নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্য কিছু নই, আমি সবাই.....

বরাবরের মতই প্রতারক এবং পলাতকগণ দূরে থাকুন

মহামহোপাধ্যায়

আমার কিছু সুন্দর সময়, আর খুব প্রিয় কিছু মানুষের কথা মনে করতে চাই বার বার...

মহামহোপাধ্যায় › বিস্তারিত পোস্টঃ

অনলাইন ম্যাগাজিন “অবসরের” জন্য লেখা আহ্বান

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১:১২

এ বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই একটি চমৎকার অনলাইন ম্যাগাজিনের সাথে পরিচয় হলো, “অবসর”। মাসিক ভিত্তিতে বের হওয়া এই দারুণ ম্যাগাজিনটি তার প্রথম সংখ্যা থেকেই বৈচিত্র্যময় সব বিষয়ের অনন্য সমাবেশ ঘটিয়েছে তার প্রতিটি সংখ্যায়। একই সাথে প্রতিটি লেখার গুণগত মানের ব্যাপারেও ছিলো আপোষহীন। সমকালীন রাজনীতি থেকে শুরু করে সমাজ জীবনে খটমটে অর্থনীতির প্রভাব, প্রকৃতি ও পরিবেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির মত কঠিন বিষয়গুলি উঠে এসেছে সহজ সরল সাবলীল ভাষায়। তার সাথে যুক্ত হয়েছে চিরন্তন সাহিত্য, বর্ণিল বিনোদন, ভ্রমণ, বিশিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার এবং খেলাধুলার মত বিষয়গুলো। বাদ পড়েনি ফ্যাশন, লাইফ স্ট্যাইল এবং বিশেষ দিবস সমুহও। উত্থানেই তার জাত চিনিয়ে যাচ্ছে অনলাইন ম্যাগাজিন “অবসর”



আসছে ১৯ জুলাই বাংলা সাহিত্যের প্রথিতযশা লেখক হুমায়ূন আহমেদ'র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই কিংবদন্তী মানুষ শুধুমাত্র একজন লেখক ছিলেন না, তিনি একটি প্রতিষ্ঠান ছিলেন। তাঁকে স্মরণ করতে 'অবসর' ম্যাগাজিন পাঠকদের কাছ থেকে তাঁর সাহিত্য নিয়ে, পাঠক-মনে হুমায়ূনের উপস্থিতি নিয়ে স্মৃতিচারণ, প্রবন্ধ অথবা পাঠকের নিজস্ব অনুভূতির গল্প নিয়ে জানতে চায়, জানাতে চায়।









তাঁর অনবদ্য সৃষ্টি – হিমু ,মিসির আলী অথবা নাট্যমঞ্চের বাকের ভাই এখনও সবাইকে নির্মল আনন্দ দেয়। সেলুলয়ডের ফিতায় ‘আগুনের পরশমণি’ অথবা ‘ঘেটু পুত্র কমলা’ একটুকরো দলিল, ঠিক তেমনই মুদ্রণে ‘জোছনা ও জননীর গল্প’ অবশ্য পাঠ্য । হুমায়ূন স্মরণে তাঁর দেয়া সেসব অনবদ্য সৃষ্টিদের নিয়ে অনাবিল আনন্দ, দুঃখ অথবা বিশ্লেষন উঠে আসবে নতুনদের লেখায়, তবেই তিনি আমাদের মাঝে নতুন করে বেঁচে উঠবেন, নতুন করে ভাবাবেন । তাই লিখুন বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে আর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।



লেখা পাঠানোর শেষ তারিখঃ ১৫ জুলাই ,২০১৪।



লেখা পাঠানোর মেইল অ্যাড্রেসঃ [email protected]





