নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপন ( নারীর উন্নয়ন )

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০

দৃশ্য - ১
( ময়না ও কজন ছেলের সাথে মধ্য বয়ষ্ক মোবারক মিয়া নৌকায় নদী পার হচ্ছেন। মোবারক মিয়া সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন। বিশেষ করে মেয়েদের প্রতি তার চরম উদাসিন্য। )
মোবারকঃ বুঝলা মাঝি, বেশ কটা অচল পয়সা পাইছিলাম। ( পকেট থেকে একটা পুরনো আমলের কয়েন বের করে সবাইকে দেখান ) মেয়ে আবদার করে জমাইব, দিছি কেজি দরে বেঁইচা। ( মোবারক মিয়া তার কয়েনটা নৌকার পাটাতনে রাখে। ময়না তার মোবাইলে কয়েনের ছবি তোলে ইন্টারনেটে সার্চ করে। ) মেয়ে মানুসের কথা, এই পয়সার মতই অচল পাত্তা দিতে নাই।
ময়না ঃ এটা সম্রাট আকবরের আমলের তামার আধা পয়সা। ১৫৮৫ সালে লাহোর টাকশালে বানানো। এর প্রতিটার বর্তমান বাজার মূল্য অনেক টাকা।
মোবারক ঃ এ্যঁ !
মাঝি ঃ আমার মেয়ে, নিয়মিত তথ্য কেন্দ্রে যায়। আউট সোর্সিংয়ে টাকাও কামায়। বুঝলেন, দুনিয়া এখন হাতের মুঠোয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.