নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্য কিছু নই, আমি সবাই.....

বরাবরের মতই প্রতারক এবং পলাতকগণ দূরে থাকুন

মহামহোপাধ্যায়

আমার কিছু সুন্দর সময়, আর খুব প্রিয় কিছু মানুষের কথা মনে করতে চাই বার বার...

মহামহোপাধ্যায় › বিস্তারিত পোস্টঃ

যারা আমায় বাঁচতে শেখায় – ৩

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৫

মেসের বুয়া আল্টিমেটাম দিয়ে দিয়েছে, “মামা, বটি ধার কইরা আনুইন যে, নাইলে আর কাম করতাম নায়!!” এসব ক্ষেত্রে আমি যা করি এবারো তাই করলাম। সুন্দর করে খালাকে বললাম “খালা আপনার বাসার বটি যেমনে ধার করেন এটাও নিয়ে সেইভাবে ধার করে আনেন, টাকা যা লাগে আমি দিয়ে দেবো।” পরেরদিন খালা বেজার মুখে যা বর্ণনা করলেন তা হলো বটির মুখ নাকি পইড়া গেছে,(আমি অবশ্য বুঝলাম না বটির মুখ পরে ক্যামনে) বালি দিয়ে ধার দেয়া যাচ্ছে না। অগত্যা বটি কাগজে মুড়ে ব্যাগে ভরে কামারশালার সন্ধানে বের হলাম। Real Steel এর যুগে কামারশালা খুঁজে বের করা যে কী পরিমাণ দূরহ ব্যাপার সেটা ঐদিন বুঝেছিলাম। যত দূরহই হোক আমিও হাল ছাড়ার পাত্র নই, উপরন্তু ক্লাস এইটে Blacksmith এর উপর পড়া বিদ্যাগুলো পেটের মধ্যে একের পর এক পাক খেয়ে উঠছিল। অবশেষে খোঁজ পেলাম এক কামারের। কিন্তু কামারশালায় ঢুকে চরমভাবে আশাহত হলাম। কোথায় পড়েছিলাম ব্লাকস্মিথের খুব ভালো মাসল হয়!! এখানে এক অশীতিপর বৃদ্ধকে বসে থাকতে দেখলাম। কাছে যেয়ে গলা তুলে জিজ্ঞাসা করলাম, কাকা কাজ কি আপনিই করেন?? আমার মনে হচ্ছিল অন্য কেউ বোধহয় কামার, তিনি হয়তো কোন কাজে বসে আছেন। কিন্তু আমাকে অবাক করে দিয়ে উনি উপরে নিচে মাথা ঝাঁকালেন। কি আর করা, আমি তাঁর হাতে বটিটা তুলে দিয়ে বললাম এটা ধার করতে হবে। তারপর শুরু হল ম্যাজিক!! বিশ্বাস করুন পুরো ম্যাজিক!! জীবনে চলতে গিয়ে মাঝে মাঝেই খুব অবাক হয়ে নিজেকে খুব অদ্ভুত কিছু জায়গায় আবিষ্কার করি। শুধু মনে হয় এরকম একটা জায়গায় আমি কোন টাইম মেশিনে চড়ে আসলাম ?? যেমনটা এখন হচ্ছে। চোখের সামনে একটা মানুষকে যন্ত্র হয়ে যেতে দেখলাম। বটিটা রেখেই তিনি হাত বাড়িয়ে দিলেন বেড়ায় গুঁজে রাখা ফতুয়ার দিকে, তার পকেট থেকে আলতো হাতে বের করে আনলেন একটা ডান্টাভাঙ্গা চশমা। তারপর সুতোর লুপগুলো (যেহেতু ডান্টাভাঙ্গা) কানে পরে নিবিষ্ট মনে বটিটা দেখলেন কিছুক্ষণ। তারপর বললেন চল্লিশ টাকা লাগবে। আমি রাজী হলে, এবার তিনি হাত বাড়িয়ে দিলেন ফতুয়ার আরেক পকেটে। সেখান থেকে ম্যাচ বের করতে করতে বললেন, আরেকটু আগে আসলে ভালো করতেন,আমি একটু আগে আগুন নিভাইলাম। তারপর কাগজে আগুন ধরিয়ে তার আশেপাশে কয়লা দিয়ে শুরু করলেন হাপর টানা। সাবলীলভাবে কাজ করে যাচ্ছিলেন তিনি, মনেই হচ্ছিল না তার বয়স এত। আগুনে কয়লাগুলো ভালো করে জ্বলে গেলে বটিটা ঠেলে দিলেন সেই অগ্নিকুণ্ডে তারপর আবার হাপর টানা। একসময় পুরো বটি লাল হয়ে গেলে প্ল্যায়ার্সের মত একটা যন্ত্র দিয়ে ওটা ধরে আরেক হাতে রেলের প্লেটের উপর পেটানো শুরু করলেন। দুই হাত ব্যস্ত, তাতে কী?? অবলীলায় বাম পায়ের বুড়ো আঙ্গুল হাপরের আংটায় আঁটকিয়ে সমানে হাপর টেনে গেলেন। তারপর আরেকদফা বটি আগুনে দিয়ে যা করলেন আমি পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম, ঠোঁটে একটা সিগারেট গুঁজে প্ল্যায়ার্সের মতো লম্বা হাতাওয়ালা যন্ত্রটা দিয়ে দিব্যি মুখের কাছে নিয়ে আসলেন গনগনে কয়লা। তারপর মনের সুখে ধোঁয়া ওড়াতে লাগলেন। মনে হচ্ছিল ওয়েস্টার্ন ম্যুভি দেখছি। হলিউডের কোন অ্যাকশন স্টারও বোধহয় এত চমৎকার করে, করে দেখাতে পারবে না।

