নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্য কিছু নই, আমি সবাই.....

বরাবরের মতই প্রতারক এবং পলাতকগণ দূরে থাকুন

মহামহোপাধ্যায়

আমার কিছু সুন্দর সময়, আর খুব প্রিয় কিছু মানুষের কথা মনে করতে চাই বার বার...

মহামহোপাধ্যায় › বিস্তারিত পোস্টঃ

ব্যাগ লুকোনোর দিনগুলোয় শেখা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

পাঠশালায় দিনকাল মজায় কেটে যাচ্ছিল। রেজাল্টও ভালো করছিলাম। নিয়মিত মেধাতালিকায় স্থান পেতাম ইত্যাদি ইত্যাদি। গোল বাঁধল যখন জিলা স্কুলে ভর্তি হলাম। এত বড় স্কুল, এত ছাত্র আর এত বড় মাঠ দেখে আমার ভিমরী খাবার দশা। সাহস করে চলতে লাগলাম, দিনগুলোও কেটে যাচ্ছিল। ভালোভাবেই যাচ্ছিল। সমস্যা হলো অন্য জায়গায়, পড়াশোনার ব্যপারে আমার আগ্রহ বাড়লেও লেখার ব্যপারে আমাকে মনে হয় ভূতে পেয়ে বসল। আমি হাজার বার পড়তে রাজি আছি কিন্তু একবার লিখতে রাজি না!! এর প্রভাব পড়ল ধীরে ধীরে। আমার হাতের লেখার গতি কমে যেতে লাগল। পরীক্ষার হলে কখনই সবগুলো উত্তর লিখে দিয়ে আসতে পারতাম না সময়ের অভাবে। কোন জানা প্রশ্নের উত্তর পরীক্ষার খাতায় লিখতে না পারার কষ্ট ভূক্তভোগী মাত্রই জানেন। এর ছাপ রেজাল্টেও পড়া শুরু করল। বাংলাদেশ ক্রিকেট দলের মত সম্মানজনক ফলাফল নিয়ে আমাকে চলতে হচ্ছিল, মেধাতালিকায় স্থান পাওয়া তো দূরের কথা। এই অবস্থায় বাসায় মুখ দেখানো দায় !! তখন থেকেই শুরু করলাম স্কুল ব্যাগ লুকিয়ে রাখা, সবসময় না শুধু যে সময় রেজাল্ট দিতো সেই সময়টা। লুকোনোর জন্য চমৎকার একটা জায়গাও খুঁজে বের করেছিলাম। টেলিভিশনের টেবিলের নীচে একটা বড় ট্রাভেল ব্যাগ থাকত কাপড়ের কভার দিয়ে ঢাকা, আমি সেই কভারের নীচে স্কুল ব্যাগটা রেখে দিতাম। ন’মাসে ছ’মাসে সেই ট্রাভেল ব্যাগটা খোলা হত, তাই আমার স্কুল ব্যাগ থাকত সবার চোখের সামনে আবার সবার চোখের আড়ালে। আর লুকিয়ে রাখার পর চলত বিভীষিকা!! চোরের মন পুলিশ পুলিশ হলে যা হয় আর কি!! সর্বদা তটস্থ হয়ে থাকতাম!! এই বুঝি বাসার সবাই আমার ব্যাগ খুঁজতে শুরু করল বা আমার ব্যাগ লুকোনোর ব্যপারটা মনে হয় ধরা পড়ে গেলো। বাসায় কেউ যদি জিজ্ঞেস করতো রেজাল্টের কথা, তো সাত সতেরো কিছু একটা বলে রাখতাম। অন্য সবসময় সত্য কথা বলতাম তাই আমার এই ব্যপারটা নিয়ে কারো মনে সন্দেহ আসতো না তেমন। কিন্তু লুকিয়ে আর কতদিন?? ঐদিকে ক্লাস টিচার ঝামেলা করতো অভিভাবকের স্বাক্ষর সমেত রেজাল্ট কার্ড জমা দেবার জন্য!! মাঝে মাঝে পিটুনিও দিতো!! শেষ মেশ পিটুনি খেয়ে বিরস বদনে আরো একদফা মিথ্যা বলে বাসায় রেজাল্ট দেখাতেই হতো। বকুনি, গাল মন্দ খেয়ে বাবার স্বাক্ষর নিয়ে রেজাল্ট কার্ড আবার জমা দিতাম। এভাবেই কয়েক বছর চলল!! একসময় হঠাৎ মনে হলো, ধুর! এভাবে আর না!! রেজাল্ট তো সেই বাসায় দেখাতেই হচ্ছে, গাল মন্দও খেতে হচ্ছে, বাবাকে দিয়ে স্বাক্ষরও করিয়ে নিতে হচ্ছে!! তাহলে শুধু শুধু এত লুকোচুরি কেন?? এর চেয়ে যা হয় একবারেই বলে দেব। এই লুকোচুরি আর মিথ্যার প্রতি ঘেন্না ধরে গেছে। সত্যই সুন্দর!!





