নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

ফুটবল গন্ডলোগ ২ ( রম্য )

১২ ই জুন, ২০১৪ দুপুর ২:০৭

জিল মঞ্জিলের বাথরুমের কল নষ্ট হয়ে গেছে। মিস্ত্রি আসে কল ঠিক করতে। আসার সময় সে দেখে জিল মঞ্জিলের ছাদে ব্রাজিলের পতাকা পত পত করছে। মিস্ত্রি নষ্ট কলটা খুলতে খুলতে ভাবলেশহীন কণ্ঠে টোপ ফেলে, ‘স্যার, বাজারে ব্রাজিলের কল আইছে, লাইফ লং।’

ব্রাজিলের কল ? খান সাহেব টোপে ঠোকর দেন।

‘জি স্যার, দাম লোকালের চেয়ে একটু বেশি, তবে লাইফ নং।’

ব্রাজিলের কল ! নাইমার যে কলের জলে গোছল করবে ? তিনি টোপটা গিলেন, যত টাকা লাগে লাগুক। ব্রাজিলের কলের জল ছাড়া তিনি আর গোছল করবেন না।

‘স্যার দাম কিন্তু বেশি,’ মিস্ত্রি সুতা ছাড়ে।

‘ওই বেটা তোরে লাগাতে বলছি, লাগাবি। দাম নিয়া চিনত্মা করতে হবে না,’ খান সাহেব ধমকে উঠেন।

এবার মিস্ত্রি সুতা টানে,‘একটা কল আড়াই হাজার টাকা।’

‘কত ? আড়াই হাজার ?’ খান সাহেব ধন্ধে পড়েন, গলায় কী যেন আটকালো ?

‘স্যার লোকাল আছে, আড়াইশ টাকা, ওইটা লাগাই,’ মিস্ত্রি আবার সুতা ছাড়ে।

‘দামটা একটু বেশি হয়ে যায়।’

‘স্যার, ব্রাজিল থিকা জাহাজে আইতেইতো দেড়মাস লাগে, আর প্লেনে লাগে দেড় দিন। দামতো বেশিই হইবই,’ মিস্ত্রি আরও সুতা ছাড়ে।

‘ঠিক বলেছিস, লাগা। লাগা ব্রাজিলের কল, আড়াই হাজার টাকার কলই লাগা।’

এবার মিস্ত্রি খান সাহেবকে ডাঙ্গায় তোলে, অর্থাৎ কল লাগিয়ে আড়াই হাজার টাকা নিয়ে বেরিয়ে আসে। কিন্তু সে জানে না ততক্ষণে বাইরে আরেকটা বড় মাছ তার জন্য অপেক্ষা করছে।

জিল মঞ্জিল থেকে বেরোবার সাথে সাথে রহমান সাহেব তাকে পাকড়াও করেন। তিনি ঠোকরঠাকোর ধার ধারেন না, সরাসরি টোপ গিলে মিস্ত্রিকে প্রশ্ন করে,‘অর্জেটিনার কল আছে ?’

‘আছে মানে, অবশ্যই আছে, দাম একটু বেশি পড়বে।’

‘তোরে দাম জিগাইছি ?’ বলে তিনি মিস্ত্রির মাথায় এক চাটি মেরে বাথরুমে নিয়ে বলেন,‘কল লাগা।’

মিস্ত্রি মাথা ডলতে ডলতে বাথরুমের কল দেখে বলে,‘সব কলতো ভাল, লাগামু কই ?’

সাথে সাথে খান সাহেব লাথি দিয়ে একটা কল ভেঙে ফেলেন,‘এইবার লাগা।’

রহমান সাহেবের কান্ডকারখানা দেখে মিস্ত্রি বড় মাছের সাথে ছোট মাছ ফ্রির ফন্দি আঁটে, সে কেশে গলা পরিষ্কার করে,‘স্যার দেখি আর্জেন্টিনার পাগলা সাপোর্টার ।’

মিস্ত্রি কথায় রহমান সাহেব মিটিমিটি হেসে বলেন,‘তুই কোন দলের ?’

‘আবার জিগায়, পৃত্থিবীতে দলইতো একটা - আর্জেন্টিনা, কাপতো মেসির পকেটে বইলা। ফিফাতো পারলে এখনই মেসির হাতে কাপটা দিয়া দেয়, খালি মাইনষে গাইল পাড়ব বইলা দেয় না।’

‘হু, ঠিক বলেছিস, তো কলের দাম কত যেন বললি ?’

‘স্যার তিন হাজার।’

‘যা তোকে পঁঞ্চাশ টাকা বেশি দিব, চা খাবি।’

‘স্যার, আপনের ইচ্ছা।’

কিন্তু মিস্ত্রি চলে যাবার পর খান সাহেবের শ্যালক বাসায় আসে। এসে কল দেখে বলে,‘গত সাপ্তাহে এ কল তাদের বাসায় লাগিয়েছে, চায়না কল, দাম একশ ষাট টাকা।’

তারপরই জিল মঞ্জিল ও টিনা ভিলার বেগম সাহেবেরা বাড়ি মাথায় তোলেন। মাথা থেকে সে বাড়ি আর নিচে নামাতে না পেরে খান সাহেব ও রহমান সাহেব যার যার বাসার ছাদে বিরস বদনে মধ্য রাত অবধি বসে থাকেন। সে রাতে ওনাদের আর খেলা দেখা হয় না, ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা দেখেই সন্তুষ্ট থাকতে হয় ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ দুপুর ২:৩১

উদাস কিশোর বলেছেন: :D

১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫০

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।

২| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৯

পাজল্‌ড ডক বলেছেন: মিস্ত্রি মনে হয় জার্মানির সাপোর্টার ;)
কুইজে অংশগ্রহণ করতে পারেন :View this link

১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫২

রাজু সিদ্দিক বলেছেন: না সে অন্য কিছু, কী তা পরে জানা যাবে । ধন্যবাদ, ভাল থাকবেন ।

৩| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫২

পাজল্‌ড ডক বলেছেন: দুঃখিত লিংকটি View this link

৪| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫৯

বোকা সিয়াম বলেছেন: বাংলাদেশের সমর্থক সবই রহমান সাহেব। এদের বিচার বুদ্ধি বিশ্বকাপের সাথে সাথে লোপ পেয়ে ব্রাজিল চলেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.