বটি পিটানো হয়ে গেলে ডুবিয়ে দিলেন পানিতে, তারপর সুন্দর করে মুছে র্যাঁগদা দিয়ে ঘষে ধার দিলেন বটি। আমি তাকে টাকা দিয়ে ফিরে এলাম আর শিখলাম বার্ধক্যের সংজ্ঞা।

“বার্ধক্য তাহাই—যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে; বৃদ্ধ তাহারাই—যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয় যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন; শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; যাহারা জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে। বৃদ্ধ তাহারাই-যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। আলোক-পিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কল কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতি জ্ঞানের অগ্নিমান্দ্যে যাহারা আজ কঙ্কালসার—বৃদ্ধ তাহারাই। ইহাদের ধর্মই বার্ধক্য। বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাঁহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। তরুণ নামের জয়-মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ডপ্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।” (যৌবনের গান- কাজী নজরুল ইসলাম)





(সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।)



********************************************

আমার আগের দুই পোস্টে জীবন সংগ্রামে অপরাজেয় দুই যোদ্ধার কথা বলেছিলাম। আর আজকের পোস্টে এক তরুণের কথা বলতে চেয়েছি, বয়স যাকে বেঁধে রাখতে পারেনি। তার কাজের বর্ণনা হয়তো একটু বেশি হয়ে গেছে !! কিন্তু কি করব?? আমি যে ছোটবেলা থেকেই খুব মুগ্ধতা নিয়ে এসব দেখতাম। ছোটবেলায় আমার জীবনের লক্ষ্য ছিল কাঠমিস্ত্রী হওয়া। সেই গল্প না হয় আরেক দিন বলব।



আপাতত কৃতজ্ঞতা স্বীকার করি ব্লগার উৎকৃষ্টতম বন্ধু র কাছে। যার আন্তরিক অনুরোধে আমার মত অলস ব্যক্তি এত তাড়াতাড়ি পোস্ট দিল।





যারা আমায় বাঁচতে শেখায়



যারা আমায় বাঁচতে শেখায় – ২



মন্তব্য ৯৬ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৭

রেজওয়ান তানিম বলেছেন: টুকরো জীবনের ছন্দময় উপস্থাপন।

বেশ লাগল

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনার ভালো লেগেছে জেনে তৃপ্তি অনুভব করছি।

২| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৯

মাক্স বলেছেন: আপনি অনেকদিন পরপর কৈত্তে উদয় হন?
আরো বেশি লেখা চাই। আগের পর্বগুলোর মতই মুগ্ধ হয়ে পড়লাম। প্লাস!