এই ব্যাগ লুকোনোর দিনগুলো থেকে আমি খুব চমৎকার দুটো ব্যপার শিখেছিলাম যেটা আমার পরবর্তী জীবনে এমনকি এখন পর্যন্ত কাজে দিচ্ছে।



এক. কোন সমস্যা/ঝামেলা থেকে রেহাই/মুক্তি পাবার উপায় হচ্ছে সেটার মুখোমুখি হওয়া।

দুই. সত্য আসলে সবসময়ই সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর, শ্রেয় এবং কাঙ্ক্ষিত।



***************************************



২০১২ সালের পর আর টিউশনি করাইনি। টিনেজারদের সাথে আমার যোগাযোগও কমে গেছে। কিন্তু ইদানিং কালে তাদের কিছু কীর্তিকলাপ কানে আসছে যা শুনে আমি একটু হতাশ। তাই আমার জীবন থেকে পাওয়া কিছু শিক্ষা শেয়ার করলাম। যদি কারো বোধোদয় হতে একটু সাহায্য করে.........



অস্বীকার করি না মিথ্যার মাঝে কিছু সৃজনশীল ব্যপার আছে। মাঝে মাঝে মিথ্যা বলতে একটা হুলুস্থুল রকমের মজা পাই। গত বছর থিসিস জমা দিয়ে যখন মাস্টার্সের টেস্টিমনিয়াল তুলছিলাম তখন আমাদের দীর্ঘ দিনের ক্লাস মনিটর আমাকে হঠাৎ জিজ্ঞেস করে বসলো, “..............., এখন কি করবি ??” আমার উত্তরঃ “রেজাল্ট হলে সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট তুলে, সব কিছু নিয়ে বাড়িতে চলে যাব। তারপর হাজার কয়েক টাকা নিয়ে বরিশাল, সুন্দরবন আর বান্দরবানের রুমা, বগা লেক আর তাজিওডং ঘুরতে যাব। এই জায়গাগুলো দেখা হয়নি”। শুনে বেচারার চেহারা হয়েছিলো দেখার মত ;)





আমি কি আসলেই মিথ্যে বলেছিলাম তাকে?? আমি তো আমার স্বপ্নের কথা বলেছিলাম। আজ যদি রূঢ় বাস্তবতা আমায় তাড়া না করত তবে সত্যিই চলে যেতাম..................

মন্তব্য ৮৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

অন্ধবিন্দু বলেছেন:
সত্য আসলে সবসময়ই সবচেয়ে সহজ সুন্দর শ্রেয় এবং কাঙ্ক্ষিত নয় রূঢ় বাস্তবও বটে, মহামহোপাধ্যায়। স্বপ্ন সত্যি হোক। তবে পরিশ্রম আর অধ্যবসায় স্বপ্ন যিনি দেখছেন তাকেই করতে হবে।।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

মহামহোপাধ্যায় বলেছেন: আহা ভাই!! পরেরটুকু তো ইঙ্গিতে বোঝাতে চেয়েছি ;) আপনি সরাসরি বলে দিলেন!!

সবার সৎ সপ্ন পূরণ হোক অধ্যবসায় আর পরিশ্রমে এই কামনা করি।


ভালো থাকুন। অনেক শুভকামনা রইল :)

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সত্যই সুন্দর , আসলেই।

স্বপ্ন সুন্দর হোক জীবন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

মহামহোপাধ্যায় বলেছেন: দূর্জয় ভাই!! আপনাকে পোস্টে দেখে অনেক খুশি হলাম।


স্বপ্ন সুন্দর হোক জীবন। চমৎকার বলেছেন।


ভাল থাকুন। শুভেচ্ছা রইল :)

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

কথক পলাশ বলেছেন: একাডেমিক পড়ার চেয়ে এই শিক্ষাগুলোই বেশি কাজে দেবে। লিখতে থাকো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

মহামহোপাধ্যায় বলেছেন: আপনাকে পোস্টে দেখে সত্যিই খুব ভালো লাগছে ভাইয়া। আশা করি অনেক ভালো আছেন।


"একাডেমিক পড়ার চেয়ে এই শিক্ষাগুলোই বেশি কাজে দেবে।" আমিও তাই মনে করি।
আরো লেখার ইচ্ছে আছে।

