নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

খেলারামের চার খেলা - ১৪ ( রম্য )

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

বাসায় ফিরে রিকশা ভাড়া দিতে গিয়ে দেখি ভাংতি নেই, সামনের দোকানে ভাংতির জন্য গেলে দোকানদার আমার হাতের কলিব্রেড দেখে বিস্ময় প্রকাশ করে,‘কলিব্রেডতো আমার কাছেই আছে, আপনে কই থিকা আনলেন ?’

আমি কিছু বলি না, সে ভাংতি দিয়ে বলে, আপনের ভাইয়ে বেন্দ্যা (লাঠি) লইয়া আপনারে খুঁজতাছে, সাবধানে যাইয়েন।’

ভ্রূ কুঁচকে জানতে চাই,‘কেন ? বেন্দ্যা নিয়ে কেন ?’

‘ক্যান ?’ দোকানদার মুখ ভেংচায়,‘বেলা বাজে দেড়টা, এতক্ষণে আনছেন নাস্তার রুটি ! আমি হইলে বেন্দ্যা থুইয়া মুগুর লইতাম।’

মুগ..! ভ্রূর সাথে এবার আমার কপালও কুঁচকে যায়, আচ্ছা সে ভাইয়াকে মুগুরের কথা বলে নাই তো ? জিজ্ঞেস করাতে সে বলে,‘ না, মুগুরের কতা কই নাই, তয় দুরমুশের কথা কইছি, দুরমুশ।’

ব-ব-ব-বদমাশ বেডা কয় কী ?

বাসায় যাওয়া ঠিক হবে না। পাশের বাসার পিচ্চিকে দিয়ে ব্রেড বাসায় পাঠিয়ে দিয়ে মাঠে এসে গাছের নীচে উদাস মনে চিত হয়ে শুয়ে থকি। পেট চিন্ চিন্ করে উঠে, আজ সারাদিন কিছু খাওয়া হয়নি। শরতের মেঘের মত বিক্ষিপ্ত ভাবনা মন ছুঁয়ে যায়, কিন্তু ঠাঁই নেয় না। খালি পেটে কোন ভাবনা জমাট বাঁধে না। এমনি সময় ক্ষত-বিক্ষিপ্ত কাকে খাওয়া একটা কাঁচা পুঁটি মাছ আমার মুখে পড়ে। লাফিয়ে উঠে থুতু ফেলে কাকের চোদ্দগুষ্ঠিকে গাল দিতে দিতে মাছটা ছুঁড়ে ফেলি, সাথে সাথে কাকটা নেমে এসে ওটা নিয়ে উড়ে যায়। তক্ষুণি আমার মনে উঁকি দেয় দর্শনের নতুন এক তত্ত্ব-কাকতত্ত্ব। এ তত্ত্বের মোদ্দা কথা অনেকটা এরকম-কাকের ঠোঁটের খাবার সবর্দা মানুষের পাতের খবর প্রকাশ করে । ( অসমাপ্ত )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.