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা ! আমিতো ভাই একেবারেই গায়েব হতে চাই, কিন্তু আপনাদের ভালবাসাই আমাকে বারবার উদয় হতে বাধ্য করে।

প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করব আরো লেখা দিতে, সাথে থাকবেন আশা করি। অনেক অনেক শুভ কামনা রইল। ভালো থাকবেন :)

৩| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩২

বোকামন বলেছেন: সহজ ভালোলাগা আপনার পোষ্টে জড়িয়ে থাকুক...

২য় ভালোলাগা

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার বলেছেন। সহজ ভালোলাগা জড়িয়ে থাকুক। আমার ব্লগে স্বাগতম।


পড়ার জন্য ধন্যবাদ। অনেক অনেক শুভ কামনা রইল। ভালো থাকবেন :)

৪| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৮

বাংলাদেশী দালাল বলেছেন: রেজওয়ান মাহবুব তানিম বলেছেন: টুকরো জীবনের ছন্দোময় উপস্থাপন


এই কমেন্টের পরে আর কিছু বলার নাই


১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার করে বলেছেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।



অনেক অনেক শুভ কামনা রইল। ভালো থাকবেন :)

৫| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪১

শের শায়রী বলেছেন: ব্রো আপানার লেখা উপলদ্ধি তো অসাধারন।

লিখুন আরো বেশী।

আমি মুগ্ধ।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

মহামহোপাধ্যায় বলেছেন: খুব ভালো লাগছে ভাইয়া আপনাকে মুগ্ধ করতে পেরে। আশে পাশে যা দেখি তাই নিয়ে পোস্ট দেই।

চেষ্টা করব আরো পোস্ট দিতে, সাথে থাকবেন আশা করি। অনেক অনেক শুভ কামনা রইল। ভালো থাকবেন :)

৬| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩

কালোপরী বলেছেন: আমি এমনিতেও কথা খুজে পাই না, এখন আরও পাচ্ছি না


অসাধারণ বললেও কম হয়ে যায়


ভাল থাকবেন

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২২

মহামহোপাধ্যায় বলেছেন: কথা খুঁজে না পেলেও প্রকাশ কিন্তু হয়েই গেলো। পড়ার জন্য অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।


আপনিও ভালো থাকবেন। অনেক অনেক শুভ কামনা রইল :)

৭| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮

লাবনী আক্তার বলেছেন: অসাধারন লেখা।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

মহামহোপাধ্যায় বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।


অনেক অনেক শুভ কামনা রইল। ভালো থাকবেন :)


৮| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

না পারভীন বলেছেন: খুব ভাল লাগল ।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮

মহামহোপাধ্যায় বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।


অনেক শুভ কামনা রইল। ভালো থাকবেন :)

৯| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই, আপনার এই সিরিজটা আমার বিবেকটাকে জাগ্রত রাখে, এই কারণে তাগাদা দিয়েছিলাম।

বরাবরের মতই সুন্দর হয়েছে এবারের ঘটনা।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

মহামহোপাধ্যায় বলেছেন: হায় !! হায় !! দায়িত্ব দেখি বিশাল !! বিবেকটাকে জাগ্রত রাখতে হবে !! চেষ্টা করব আরো পোস্ট দিতে, জানি সাথে থাকবেন।

পড়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, আসলে এই পোস্টটার জন্যই আপনার কাছে কৃতজ্ঞ। আপনি না বললে এই পোস্ট কবে আসত সন্দেহ !!

অনেক শুভ কামনা রইল। ভালো থাকবেন :)

১০| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লাগলো।

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। অনেক শুভ কামনা রইল।

১১| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার লেখা সাস্টিয়ান বন্ধু। ভালো লাগা রইল।++++

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৮

মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ সাস্টিয়ান বন্ধু। অনেক শুভ কামনা রইল :) :)

১২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৮

জাকারিয়া মুবিন বলেছেন: মুগ্ধপাঠ। :) :)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৮

মহামহোপাধ্যায় বলেছেন: মুগ্ধপাঠের জন্য আপ্লুত। পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।


অনেক শুভ কামনা রইল ভাইয়া। ভালো থাকবেন :) :)

১৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: কাজের বর্ণনা মোটেও বেশি হয়নি। আরও বেশি দিলেই বরং ভাল লাগত! এই চিরতরুনের নামটা কি জিজ্ঞেস করেন নি? নাম জানতে পারলে ভাল লাগত। :)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১