অনলাইন ম্যাগাজিন অবসরের ওয়েব অ্যাড্রেসঃ http://www.obosorbd.com















শুধু হুমায়ূন আহমেদকে নিয়েই নয়, আপনিও হতে পারেন অনলাইন ম্যাগাজিন অবসরের একজন নিয়মিত লেখক। ভাবছেন কি নিয়ে লিখবেন? আপনার লেখার বিষয় হতে পারে রাজনীতি, অর্থনীতি, সাহিত্য (গল্প, কবিতা), বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৃতি ও পরিবেশ, সমাজ জীবন, যাপিত জীবন, ভ্রমণ, বিনোদন, খেলাধুলা, বিশেষ দিবস সমূহ। যুক্তি সঙ্গত স্বাধীনচেতা লেখনীর উন্মুক্ত এই ক্যানভাস নতুন প্রতিভাবান লেখক ও গবেষকদের জন্য সর্বদাই উন্মুক্ত । ম্যাগাজিন সংশ্লিষ্ট বিষয় গুলোর লেখা পাঠকের মনে নতুন চিন্তার জন্ম দিবে । শুধু সমস্যা বলে যাওয়া নয় আমাদের দেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি কোন পথে সেইটাই লেখকদের লেখায় বেশি করে অনুসন্ধান করা হবে। ইট কাঠের অবরুদ্ধ নগরীর বিষণ্ন বাতাস থেকে পাঠককে মুক্ত করে বিরামহীন জীবনে একদণ্ড সোনালি সুখ এনে দেওয়াই ‘অবসরে’র উদ্দেশ্য। প্রকৃতি ও জীবনের মধ্যে যে জটিল মনস্তাত্বিক নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে, অবসরের পাতায় উঠে আসে তার অন্তর্নিহিত রহস্য। স্বাধীনতার চেতনাকে ধারণ করে অসাম্প্রদায়িক মূল্যবোধে বিশ্বাসী হয়ে নিরপেক্ষ এবং সময়োপযোগী লেখনীর মাধ্যমে অপ্রকাশিত সত্যকে উন্মোচন করে নতুন প্রজন্মকে ইতিহাসের মুল স্রোতধারায় ফিরিয়ে আনার সংকল্পের এই স্রোতে পাঠক ও লেখক আমন্ত্রিত ।





সমসাময়িক সময়কে অনুধাবন ও বিশ্লেষণের দর্শন নিয়ে এগিয়ে চলা অবসরের উদ্দেশ্যগুলো হচ্ছে -

১. বাংলার ইতিহাস ঐতিহ্য ধারণ করে তুলে আনা ।

২. স্বাধীনতার স্বপক্ষে - মুক্ত চিন্তার ধারক ও বাহক ।

৩. যুক্তি সঙ্গত স্বাধীনচেতা লেখনীর উন্মুক্ত ক্যানভাস । নতুন প্রতিভাবান লেখক ও গবেষকদের পীঠস্থান ।

৪. সামাজিক সমস্যার এবং সম্ভাবনার অনুসন্ধান ।





আপনিও হাঁটবেন এখানে , এটাই বিশ্বাস । কারন অবসর মানবিক মূল্যবোধের চর্চার উর্বর ভূমি ।





লেখা পাঠানোর মেইল অ্যাড্রেসঃ [email protected]



ছবিসূত্রঃ অন্তর্জাল।

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৪১

কাজী রায়হান বলেছেন: নতুন নতুন ব্লগ , বাংলা কমিউনিটি কে স্বাগত জানাই

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৯

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার আমন্ত্রণ রইল অনলাইন বাংলা ম্যাগাজিন "অবসর" এর পাতায় পাতায়।


শুভেচ্ছা জানবেন :)

২| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৮

কাজী রায়হান বলেছেন: ভাবছি লেখা দিব । ধণ্যবাদ

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: আপনাদের লেখা আমরা সানন্দে গ্রহণ করব। লেখা পাঠাবার জন্য উপরে পোস্টে দেয়া মেইল অ্যাড্রেস ব্যবহার করুন।



ভালো থাকুন :)

৩| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২১

অপর্ণা মম্ময় বলেছেন: কি বিষয়ে লেখা দেয়া যায় ভাবছি ।

পরামর্শ দে দেখি B-)

০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:০০

মহামহোপাধ্যায় বলেছেন: আপা, আমি তোমাকে পরামর্শ দিতে পারি কিন্তু মাইর দিতে পারবা না :)


তোমার লেখার বিষয় হতে পারে রাজনীতি, অর্থনীতি, সাহিত্য (গল্প, কবিতা), বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৃতি ও পরিবেশ, সমাজ জীবন, যাপিত জীবন, ভ্রমণ, বিনোদন, খেলাধুলা, বিশেষ দিবস সমূহ B-) B-)

