্চশিক্ষিত ব্যংকারের ব্যাংক জালিয়াতি পর্যন্ত আমরা সবাই দেশের প্রতিটা ক্ষেত্রে দূর্ণিতির আশ্রয় নিয়ে দেশকে একটা বিষাক্ত জায়গায় পরিনত করছি। অথচ আমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে দেশপ্রেমী হয়ে দূর্ণিতিকে না বললে এই দেশ আজ সমৃদ্ধির কত উচ্চ শিখরে থাকতো তার বিন্দু মাত্র ধারনা আমাদের নেই।
খুব অবাক লাগে যখন দেখি এদেশে দূর্ণিতি প্রবন দেশ হিসেবে এক ধাপ ওঠা নামাকে অনেক বড় সাফল্য ব্যার্থতা হিসেবে দেখা হয়। আরে ভাই এদেশে দূর্ণিতি শব্দটার অস্তিত্ব থাকবে কেন?
-
ছোট বেলা থেকেই বই পত্রে বাঙ্গালি জাতির শ্রেষ্ঠত্বের কথা পড়ে এসেছি কিন্তু এ জাতির দু একটা ভালো দিকের সাথে থাকা হাজারটা খারাপ দিক দেখার চোখ থাকলে আমরা বুঝতে পারতাম আমারা কতটা অসচেতন জাতি।
ইউরোপ আমেরিকার মতো উন্নত বিশ্বের এতো সমৃদ্ধি আলাদিনের চেরাগের দৈত্য এনে দেয়নি। তাদের দেশের নাগরিকদের সচেতনতা, দেশপ্রেমের প্রভাবে তিলে তিলে এসব হয়েছে।
আরো একটি শতাব্দী অনুন্নত দেশের কাতারে না থাকতে চাইলে আমাদের দেশপ্রমী হয়ে,দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
ক্রিকেট নিয়ে দেশপ্রেম দেখানো সস্তা দেশপ্রেমী নয়।
আমাদের সকলকে প্রকৃত দেশপ্রেমী হতে হবে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩১

ক্ষুদ্রমানব বলেছেন: ভালো বলেছেন।

১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫০

রাতুল ভাই বলেছেন: ধন্যবাদ :)

২| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫

আমিই মিসির আলী বলেছেন: সুন্দর ভাবে বিষয়টা বিশ্লেষন করেছেন।
ভালো লাগিলো।

১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯

রাতুল ভাই বলেছেন: ধন্যবাদ।
আপনাদের ভালো লাগাটাই আমাকে লিখতে উৎসাহ যোগায়।

৩| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫

ক্লান্ত রিয়াদ বলেছেন: আমরা ক্রিকেটের মতো তুচ্ছ ব্যাপার নিয়ে যে দেশপ্রেম দেখাই। সেটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে দেখাই না। তাই ক্রিকেট নিয়ে দেশপ্রেমটা so called দেশপ্রেম ছাড়া কিছুই নয়। -----
এটাই মূল কথা, আমরা গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে মেকি ব্যাপার গুলো নিয়ে বেশি মেতে উঠি । ভাল বলেছেন।

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৮

রাতুল ভাই বলেছেন: ধন্যবাদ

৪| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার লিখেছেন,, ভ্রাতা...
সহমত!!

খেলাকে খেলা হিসাবে রাখাই ভালো, আজকাল অনেকেই দেখি এটাকে দেশপ্রেমের ভিতর গন্য করতেছে...
এদের মূর্খতা দেখলে হাসি ই পায়।।

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৯

রাতুল ভাই বলেছেন: ধন্যবাদ

৫| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫

দায়ী বলেছেন: েএই ভিডিও টা দেখা উচিত।
https://web.facebook.com/zahid.neil#

৬| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০

মৃত মানব বলেছেন: সহমত

৭| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০

কলাবাগান১ বলেছেন: একদিন আমরাও অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ডের দর্শকদের মত আচরন করব (পরিমিত ভাবে)

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪০

রাতুল ভাই বলেছেন: সেই আশাই রাখি।

৮| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১

বিজন রয় বলেছেন: জনগণ এখনো ইম-ম্যাচিওর।

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪২

রাতুল ভাই বলেছেন: হ্যা :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.