মহামহোপাধ্যায় বলেছেন: এহ হে !! নামটা তো জিজ্ঞেস করতে ভুলে গেছি ভাইয়া (মাথা চুলকানোর ইমু হবে)। ব্যাপার না আরেকদিন উনার কামার শালায় যেয়ে জিজ্ঞেস করে আসব। পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

১৪| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১১

এম হুসাইন বলেছেন: ৯ম ভাললাগা।

চমৎকার লাগলো।

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

মহামহোপাধ্যায় বলেছেন: আপনাকে চমৎকৃত করতে পেরে উদ্বেলিত। পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।


অনেক শুভ কামনা রইল। ভালো থাকবেন :) :)

১৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫১

আরজু পনি বলেছেন:

দারুণ লাগল..।

বর্ণনাটা এতো সুন্দর করে দিয়েছেন যেন দেখতে পেলাম।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

মহামহোপাধ্যায় বলেছেন: সত্যি তাই ?? খুব খুশি হলাম আপু আপনার কমপ্লিমেন্টস পেয়ে। পড়ার জন্য ধন্যবাদ।


অনেক শুভ কামনা রইল। ভালো থাকবেন :) :)

১৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৯

অদ্বিতীয়া আমি বলেছেন: খুবই সুন্দর উপলব্ধি , আর তার সুন্দর প্রকাশ । খুব ভাল লেগেছে ।

ভাল লেগেছে বললেও কম বলা হয় । মন ছুঁয়ে গিয়েছে ।জীবন সংগ্রামের এই গল্প গুলো আমাকেও মুগ্ধ করে । আমরা কত রকম দুঃখ বিলাসে ডুবে থাকি । কিন্তু এসব জীবন সংগ্রাম যখন দেখি তখন তুচ্ছ লাগে নিজেকে । প্রিয়তে ।

২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

মহামহোপাধ্যায় বলেছেন: সুন্দর করে বলেছেন। পোস্টটা সার্থক মনে হচ্ছে।

আমরা কত রকম দুঃখ বিলাসে ডুবে থাকি । কিন্তু এসব জীবন সংগ্রাম যখন দেখি তখন তুচ্ছ লাগে নিজেকে ।


সহমত

প্রিয়তে নেবার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম।


অনেক শুভ কামনা রইল। ভালো থাকবেন :)

১৭| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:০৩

তন্ময় ফেরদৌস বলেছেন: চমৎকার আপনার লেখা।

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।


শুভ কামনা রইল। ভালো থাকবেন :)

১৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২

ইনকগনিটো বলেছেন: বেশ ভালো লাগলো।

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৩

মহামহোপাধ্যায় বলেছেন: ইনকগনিটো ভাই!! আমার ব্লগে স্বাগতম। খুব ভালো লাগছে আপনাকে দেখে। পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।


অনেক শুভ কামনা রইল। ভালো থাকবেন :)

১৯| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

বোকামানুষ বলেছেন: অনেক সুন্দর একটা লিখা

অনেক ভাল লেগেছে

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

মহামহোপাধ্যায় বলেছেন: খুব সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম।


শুভ কামনা রইল। ভালো থাকবেন :)

২০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

জুন বলেছেন: সত্যি আপনি মহামহোপাধ্যায়। সাধারন ঘটনার অসাধারন বর্ননা
+

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০

মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ। আপনার লেখা এই ছোট্ট একটা লাইন আমার জন্য কত উৎসাহের, অনুপ্রেরণার তা বলে বোঝাতে পারব না। আপনাদের ভালোবাসায় টুকটাক লেখার চেষ্টা করি।

অনেক শুভকামনা থাকল। ভালো থাকবেন :)

২১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

নীরব 009 বলেছেন: আনলাকি ভাল লাগা



অনেকদিন পর ঘুম থেকে উঠলাম।

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ দাদা। অনেকদিন পর..............। এদিকে আমি জ্বর বাধাইছি, সেই ছুতোয় ব্লগে ঘুরতেছি। জ্বর গায়ে কি থিসিসের কাজ মানায় ??

২২| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

কুবের মাঝি১০৭০০৭ বলেছেন: Valo laglo.dhonnobad vai..