শুভকামনা রইল ভাইয়া :)

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

ইমিনা বলেছেন: আমি কি আসলেই মিথ্যে বলেছিলাম তাকে?? আমি তো আমার স্বপ্নের কথা বলেছিলাম। আজ যদি রূঢ় বাস্তবতা আমায় তাড়া না করত তবে সত্যিই চলে যেতাম..................
..................
কখনও কখনও এভাবেই আমরা মিথ্যা বলে যাই। এগুলো আসলে মিথ্যা কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে আপনার কথাটাই সত্য। বাস্তবতার রুঢ়তায় যদি আমাদের মনের সুন্দর কিছু স্বপ্ন আমাদের সংকীর্ণ পথচলায় এক টুকরো স্বস্তি দেয় আর তাতে যদি অন্য কারো ক্ষতি না হয় তবে তা ই থাকুক চলার সঙ্গি হয়ে। নিজের জন্য না হয় নিজেই একটা স্বপ্ন তরঙ্গ তৈরি করলাম, ক্ষতি কি তাতে?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

মহামহোপাধ্যায় বলেছেন: হুম। চমৎকার করে বলেছেন প্রিয় ব্লগার। আপনার দারুণ মন্তব্যের পরে আসলেই আর আমার বলার কিছু নেই।



"বাস্তবতার রুঢ়তায় যদি আমাদের মনের সুন্দর কিছু স্বপ্ন আমাদের সংকীর্ণ পথচলায় এক টুকরো স্বস্তি দেয় আর তাতে যদি অন্য কারো ক্ষতি না হয় তবে তা ই থাকুক চলার সঙ্গি হয়ে। নিজের জন্য না হয় নিজেই একটা স্বপ্ন তরঙ্গ তৈরি করলাম, ক্ষতি কি তাতে? "

খুব ভাবিয়ে দেয় শব্দগুলো .............।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: পরিস্থিতির মুখোমুখি হওয়া আর সত্য কথা বলা , এটা সবসময়ই সবার মনে রাখা দরকার। সত্যের বিকল্প নাই, আমি খুব বিশ্বাস করি এটা।
কেমন আছিস ?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১

মহামহোপাধ্যায় বলেছেন: খুব ভালো লাগলো আপা, তোমাকে আমার পোস্টে দেখে।

আমি কেমন আছি?? হা হা হা :) আমি তো সবসময় ভালো থাকি। এখন বাড়িতে তাই আরো বেশি রিল্যাক্স মুডে আছি।


আশা করি তুমিও অনেক ভালো আছো আপা। অনেক শুভকামনা রইল তোমার জন্যে :)

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

মামুন রশিদ বলেছেন: দুইটা উপলব্ধিই ভালো লেগেছে । সত্যিই তাই ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

মহামহোপাধ্যায় বলেছেন: প্রিয় মামুন ভাই আপনাকে ব্লগে দেখে ভীষণ খুশি হলাম।

আপনাদের ভালো লেগেছে জেনে তৃপ্তি পাচ্ছি।

ভাল থাকুন। শুভকামনা রইল।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: আপনার স্বপ্ন বাস্তবায়িত হোক ভ্রাতা :)



শুভ সন্ধ্যা :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা :)

ধন্যবাদ ভ্রাতা। আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো। আশা করি ভালো আছেন।


শুভ সন্ধ্যা :)

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

সুমন কর বলেছেন: সত্য হলো অাগুনের মতো। একে চেপে রাখা যায় ন। প্রকাশ হবেই। তাই তাড়াতাড়ি সত্যের মুখোমুখি হওয়াই শ্রেয়।

বাস্ববতা অামাদের স্বপ্নের সামনে দেয়াল হয়ে দাঁড়ায়।

অাপনার স্বপ্ন সত্য হোক-এই কামনা করি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার করে বলেছেন সুমন ভাই। খুব ভালো লাগলো। আরও বেশি ভালো লাগলো আপনাকে আমার পোস্টে দেখে।

"সত্য হলো আগুনের মতো। তাই তাড়াতাড়ি সত্যের মুখোমুখি হওয়াই শ্রেয়।"

অনেক ভালো থাকবেন। শুভকামনা রইল :)

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

শিক্ষাটা দারুণ হয়েছে....
টিনেজারদের থেকে আমি গুণেগুণে চৌদ্দহাত দূরে থাকি B-) ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৯

মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা :) টিনেজারদের সাথে আবার সময় ভালই কাটে। ছাত্র হিসেবে বেশকিছু টিনেজারের সাথে আমার চমৎকার স্মৃতি রয়েছে।


আপনাকে দেখে ভালো লাগলো ভাই। আজ আপনার পোস্ট "স্মৃতিচারণঃ আমি"টা পড়ে ভেবেছি খুব।

ভালো থাকুন। শুভ কামনা রইল :)

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

ডি মুন বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলের মত সম্মানজনক ফলাফল নিয়ে আমাকে চলতে হচ্ছিল, মেধাতালিকায় স্থান পাওয়া তো দূরের কথা। এই অবস্থায় বাসায় মুখ দেখানো দায় !!