৪| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

মামুন রশিদ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ । মহামহোপাধ্যায় যখন বলছে, ম্যাগাজিন নিঃসন্দেহে ভালো হবে ।

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৭

মহামহোপাধ্যায় বলেছেন: মাঝে মাঝে অবাক হয়ে ভাবি কোন পূণ্য করেছিলাম যে তার প্রতিফল হিসেবে এমন চমৎকার সব মানুষগুলোর এতো এতো ভালোবাসা পাচ্ছি।


আশা করি আপনাকে হতাশ হতে হবে না এবং আপনার কীবোর্ড চালনায় মুখরিত হবে "অবসরের" ভার্চুয়াল পাতা।

ভালো থাকুন। শুভেচ্ছা রইল সুপ্রিয় মামুন ভাই :)

৫| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

“মামুন রশিদ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ । মহামহোপাধ্যায় যখন বলছে, ম্যাগাজিন নিঃসন্দেহে ভালো হবে ।” আমিও তাই ভাবছি ;)

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫০

মহামহোপাধ্যায় বলেছেন: মাঝে মাঝে অবাক হয়ে ভাবি কোন পূণ্য করেছিলাম যে তার প্রতিফল হিসেবে এমন চমৎকার সব মানুষগুলোর এতো এতো ভালোবাসা পাচ্ছি।


আশা করি আপনি হতাশ হবেন না এবং আপনার কীবোর্ড চালনায় সমৃদ্ধ হবে "অবসরের" ভার্চুয়াল পাতা।

ভালো থাকুন। শুভকামনা রইল প্রিয় মইনুল ভাই।

৬| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: ট্র্যাক এর বাইরে লেখালেখি হয় নাই । রাজনীতি, খেলাধুলা, রম্য !!!!
আসলে তুই অনেকদিন মাইর খাস না, স্কুল লাইফ পার করে আসছিস অনেক আগে, পিঠে দুই একটা পড়তে হবে তোর বুঝতে পারছি।

এর মাঝে ছোট করে কিছু লিখতে পারলে পাঠাবো। লিখি আর না লিখি লিংক দিস ইনবক্সে।

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:১১

মহামহোপাধ্যায় বলেছেন: ট্র্যাক এর বাইরে লেখালেখি হয় নাই বইলাই তো অফট্র্যাকে লেখালেখি করে দেখবা :) :) তারপর সেগুলোর সদগতি করতে হবে। তুমি লেখা পাঠিয়ে দিও আপা, আমি লিঙ্ক দিয়ে রাখব ইনবক্সে।


বড়বোন হয়ে যদি মাইর দিতে চাও তাহলে তো বলার কিছু নাই পালানো ছাড়া :( :(

ভালো থেকো আপা।

৭| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনি কি শুধু পাঠক আর লেখক হিসেবেই অবসরের সাথে যুক্ত ? নাকি অন্য কোন ভাবেও ??



অনেক দিন পর ব্লগে আসলাম , আশা করি ভালই আছেন উল্লাস ভাই :)

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৭

মহামহোপাধ্যায় বলেছেন: আমি শুরুতে বেশ কিছুদিন অবসরের "কপি এডিটর" ছিলাম। পরে ব্যক্তিগত কারণে কন্টিনিউ করতে পারিনি। এখন শুধুই পাঠক এবং শুভাকাঙ্ক্ষী। অবসরের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রয়েছে ভাইয়া।

আশা করি তোমার লেখা পড়তে পারব অবসরের পাতায়, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে।

আমিও আসলে তেমন নিয়মিত আসতে পারি না ব্লগে, তবে চেষ্টা করি আরকি।

সব মিলিয়ে ভালোই আছি। আশা করি তুমিও অনেক ভালো আছ। ভালো তো থাকবেই তোমরা যে এখনও ক্যাম্পাসের সবুজ ঘাসের স্পর্শ পাও :)

৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সুসংবাদ।
অবশ্যই দিবু লেখা বানাইতে পারলে।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৫