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০

মহামহোপাধ্যায় বলেছেন: হুম। অনেক ধন্যবাদ আপনাকেও ভাই কষ্ট করে পড়ার জন্য।

আমার ব্লগে স্বাগতম। ভালো থাকবেন :)

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

নীরব 009 বলেছেন: হুম, ছুতোয় ছুতোয় কাজে অবহেলা, ঠিক না, ঠিক না

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মহামহোপাধ্যায় বলেছেন: দাদা, এমন কর কেন ?? আমার একটু শান্তি কি তোমার ভালো লাগেনা ?? শেষ তো করে ফেলছ !! কি সুখে যে আছো ক্যামনে বুঝাই :( :( X( X( X(( X((

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

Palol বলেছেন: বয়স যতই কাচা হোক লেখাতো বেশ খাসা

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

মহামহোপাধ্যায় বলেছেন: জনাব, আপনাদের এই স্বীকৃতিগুলো আমার ব্লগিং জীবনের পাথেয় হয়ে থাকবে। অনেক অনেক শুভ কামনা থাকল। ভালো থাকবেন।

বিলম্বিত উত্তর প্রদানের জন্য শরমিন্দা :)

২৫| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৫৫

চারকল বলেছেন: তুমি তো দিনে দিনে নিজেকে ছাড়াইয়া যাইতেছ হে! বলি, একলাই উঠিলে হইবে, আমাদের সঙ্গী করিয়া লইবে না?

লেখা ভাল হইছে… +++

:D :D :D

১৫ ই মে, ২০১৩ রাত ১২:১১

মহামহোপাধ্যায় বলেছেন: আহা !! কি বলিলে নিজেকে ছাড়িয়ে যাচ্ছি !! শুনিয়া তো উসাইন বোল্টের মত ভঙ্গি করিতে ইচ্ছে করিতাছে ;) ;)

চিন্তা করিও না, অবশ্যই তোমাদের সকলকে লইয়াই উঠিব।

প্লাসের জন্য বিশাল ধইন্যা।

বিলম্বিত উত্তর প্রদানের জন্য শরমিন্দা :)

২৬| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০৭

চানাচুর বলেছেন: আমার যে কি হবে ঐ বয়সে!! আমি এখনও যেই অলসটার অলস!! ঐ বয়সে মনেহয় সারাদিন রাত ঘুমায় থাকবো #:-S :|

১৮ ই মে, ২০১৩ রাত ১০:১৮

মহামহোপাধ্যায় বলেছেন: হাঃ হাঃ তা কেন হবে আপু ?? নিশ্চই অলসতা ঝেড়ে উঠবেন, আপনার দীর্ঘ কর্মচঞ্চল জীবন কামনা করি :)

২৭| ২৬ শে মে, ২০১৩ রাত ৩:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত! চমৎকার আপনার লেখনী। অনেক ভালো লাগল।
আপনাকে অনুসারিত করে নিলাম। এখন থেকে আর মিস হবে না। :)

২৭ শে মে, ২০১৩ সকাল ১১:৩১

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা থাকল এমন চমৎকার মন্তব্য ও অনুসরনে নেয়ার জন্য। আশা করি সাথে থাকবেন।

শুভ কামনা নিরন্তর।

২৮| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: অনুসরন করলাম :)

২৮ শে মে, ২০১৩ রাত ১:২০

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা থাকল। একই সাথে স্বাগতম জানাচ্ছি আমার ব্লগে। শুভ কামনা নিরন্তর :) :)

২৯| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার সাবলীল বর্ণনার কারণেই টের পাওয়া গেল আপনার মানসিকতা।

দরকারের সময় যদিও আমি কোনোদিন ঠিকভাবে কিছু হাতের কাছে পাই না । যেমন - আলমারির তালা নষ্ট হলে তালাওয়ালাকে পাই না অন্য সময়ে অহরহ চোখে পড়ে। একবার কোরবানি ঈদের সময় আশেপাশের সবাই খুব দা বটি ধার করাচ্ছিল অথচ আমার মাথায় কাজই করে নাই আমারও তাই করাতে হবে। ঈদে ব্যাপক ঝামেলা হইছিল।

