নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপন ( মেধাবিকাস )

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮

দৃশ্য - ১
( হেডস্যার খুশী মনে রুম বসে আজকের ডাকে আসা চিঠি পড়ছেন। তাঁর প্রিয় ছাত্র আবু এবার গোল্ডেন জিপি নিয়ে এইচএসসি পাশ করেছে। স্যার একটা খাম ছিঁড়ে কিছু কাগজপত্র বের করে মেলে ধরেন। )
দৃশ্য - ২
( আবু একটা নির্মাণাধীন ইমারতে রাজমিস্ত্রির কাজ করছে। )
দৃশ্য - ৩
( হেডস্যার বাই সাইকেল নিয়ে আবুকে খোঁজতে বেরিয়েছেন। দুজন ছাত্র দেখে স্যার রাস্তার পাশে সাইকেল থামান। ছাত্র দুজন হাত তোলে ছালাম দেয়।)
ছাত্র ঃ সালামুলাইকুম স্যার।
স্যার ঃ অলাইকুম আসসালাম, আবুকে দেখেছো ?
ছেলে ঃ জ্বী না স্যার।
দৃশ্য - ৪
( আবু চালের আড়তে ধানের বস্তা ট্রাক থেকে আনলোড করে মহাজনের কাছে হাত পাতে। মহাজন আবুর পারিশ্রমিক দেয়। আবু হাসি মুখে পারিশ্রমিকের টাকা গুণতে গুণতে আনমনা হয়ে যায়। সে কল্পনা করে মেডিকেল কলেজে পড়ছে।)
দৃশ্য - ৫
( আবু ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট। সে এপ্রোন পরে সহপাঠিদের সাথে মেডিকেল কলেজে ঢোকে। ক্লাস করে। হঠাৎ তার বন্ধু ডাক দেয়। )
দৃশ্য - ৬
(চালের আড়তে আবু হাসিমুখে টাকা হাতে আনমনা হয়ে ভাবছে। হঠাৎ বন্ধুর ডাকে চমকে ওঠে।)
বন্ধু ঃ আবু তোর মার শরীর ভাল না, হাসপাতালে নিছে। ( আবু দ্রুত বেরিয়ে যায়। )
দৃশ্য - ৭
( হেডস্যার সাইকেল চালিয়ে একটা চা স্টলের সামনে এসে থামেন। চা স্টলে উপস্থিত সবাই ওঠে স্যারকে ছালাম দেয়। )
স্যার ঃ আবুকে দেখেছো ? ( চা স্টলের মালিক হাত উচিয়ে দূরে হাসপাতাল দেখায়। )
দৃশ্য - ৮
( আবু তার মাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসছে। মা এখন সুস্থ্য। হেডস্যার সাইকেল নিয়ে এসে আবুর সামনে দাঁড়ান। )
স্যার ঃ কিরে আবু, মেডেকেল কলেজে ভর্তি হাবি না ? (আবু হাসি মুখে মাকে একবার দেখে।)
আবু ঃ স্যার, আগামী বার।
মা ঃ এবার না কেন ? সব টাকা আমার চিকিৎসায় খরচ করলি ! এ কী করলিরে বাপ ?
স্যার ঃ ঠিক করছে, মার চিকিৎসায় ছেলেইতো খরচ করবে। তবে চিন্তা করবেন না, মেধাবিকাশ
বৃত্তি জন্য আবুকে মনোনিত করেছে। ( স্যার খামটা বের করে আবুকে দেয়। ) এখন থেকে আবুর
লেখাপড়ার সব খরচ মেধাবিকাশ দিবে। ( আবু আনন্দে স্যারকে সালাম করে মাকে জড়িয়ে ধরে। )
মা ঃ যা বাপ, তোর স্বপ্নের পথে যা।

---*---

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.