------ হায় , বাংলাদেশ ক্রিকেট দল!!!!


আমার এক বন্ধু ইন্টারমিডিয়েটে পড়ার সময় কিভাবে যেন স্যারের ড্রয়ার থেকে একটা এক্সট্রা ব্ল্যাংক রেজাল্ট কার্ড হাতিয়ে নিয়েছিল। তারপর যা হয় আর কি! আসল রেজাল্ট কার্ড না দেখিয়ে নিজের হাতে তৈরি রেজাল্ট কার্ড দেখাত বাসাতে। :)

আপনার পোস্ট পড়ে সেই বন্ধুর কথা মনে পড়ে গেল। আর আপনি ঠিকই বলেছেন,

এক. কোন সমস্যা/ঝামেলা থেকে রেহাই/মুক্তি পাবার উপায় হচ্ছে সেটার মুখোমুখি হওয়া।

দুই. সত্য আসলে সবসময়ই সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর, শ্রেয় এবং কাঙ্ক্ষিত।


শুভেচ্ছা সবসময়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৯

মহামহোপাধ্যায় বলেছেন: কি করব বলেন!! এত এত আশা, এত আবেগ যেই দলটার জন্য!! তারা যখন ক্রমাগত সম্মানজনক পরাজয়ের দিকে এগিয়ে চলে!! আমাদের যে কতোটা কষ্ট হয় সেটা কি তারা বোঝে? :(

আপনার বন্ধু তো খুব কামেল ব্যক্তি। এরকম মাস্টারপিস সর্বত্রই থাকেন :)

আরে ভাই ঠিক তো বলবই জীবন থেকে পাওয়া শিক্ষা যে।

আপনার অনেক পোস্টে যাওয়া হয় নাই। ব্লগে ইদানিং বেশি সময় দিতে পারি না :( যাই হোক ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর :)

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এক. কোন সমস্যা/ঝামেলা থেকে রেহাই/মুক্তি পাবার উপায় হচ্ছে সেটার মুখোমুখি হওয়া।
দুই. সত্য আসলে সবসময়ই সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর, শ্রেয় এবং কাঙ্ক্ষিত।

দুইটা মেসেজই যথার্থ । খুব ভাল লাগল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। আমার ব্লগে স্বাগতম।

আপনার ভালো লেগেছে জেনে আমিও আনন্দিত।


ভালো থাকুন। অনেক শুভকামনা রইল :)

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

নাজিম সিরাজী বলেছেন: ব্লগে লিখতে পারছি না। কেউ কি জানাবেন কি সমস্যা। সমাধন বা কি।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

নাজিম সিরাজী বলেছেন: ব্লগে লিখতে পারছি না। কেউ কি জানাবেন কি সমস্যা। সমাধান বা কি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

মহামহোপাধ্যায় বলেছেন: কোন কারিগরি ত্রুটি হতে পারে। আশা করি আপনার সমস্যার সমাধান হয়েছে।

শুভ ব্লগিং :)

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: এই কথা জানবার লিগা নি ব্লগে আইছিলাম :(( :((

চুটুবিলার বিটলা গো ভালা পাই ;)

আসলে জগত চলে মিথ্যার উপর ।


তোমার মত কিছু মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো অনেক সুন্দর , আশা জাগে । যদিও সংখ্যায় কম ।

ভাল থেকো ভাই ।

শুভকামনা রইল ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

মহামহোপাধ্যায় বলেছেন: আরে জেমস বন্ডের ভক্ত যে!! কি অবস্থা ভাই ??