মহামহোপাধ্যায় বলেছেন: আপনার লেখা পেলে খুব খুশি হব ভাইয়া। অপেক্ষায় রইলাম।

আশা করি নিরাশ হবো না।

ভালো থাকুন। অনেক শুভ কামনা রইল।

৯| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৩

নীরব 009 বলেছেন: সত্যি ম্যাগাজিনটা দারুণ। গত কয় মাস কোন লেখা পড়তে পারিনি কিন্তু লেখারগুলোর শিরোনাম দেখে মনে হয়েছে এখানে বৈচিত্র্যের অভাব হবে না যেমন ঠিক তেমনি লেখার মান এবং গুটিকয় মানুষের নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে ম্যাগাজিনের ধীরে ধীরে এগিয়ে যাওয়ার প্রত্যয় অব্যাহত থাকবে। সবচেয়ে বড় বিষয় এখানে নবীন এবং আগ্রহী লেখকদের জন্য যে সুযোগ রাখা হয়েছে তা সত্যি প্রশংসনীয়।


'অবসর' ম্যাগাজিন আপনার এই পোস্টের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। -খুদে বার্তাটি আপনাকে পৌঁছে দিলাম। :)

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৯

মহামহোপাধ্যায় বলেছেন: আপনি যদি এতো বিলম্বে এই পোস্টে আসেন তবে কিভাবে হবে?? আসলেই খুব চমৎকার একটা ম্যাগাজিন। আপানার কাছে আমি কৃতজ্ঞ এত দারুণ একটা ম্যাগাজিনের সাথে আমার পরিচয় করিয়ে দেবার জন্য।

লেখার মান এবং গুটিকয় মানুষের নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে ম্যাগাজিনের ধীরে ধীরে এগিয়ে যাওয়ার প্রত্যয় অব্যাহত থাকবে। সবচেয়ে বড় বিষয় এখানে নবীন এবং আগ্রহী লেখকদের জন্য যে সুযোগ রাখা হয়েছে তা সত্যি প্রশংসনীয়।

সহমত।


আপনার ক্ষুদে বার্তা পেয়ে আমি কিঞ্চিৎ লজ্জিত। আমি সর্বদাই অবসরের একজন শুভাকাঙ্ক্ষী।

ভালো থাকবেন। আটালি পোকার শুভেচ্ছা ;)

১০| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২২

নীরব 009 বলেছেন: কেরে? আমি আগে আইলে কিতা হইতো?


দুই দিন নেটে বসতে পারিনি। মোবাইল দিয়ে ব্লগে এলে হোম পেজ চলে আসে। বুঝলাম না কেন!!!


হয় নাই, 'আঠালি পুকা' ;)


তবে আগে ছিল 'আঠালি পুকা' কিন্তু এখন নাই। এখন তো বড় বড় আঠালি পুকা। আই মিন, লোকাল কমিউনিটি। ;) :(

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৬

মহামহোপাধ্যায় বলেছেন: আপনি আগে এলে কমেন্টের বন্যায়,
ভেসে যেত অন্যায়!!

আচ্ছা চুনারুঘাটে মোবাইল নেটওয়ার্ক আছে নাকি ? ;)

বেশি করে মানুষের সেবা করেন। জানেন তো জীবে দয়া করে যেজন, সেইজন সেবিছে ঈশ্বরে।

১১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৪

নীরব 009 বলেছেন: আপনার নেট ভাল থাকলে কিন্তু আজকে কমেন্টের বন্যা বয়ায় দিতাম সত্যি ;)


মনে একটু একটু শান্তি পাচ্ছি আজকে। B-)



দূরে গিয়া মরেন তো ভাই আপাতত...

