নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

বাবা তুমি কই

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৩

কাক ডাকা ভোরে ঘুম থেকে ওঠা,

চলে যাবে কাজে, হবে না যে দেখা।

সারাদিন আনমনে এঘর ওঘর করা,

সাদা শার্ট বুকে ধরে ঘামের গন্ধ নেয়া।

বিকেলে উদাস চোখে মাঠের কোণে বসা,

টুসি, পারুল সবার বাবা, শুধু আমার বাবা ছাড়া।

সন্ধ্যায় বড় কঠিন ব্যাকারণ পড়া,

চোখ যায় বার বার, দরজাটা খোলা।

রাতে ঘুম, তবু চোখ জোর করে খোলা।

পাশ ফিরি। মা ডাকে,‘উঠ খোকা স্কুল খোলা।’

সারাদিনে এই আমার বাবাকে কাছে পাওয়া।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৩

সািহদা বলেছেন: বাহ দারুণ লিখেছেন তো ....... :-B :-B B-)

২| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৩

সািহদা বলেছেন: সরি সরি সরি ........ আমার লিখাটা মুছে দিয়েন । ভুলে আপনার লিখায়
মন্তব্য চলে গেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.