জগৎ চলে মিথ্যার উপর!! আচ্ছা যান মেনে নিলাম। মাহমুদ ভাই'র বাণী বলে কথা ;) ;)


এভাবে বললে তো লজ্জায় পড়ে যাই ভাই :#> :#> :!> :!> এই ভাবে বইলেন না :#> :!> :!>

আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন :)

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

আবু শাকিল বলেছেন: " সত্য আসলে সবসময়ই সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর, শ্রেয় এবং কাঙ্ক্ষিত।"

"
অস্বীকার করি না মিথ্যার মাঝে কিছু সৃজনশীল ব্যপার আছে। মাঝে মাঝে মিথ্যা বলতে একটা হুলুস্থুল রকমের মজা পাই। "

খুব সুন্দর :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪১

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আবু শাকিল। আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগল।

আমার ব্লগে স্বাগতম।


ভালো থাকুন। অনেক শুভকামনা রইল :)

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: "সত্য আসলে সবসময়ই সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর, শ্রেয় এবং কাঙ্ক্ষিত। "

কথাটা বেশ লাগলো । শত মিথ্যের বাঁধও তাই ছোট একটা সত্যের আঘাতে সহজেই গুড়িয়ে যায় ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

মহামহোপাধ্যায় বলেছেন: "শত মিথ্যের বাঁধও তাই ছোট একটা সত্যের আঘাতে সহজেই গুড়িয়ে যায়।"

চমৎকার করে বলেছেন। কথাগুলো আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।


আমার ব্লগে স্বাগতম।


ভালো থাকুন। অনেক শুভকামনা রইল :)

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১০

লীন প্রহেলিকা বলেছেন: **সত্য আসলে সবসময়ই সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর, শ্রেয় এবং কাঙ্ক্ষিত।**

দারুন বলেছেন কথাটি।সহমত।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক ধন্যবাদ লীন প্রহেলিকা। কথাগুলো আপনার কাছে দারুণ লেগেছে জেনে আনন্দিত হলাম।


আমার ব্লগে স্বাগতম।


ভালো থাকুন। অনেক শুভকামনা রইল :)

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এক. কোন সমস্যা/ঝামেলা থেকে রেহাই/মুক্তি পাবার উপায় হচ্ছে সেটার মুখোমুখি হওয়া।
দুই. সত্য আসলে সবসময়ই সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর, শ্রেয় এবং কাঙ্ক্ষিত।
চিরন্তন সত্য। তবে মাঝে মাঝে বিপদ থেকে উদ্ধার পেতে একটু আধটু মিথ্যা বলতে হয়, আমরা বন্ধুরা বলতাম হালাল মিথ্যা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

মহামহোপাধ্যায় বলেছেন: "তবে মাঝে মাঝে বিপদ থেকে উদ্ধার পেতে একটু আধটু মিথ্যা বলতে হয়, আমরা বন্ধুরা বলতাম হালাল মিথ্যা।"

হা হা হা দারুণ করে বলেছেন। ব্যপক বিনোদিত হলাম "বোকা মানুষ বলতে চায়"।


ভালো থাকুন। অনেক শুভকামনা রইল :)

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: স্মৃতিচারন পড়তে গিয়ে নিজেই নস্টালজিক হয়ে গেলাম। আসলে ছোটবেলায় সে জিনিসগুলো বুঝতামনা কিন্তু এখন মনে হলে আপনি আপনি হাসি। আপনার লেখাটা বেশ শিক্ষণীয়। সত্য চিরকালই সহজ ও প্রাঞ্জল এবং পরিস্থিতির মোকাবেলা করতে পারাটাই বুদ্ধিমানের কাজ।

জীবন চলুক জীবনের নিয়মে---শুভকামনা রেখে গেলাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০০

মহামহোপাধ্যায় বলেছেন: লেখাটা আপনার কাছে শিক্ষণীয় লেগেছে জেনে ভালো লাগলো নাসরিন চৌধুরী। আরও বেশি ভালো আপনাকে নস্টালজিক করতে পেরে। ছোটবেলার অর্থহীন কাজগুলো বুঝিবা আমাদের সবাইকেই সমান ভাবে আপ্লুত করে।

"জীবন চলুক জীবনের নিয়মেই"




আমার ব্লগে স্বাগতম।


ভালো থাকুন। অনেক শুভকামনা রইল :)

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

মহামহোপাধ্যায় বলেছেন: পোস্ট নির্বাচিত পাতায়। মাননীয় মডারেশন প্যানেলকে ধন্যবাদ :)

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৫

মহামহোপাধ্যায় বলেছেন: :)

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার...!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক ধন্যবাদ মুনতাসির নাসিফ। কথাগুলো আপনার কাছে চমৎকার লেগেছে জেনে আনন্দিত হলাম।





ভালো থাকুন। অনেক শুভকামনা রইল :)