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

মহামহোপাধ্যায় বলেছেন: ভাগ্যিস আজ নেট ঝামেলা করছে B-) B-) B-)



তথাস্তু :)

১২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমি কিন্তু ওখানে যাই :)

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: শুধু গেলে তো হবেনা দূর্জয় ভাই। নিয়মিত আপনার লেখাও চাই :) :)



অপেক্ষায় রইলাম কিন্তু।

১৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৮

এহসান সাবির বলেছেন: ম্যাগাজিন নিঃসন্দেহে ভালো হবে ।

শুভ কামনা।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪২

মহামহোপাধ্যায় বলেছেন: এহসান ভাইয়া শুধু শুভকামনা করলে তো হবে না!! অবশ্যই অবশ্যই "অবসরের" পাতায় আপনার লেখা দেখতে চাই।


অনেক অনেক ভালো থাকুন।

১৪| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুন উদ্যোগে সফলতা কামনা করছি ।

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৯

মহামহোপাধ্যায় বলেছেন: আপমাদের শুভকামনায় "অবসর" তার স্বকীয়তায় পথ চলবে অবিরাম, এই প্রত্যয় ব্যক্ত করছি। সাথে থাকবেন, পাশে থাকবেন এ কামনা করি।

ভালো থাকুন আনোয়ার ভাই, শুভেচ্ছা রইল।

১৫| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৫

এহসান সাবির বলেছেন: চেষ্টা করব ভাই। একটু ঝামেলাতে আছি ভাই। সাথে আছি।

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৬

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। সুসময়ের আগমন ঘটুক এই কামনা রইল।


ভালো থাকুন।

১৬| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:৩১

ইমিনা বলেছেন: আহারে, আমি ডেডলাইন মিস করলাম
:(( :(( :((
এখন কি হবে মহামহোপাধ্যায়?
B:-)

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৭

মহামহোপাধ্যায় বলেছেন: চিন্তার কোন কারন নেই প্রিয় ইমিনা। উপরের ডেডলাইনটা ছিলো শুধু শ্রদ্ধেয় সাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা দেবার জন্য। আপনি অন্য যেকোন বিষয়ে আপনার সুবিধাজনক সময়ে লেখা পাঠাতে পারেন অবসরের ইমেইল অ্যাড্রেসে (পোস্টে দেয়া) । আপনার লেখা সানন্দে গ্রহণ করা হবে, এব্যাপারে কোন সন্দেহ নেই।


ভালো থাকুন। ইদের অগ্রিম শুভেচ্ছা রইল। ইদ মুবারক :)

১৭| ২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

ইমিনা বলেছেন: আমার লেখা সানন্দে গ্রহন করার পর আবার সানন্দে ডিলিট করা হবে না তো ?
B:-) B:-) B:-) B:-)

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা সেই মহান দায়িত্বটা যে আমাকে পালন করতে হবে না এব্যাপারে আমি নিশ্চিত ;) ;) ;)


আপনার লেখার যথোপযুক্ত কদর "অবসর" করবে এব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।

অনেক শুভকামনা রইল প্রিয় ব্লগার। ভাল থাকুন :)

১৮| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫০

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৮

মহামহোপাধ্যায় বলেছেন: আপনাকেও ইদের অনেক অনেক শুভেচ্ছা রইল এহসান ভাই :)

ইদ মুবারক।

১৯| ০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৯:২৪

মোঃ ইসহাক খান বলেছেন: অনেক লিখিয়ের জন্যই এটি হবে চমৎকার একটি সুযোগ।

শুভেচ্ছা রেখে গেলাম।

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইসহাক ভাই। আশা করি আপনিও লেখা পাঠিয়ে সমৃদ্ধ করবেন "অবসর"কে।

ভালো থাকুন। শুভকামনা রইল।

২০| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন উদ্যোগ

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের লেখায় সমৃদ্ধ হবে "অবসর" এর পাতা।


শুভেচ্ছা জানবেন।

২১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অবসর'এর জন্য অনেক অনেক শুভকামনা। মানসম্পন্ন সাহিত্য নিয়ে জায়গা করে নিক ।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ২:১২

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনাদের শুভকামনাই হোক অবসরের পথ চলার পাথেয়।

শুভেচ্ছা রইল :)

২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

আমার আমিত্ব বলেছেন: এক সময় লেখা ছাপানোর জন্য খুব আগ্রহী ছিলাম।

এখন বাস্তবতার করণে কোন কিছুই লেখা হয়ে ওঠেনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

মহামহোপাধ্যায় বলেছেন: আশা করি আবার মাথায় পুরনো ভূত চাপবে!! হা হা হা B-)

সময় করে লিখুন। সৃজনশীলতার উৎকর্ষ সাধিত হোক আপনার লেখায়। শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.