বার্ধক্যের সংজ্ঞা কাজই নজরুল ইসলাম আমাদের শেখালেও আমরা প্রায়ই তাদের সাথে বেশ অমানবিক আচরণ করি । তাদের প্রতি আরেকটু সহানুভূতিশীল হইলে ভালো হইত। এসব মানুষদের কাছে শেখার আছে অনেক কিছু । তাই হয়ত এরকম বয়সের লোক দেখলে একটু এগিয়ে জেয়েই গল্প গুজব করতে চেষ্টা করি। এদের মাঝে কেউ কেউ আছেন নিজ থেকে গল্প করতে গেলে তাদের সমস্যার কথা তুলে ধরে অর্থ সাহায্য চান আবার কেউ আছে কথাই বলতে চায় না । তাদের চোখ দেখে বোঝা যায় কিছু চাপা কষ্ট তারা আটকে রেখেছেন ।

অনুসরণ করলাম আপনাকে

০১ লা জুন, ২০১৩ রাত ১১:০২

মহামহোপাধ্যায় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপু, আমার ব্লগে স্বাগতম। আর অনুসরণে নেবার জন্য অনেক কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য থেকেও এই মানুষগুলোর ব্যাপারে আপনার অনুভূতি বুঝতে পারছি। আসলেই তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু শিখছি কোথায় ?? সহানুভুতি পরের কথা, প্রাপ্য সম্মানটুকুই দেয়া হচ্ছে না তাদের।

ভালো থাকবেন আপু। অনেক শুভকামনা রইল।

৩০| ০৩ রা জুন, ২০১৩ ভোর ৪:০৩

মাহমুদ০০৭ বলেছেন: মানুষের ভিতরের মানুষকে দেখার
যে প্রচেষ্টা তোমার , মুগ্ধ হলাম । অনেক ভাল লাগল । ডিটেইলিং টা আমার পছন্দ হইছে ।
ভাল থেক তুমি , ভাইয়া :)

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:০৮

মহামহোপাধ্যায় বলেছেন: পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম ভাইয়া। মুগ্ধ হয়েছেন ভেবে ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনিও ভালো থাকবেন :)

৩১| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৩০

গিরিনদী বলেছেন: বাহ্‌ !! চমৎকার লেখেন আপনি।

তারপর আরেকদফা বটি আগুনে দিয়ে যা করলেন আমি পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম, ঠোঁটে একটা সিগারেট গুঁজে প্ল্যায়ার্সের মতো লম্বা হাতাওয়ালা যন্ত্রটা দিয়ে দিব্যি মুখের কাছে নিয়ে আসলেন গনগনে কয়লা। তারপর মনের সুখে ধোঁয়া ওড়াতে লাগলেন। মনে হচ্ছিল ওয়েস্টার্ন ম্যুভি দেখছি।

এমন অনেক কিছুই ঘটে আমাদের চারপাশে নানা সময়ে। দেখে ক্ষনিকের জন্য বোধ নড়ে উঠলেও বর্ণনায় হয়ত এতটা প্রাণ দেয়া সবার সম্ভব নয়। আপনি যেমন জীবন বুঝতে পারেন, তেমনি জীবন তুলেও ধরতে পারেন।

শুভকামনা!

০৫ ই জুন, ২০১৩ রাত ১২:০৯

মহামহোপাধ্যায় বলেছেন: শুভ কামনার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা একইসাথে আমার ব্লগে স্বাগতম। আপনার মন্তব্য খুব ভালো লাগলো। পোস্টটা স্বার্থক মনে হচ্ছে।


চেষ্টা করব ভালো লিখতে। আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ :)

৩২| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:১৬

বোকামন বলেছেন:





সম্মানিত মহামহোপাধ্যায়,
নতুন লেখা পড়তে আসছিলাম .........।
পেলাম না :-(

আশাকরি ভালো আছেন ।
শুভকামনা রইলো

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:০৮

মহামহোপাধ্যায় বলেছেন: সম্মানিত বোকামন,
আপনাকে দেখে আমি বরাবরের মতই উদ্বেলিত হয়েছি। আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ। আপাতত কিছুটা দৌড়ের মধ্যে আছি, তাই অন্যান্য পোস্ট পড়ার সময় করতে পারলেও নিজের পোস্ট লেখার সময় করতে পারছি না। তবে আপনাদের কথা মাথায় রেখে যত দ্রুত পারি পোস্ট করার চেষ্টা করব। শুভকামনা জানবেন।

৩৩| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:০৩

আরমিন বলেছেন: চমৎকার একটি সিরিজ! অনেক অনেক ভালো লাগা!