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

কলমের কালি শেষ বলেছেন: পড়ে অনেক ভাল লাগলো । আসলেও তাই এই দুইটি শিক্ষা সবসময় দরকার । সমস্যা পেছন থেকে নয় সামনে থেকে মোকাবেলা করতে হয় । :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক ধন্যবাদ কলমের কালি শেষ। পড়ে আপনার কাছে অনেক ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।

"সমস্যা পেছন থেকে নয় সামনে থেকে মোকাবেলা করতে হয় "।


আমার ব্লগে স্বাগতম।


ভালো থাকুন। অনেক শুভকামনা রইল :)

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

জুন বলেছেন: অন্য সবসময় সত্য কথা বলতাম তাই আমার এই ব্যপারটা নিয়ে কারো মনে সন্দেহ আসতো না তেমন। ;) B-) :P
খুব ভালো লাগলো সহজ সরল স্বীকোরক্তি মহা
সত্যম শিবম সুন্দরম :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

মহামহোপাধ্যায় বলেছেন: :!> :!> :#> :#> :P :P :D :D এই ভাবে ধরা খেয়ে গেলাম জুনাপুর কাছে ??


অনেক ধন্যবাদ আপু। আমার পোস্টে আপনাকে দেখে অনেক ভালো লাগছে।


আশা করি ভালো আছেন। অনেক অনেক শুভ কামনা রইল :)

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: একটা মিথ্যা বলতে গিয়ে দশটা মিথ্যা বানাতে হয় তার চাইতে একবারেই ঝামেলা মিটে যায় সত্যটাতেই।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: যথার্থ বলেছেন। "তার চাইতে একবারেই ঝামেলা মিটে যায় সত্যটাতেই। "


অনেক অনেক ধন্যবাদ ময়ূরাক্ষী।


ভাল থাকুন। শুভ কামনা রইল :)

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০

বটবৃক্ষ~ বলেছেন: ভাইয়াআআআআ!!!!!
কেমন আছেন!!
নাইস পোস্ট!!!!!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

মহামহোপাধ্যায় বলেছেন: বলুননননননননননননননননননন শুনননননননননছি !!
B-) B-) B-) B-) B-) B-)

অন্নেক ভাল আছি আপু :) আশা করি আপনিও ভালো আছেন। অনেক দিন পর কথা হলো। আসলে ব্লগে আগের মত সময় দিতে পারি না :(


পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন। শুভকামনা রইল :)

২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫০

সমানুপাতিক বলেছেন: স্মৃতিচারণের সাথে সাথে উপলব্ধিটুকু ভালো লাগলো ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার করে বলেছেন।


পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।



ভালো থাকুন। শুভকামনা রইল :)

২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

একলা ফড়িং বলেছেন: প্রিয় শৈশবের স্মৃতিচারণ ভালো লাগল! উপলদ্ধিগুলো দারুন।

কোন সমস্যা/ঝামেলা থেকে রেহাই/মুক্তি পাবার উপায় হচ্ছে সেটার মুখোমুখি হওয়া! খুব সত্যি কথা কিন্তু আমি পালিয়ে বেড়াচ্ছি :( মুখোমুখি হতে ভয় পাচ্ছি :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার করে বলেছেন।


যদি এমন কোন ব্যপার হয় যেটার মুখোমুখি হতেই হবে, তবে সেটার সম্মুখীন যত দ্রুত হওয়া যায় ততই মঙ্গল। অন্তত আমার তাই মনে হয়। আপনার সমস্যাগুলোর সুন্দর সমাপ্তি ঘটুক। শুভকামনা রইল।


পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম।



ভালো থাকুন।

২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৭

সাইলেন্স বলেছেন: রূঢ় বাস্তবতা কত স্বপ্নের মৃত্য ঘটালো তার হিসেব নেই।

চমৎকার লিখেছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

মহামহোপাধ্যায় বলেছেন: ভাইয়া, অনেক দিন পর। আশা করি ভালো আছেন।

চমৎকার বলেছেন, "রূঢ় বাস্তবতা কত স্বপ্নের যে মৃত্যু ঘটালো তার হিসেব নেই।"


পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।



ভালো থাকুন। শুভকামনা নিরন্তর :)

২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

এহসান সাবির বলেছেন: স্বপ্ন সত্যি হোক ভাই।


কেমন আছেন?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

মহামহোপাধ্যায় বলেছেন: এহসান ভাইয়া !! অনেকদিন পর। আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন।


পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।



ভালো থাকুন। শুভকামনা নিরন্তর :)

৩০| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৫

আমি তুমি আমরা বলেছেন: আমিও নানান ঘটনার প্রেক্ষিতে একই শিক্ষা পেয়েছি।আগে হোক,পরে হোক, সত্যের মুখোমুখি হতেই হয়। তাই আগেভাগে হওয়াই ভাল।

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪০

মহামহোপাধ্যায় বলেছেন: সেটাই ভাই, আগে হোক,পরে হোক, সত্যের মুখোমুখি হতেই হয়। তাই আগেভাগে হওয়াই ভাল।

পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।



ভালো থাকুন। শুভকামনা নিরন্তর :)

৩১| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪১

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১

মহামহোপাধ্যায় বলেছেন: আপনার জন্যেও ইদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ইদ মুবারক :)

৩২| ২২ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুযোগ করে ঝোলা কাঁধে নিয়ে বের হয়ে পড়ুন। জীবন অতৃপ্তি পুষে রাখার পক্ষে বড়ই ছোট্ট।

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৭

মহামহোপাধ্যায় বলেছেন: হুম, ঠিক বলেছেন। মাঝে মাঝে মনে হয় সব কিছু ফেলে দিয়ে যেদিকে মন চায় চলে যাব।

জীবন অতৃপ্তি পুষে রাখার পক্ষে বড়ই ছোট্ট।

অনেক সত্য একটা কথা।


ভালো থাকুন প্রিয় ব্লগার। শুভকামনা নিরন্তর :)

৩৩| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

একলা ফড়িং বলেছেন: কেমন আছেন মহামহোপাধ্যায় সাহেব!? নতুন পোস্টের দেখা নেই কেন??

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: সা হে ব ........... নিজেকে মুরুব্বী মুরুব্বী মনে হচ্ছে =p~ =p~ =p~


আছি ভালো। ভালোই বলা যায়। আশা করি আপনিও ভালো আছেন।

নতুন পোস্ট না দেয়ার পেছনে কারন হল এমনিতেও আমার পোস্ট দেয়ার রেকর্ড খুব একটা সুবিধার না, আর ইদানিং ব্লগের প্রতি আগ্রহটা একেবারেই কমে গেছে :(
কেমন যেন একটা অনীহা কাজ করে। মাঝে মাঝে অপরিচিত মনে হয় সব কিছু :(

আবার হয়তো নতুন পোস্ট নিয়ে নতুন উদ্যমে ফিরে আসব আপনাদের মাঝে। ভাল থাকবেন। শুভকামনা নিরন্তর :)

৩৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

নীরব 009 বলেছেন: পড়ছিলাম না?

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৮

মহামহোপাধ্যায় বলেছেন: আফনে পড়ছিলেন কি না আমি কেম্মে কমু ?? কমেন্ট করেন নাই এইডা শিউর B-) B-) B-) B-)


রেডি থাকেন ডিসেম্বরে আইতে আছি। লাচু ভাইরে খবর দিয়ে রাইখেন। বার-বি-কিউ হপে =p~ =p~

৩৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: মিথ্যা বড্ড ভয়ংকর ...

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯

মহামহোপাধ্যায় বলেছেন: আহারে সব্বাই যদি বুঝত এই সত্যটা :)


আশা করি অনেক ভালো আছেন আপু। শুভেচ্ছা রইল :)

৩৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

লুবনা ইয়াসমিন বলেছেন: লেখা পড়লাম । ভাল লাগল । মিথ্যা তুমি নির্দোষ হও ...। তাহলে কোনো ক্ষতি নাই। অনেক অনেক শুভ কামনা রইল।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

মহামহোপাধ্যায় বলেছেন: মিথ্যা তুমি নির্দোষ হও ...। তাহলে কোনো ক্ষতি নাই।


অনেক সুন্দর করে বলেছেন।


আপনার জন্যেও অনেক শুভ কামনা রইল। ভালো থাকুন :)

৩৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

ইমিনা বলেছেন: নতুন পোস্ট কোথায়?
নতুন পোস্টের অপেক্ষায় আছি |-) |-) |-)

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

মহামহোপাধ্যায় বলেছেন: প্রিয় ব্লগাররা যদি এভাবে আমাকে বলতে থাকে তাহলে তো নতুন পোস্ট না দিয়ে আমার কোন উপায় থাকে না। আগামি সপ্তাহেই একটা নতুন পোস্ট দিয়ে দেব, কথা দিচ্ছি।

আমাকে মনে রাখার জন্য কৃতজ্ঞ রইলাম।


ভাল থাকুন। শুভেচ্ছা রইল :)

৩৮| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০১

এই সব দিন রাত্রি বলেছেন: বাস্তবতা শব্দটা না থাকলে অভিধানে;
জীবন সঁপিতাম সপ্নের অভিযানে।।