১৮তম প্লাস ! :)

১০ ই জুন, ২০১৩ রাত ১২:৫৩

মহামহোপাধ্যায় বলেছেন: আমার ব্লগে স্বাগতম আরমিন২৯ B-) প্লাসের জন্য ধন্যবাদ আর ভালো লাগার জন্য কৃতজ্ঞতা জানবেন :)

অনেক শুভকামনা রইল।

৩৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৫৩

তুষার আহাসান বলেছেন: পোস্ট প্রিয় তে।

১০ ই জুন, ২০১৩ রাত ১:০২

মহামহোপাধ্যায় বলেছেন: আমার ব্লগে স্বাগতম তুষার ভাইয়া। পোস্টটি প্রিয়তে নেবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।

অনেক অনেক শুভকামনা রইল :)

৩৫| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল অনেক।

১২ ই জুন, ২০১৩ রাত ৯:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আশা করি ভালো আছেন।

৩৬| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৩০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেগেছে লেখা ...
নাম টা কঠিন কিন্তু ছন্দময় সহজ লেখা মুগ্ধ আমি । :)

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৩৯

মহামহোপাধ্যায় বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে আপ্লুত হলাম আপু। আমার ব্লগে স্বাগতম। আসলে নিকের ব্যাপারটা হচ্ছে আমি নিজেও ঠিক জানিনা কেন এই নামে ব্লগ নিক খুললাম।

অনেক ভালো থাকবেন আপু। শুভকামনা রইল।

৩৭| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:

আমিতো নতুন পোস্ট পড়তে এসেছিলাম !

১২ ই জুন, ২০১৩ রাত ১১:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: আপনাকে হতাশ করলাম, এজন্য দূঃখিত। সপ্তাহ খানেকের মধ্যে নতুন পোস্ট দেয়ার সম্ভাবনা কম আপু। পোস্ট দেয়ার মত সময় করে উঠতে পারছিনা। তবে কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব পোস্ট দিব। অগ্রিম আমন্ত্রণ থাকল।

শুভ কামনা নিরন্তর।

৩৮| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:০৭

কয়েস সামী বলেছেন: চমৎকার! কই থাকেন!

১২ ই জুন, ২০১৩ রাত ১১:৩১

মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আমার ব্লগে স্বাগতম। পোস্টটা আপনার চমৎকার লেগেছে জেনে ভালো লাগছে। ভালো থাকবেন। অনেক শুভকামনা রইল।


কই থাকি ?? আপনাদের হৃদয়ের খুব কাছাকাছি :) :)

৩৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৫

খেয়া ঘাট বলেছেন: ভগবান বা শ্রষ্টা আপনাকে দেখার এক অসাধারণ চোখ, বিস্ময় হওয়ার এক অসাধারণ মন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।
আপনাকে এখন এর সর্বোত্তম ব্যবহার করতে হবে, না হয় বড় পাপ হবেরে ভাই, বড় পাপ হবে।++++++++++++++++++++++

১৭ ই জুন, ২০১৩ রাত ১:২৯

মহামহোপাধ্যায় বলেছেন: প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার মন্তব্য অনেক ভালো লাগলো। খুব আপ্লুত হলাম কিন্তু পাপকে যে বড় ভয় পাই, তার কি উপায় ??

৪০| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪০

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: আপনার বর্ণনার ধরণ চমৎকার। লেখা পড়ে পুরনো কিছু কথা মনে পড়ে গেল ।

আমার স্কুল যাওয়ার পথে একটা কামারশালা পড়তো। সেখানকার কামারটাও ছিল আপনার লেখার কামারটার মতই খুনখুনে এক বুড়ো...