আমার খুব ইচ্ছে astronaut হবার, কিন্তু বাস্তবতা :-(

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

মহামহোপাধ্যায় বলেছেন: বাস্তবতা শব্দটা না থাকলে অভিধানে;
জীবন সঁপিতাম সপ্নের অভিযানে।।


হা হা হা দারুণ করে বলেছেন B-)

আপনি লেগে থাকুন, বলা কি যায় কখন কোন সুযোগ এসে ধরা দেবে ?? আপনার মনের ইচ্ছে পূরণ হোক, এই কামনা করি।


ভালো থাকুন। ডোবরে ভিয়েচার ;)

৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩

আমি সাজিদ বলেছেন: সুন্দর পোস্ট।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।


আমার ব্লগে স্বাগতম।


ভালো থাকুন। শুভকামনা রইল :)

৪০| ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৪

জেন রসি বলেছেন: বড়ই সংকটময় অবস্থা। ;)

কয়েকদিনের মধ্যে মনে হয় ব্যাগ ছাড়াই রাস্তায় অবস্থান করতে হবে :(

যাইহোক, মাঝে মাঝে মনে হুয় এই গ্যালাক্সি ছেড়ে অন্য কোন গ্যালাক্সিতে চলে যেতে :)

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৯

মহামহোপাধ্যায় বলেছেন: সংকটময় অবস্থা হবে না?? আপনি ব্যাচেলর হয়ে কেন পৃথিবীতে এলেন?? যদিও বা এলেন তবু এতোদিনেও কেন শুভ কাজ করলেন না?? এর খেসারত আপনাকে দিতেই হপে :P


আমার অবস্থাও খুব একটা সুবিধার না বাসা ছাড়ার কথা বলে দিয়েছি। একান্তই যদি রাস্তায় নেমেই পড়েন তবে আওয়াজ দিয়েন। দুর্দিনে আপনার সাহচার্য পেলে ধন্য হব =p~


"উপায় নাই গোলাম হোসেন" যে গ্যালাক্সিতেই যাও প্যারা খেতেই হপে B-) B-)

৪১| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৮

জেন রসি বলেছেন: "ব্যাগ লুকোনোর দিনগুলোয় শেখা" লেখাটা পড়ে শিখলাম বিপদের মুখোমুখি হতে হবে :P

সুতরাং পালানোর চিন্তা বাদ :)

শুভ কাজ কইরা খাল কাইটা কুমির আনার কি দরকার ;)

২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৭

মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা যাক আমার এই সামান্য লেখা আপনার মত বিদগ্ধজনের মনন স্পর্শ করতে পেরেছে তাতে সম্মানিত বোধ করছি ;) ;) ;)



কি যে বলেন জগতের তাবৎ জ্ঞানী-গুণী সবাই এই শুভকাজ করেছেন আর আপনি কিনা তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সুখী হতে চান :D :D

প্রকৃতি কিন্তু ব্যতিক্রম পছন্দ করে না !! খুব খেয়াল কইরা :P :P

৪২| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৩

মেহবুবা বলেছেন: সত্য আসলে সবসময়ই সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর, শ্রেয় এবং কাঙ্ক্ষিত এবং নিশ্চিন্ত রাখে।
(ভার্চুয়াল দিয়ে লেখা ---কঠিন।)

০৬ ই মে, ২০১৫ রাত ৯:০০

মহামহোপাধ্যায় বলেছেন: মেহবুবা আপু, বেশ কিছুদিন পর ব্লগে এসে আপনার কমেন্ট দেখে কি যে খুশি লাগছে!! বলে বোঝাতে পারবনা। আপনারা হচ্ছেন স্বর্ণযুগের সেই সব গুণী ব্লগার যাদের ব্লগিং দেখে অনুপ্রাণিত হতাম আর ভাবতাম ইস যদি সামুতে একটা নিক থাকত :)

এভাবেই মাঝে মাঝে জানান দিয়ে যাবেন উপস্থিতি। ভীষণ খুশি হব।


হুম যথার্থই বলেছেন। সত্য নিশ্চিন্তও রাখে।

ভালো থাকুন আপু। অনেক অনেক শুভকামনা রইল :)

৪৩| ১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

উর্বি বলেছেন: সত্য সবসময়ই সুন্দর

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:০৭

মহামহোপাধ্যায় বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ রইল।

"সত্য সবসময়ই সুন্দর"

ভালো থাকুন। শুভেচ্ছা রইল :)

দেরীতে উত্তর দেবার জন্য লজ্জিত :`> :``>>

৪৪| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

উর্বি বলেছেন: its ok :|

০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৫১

মহামহোপাধ্যায় বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.