১৭ ই জুন, ২০১৩ রাত ১:৩৮

মহামহোপাধ্যায় বলেছেন: আমার ব্লগে স্বাগতম ভাইয়া। পোস্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে নস্টালজিক করতে পেরেছি, ভাবতে ভালো লাগছে। আপনার নিকটা পড়ে আমিও নস্টালজিক হয়ে গেলাম, যখন স্কুলের বন্ধুদের কাছে প্রথম শিখলাম রমাকান্তকামার উল্টিয়ে লিখলেও রমাকান্তকামারই হয়, বাসায় এসে আপু ভাইয়াদের সামনে বিশাল একটা ভাব নিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম তারা এটা অনেক আগে থেকেই জানে :( :(


ভালো থাকবেন ভাইয়া। শুভ কামনা রইল।

৪১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:২৬

সপ্নাতুর আহসান বলেছেন: ছন্দময় উপস্থাপন, বেশ ভাল লাগল

১৭ ই জুন, ২০১৩ রাত ১:৪৩

মহামহোপাধ্যায় বলেছেন: আমার ব্লগে স্বাগতম ভাইয়া। পোস্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো। ভালো থাকবেন ভাইয়া। শুভ কামনা রইল।

৪২| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৪

লুবনা ইয়াসমিন বলেছেন: লেখা পড়ে ভাল লাগাটা জানিয়ে গেলাম। সময় করে লেখাগুলো পড়ব অবশ্যই। ততদিনের জন্য প্রিয়তে নিয়ে রাখছি।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩২

মহামহোপাধ্যায় বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপু। পোস্ট পড়ার জন্য ধন্যবাদ এবং প্রিয়তে নেবার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো। ভালো থাকবেন । শুভ কামনা রইল।

সময় করে লেখাগুলো পড়ব অবশ্যই। ততদিনের জন্য প্রিয়তে নিয়ে রাখছি।

তার মানে কি পড়া হয়ে গেলে প্রিয় তালিকা থেকে বাদ দিয়ে দেবেন ?? :|| :( :(( :(( B-)) B-) B-) ;) ;) :) :)

৪৩| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ ভাল লাগল

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮

মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ ভাইয়া।


আমার ব্লগে স্বাগতম :)

৪৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

আফসিন তৃষা বলেছেন: বাহ :)
উল্টোদিক থেকে পড়া শুরু করলাম। ভালো হচ্ছে সিরিজ টা :)
সুন্দর একটা বর্ণনা ছিলো

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০

মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ তৃষা। উল্টো সোজা ব্যাপার না, পড়ছেন এটাই ঢের। আশা করি ভালো আছেন। তো সিরিজ কি পড়া শেষ ?? যদিও মাত্র তিনটা পর্বই দিয়েছি।

এই সিরিজের দ্বিতীয় পোস্ট নিয়ে আমি তেমন সন্তুষ্ট না। তবে সব থেকে বেশি তৃপ্তি পেয়েছি প্রথম পোস্টটি দিয়ে।

ভালো থাকবেন :)

৪৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫

বৃতি বলেছেন: যাঁদের দেখার মত চোখ আছে তাঁরা অল্পতেও অনেক দেখতে পান । আপনি হয়ত তেমন একজন । খুব ভালো লাগলো ।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৫০

মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ বৃতি। আমার ব্লগে স্বাগতম।

যাঁদের দেখার মত চোখ আছে তাঁরা অল্পতেও অনেক দেখতে পান।

সহমত। তবে আমি তাদের মত নই। আমি নিতান্তই সাদামাটা, সাধারণ একটা মানুষ।

ভালো থাকবেন। শুভকামনা রইল।

৪৬| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন তো আপনার লেখনি।
বাকি পর্ব পড়তে হবে।

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩০

মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আশা করি পড়ে দেখবেন।

শুভ কামনা রইল :)

৪৭| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১

সোহেল রনি বলেছেন: বরাবরের মতই অসাধারণ।

নতুন কিছু লেখার অনুপ্রেরনা পাই আপনার লেখা পড়লে।

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই। আপনার মন্তব্য পড়ে মনে অনেক প্রশান্তি পেলাম। আপনাদের যদি একটুও ভালো লাগে সেটাই আমার বিশাল প্রাপ্তি।


ভালো থাকুন শুভ কামনা রইল।

৪৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

সুরঞ্জনা বলেছেন: অসাধারন লিখেছেন।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইল আপু।

ভাল থাকুন। শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.