নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

নিয়ে গেল সব, যা তাদের চাওয়া। / দিয়ে গেল ওয়ালম্যাট, কামধেনু আঁকা।

১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৪৫

যুদ্ধাপরাধীর বিচার চাই। তাদের সর্বোচ্চ শাস্তি হোক তাই চাই। এ বিচার আওয়ামিলীগ সরকার ছাড়া কেও করবে না বা পারবে না, তাও জানি।তাই ওয়ামিলীগের ক্ষমতায় থাকা দরকার, কিন্তু তারপর ....?
গত ক’বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তিগুলোর টুকটাক যতটুকু পত্রিকায় প্রকাশ হয়েছে তাতেই বোঝা গেছে চুক্তিগুলো সব ভারতের পক্ষে গেছে। কদিন আগে মোদী আসলেন, একগাদা চুক্তি হলো - দুএকটা ছাড়া বাকি সবতো ভারতের দরকার। তাদের এত এত দরকার আমাদের সরকার কেন মেটালো ? কেও কি বিষয়টা আমাকে বুঝিয়ে বলবেন ? পকেটের সবইতো ভারতকে নিয়ে দিলাম, এখন দরদাম করব কী দিয়ে ?

দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির নবায়ন, ( এখনও ভারত বাংলাদেশের বাণিজ্যর অনুপাত ১১ : ১ ? )
কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, ( কার প্রয়োজন বেশী ? )
ঢাকা-শিলং-গৌহাটি ও কোলকাতা-ঢাকা-আগরতলা বাস চলাচল চুক্তি। ( কোন দেশের যাত্রী ভ্রমন করবে?)
ভারত-বাংলাদেশের কোস্টগার্ড বিষয়ে সমঝোতা,
বাংলাদেশকে ভারতের দেয়া ২শ’ কোটি ডলারের লোন চুক্তি বৃদ্ধি, ( প্রকল্পের যন্ত্রপাতি, কাঁচামাল ও বিশেষজ্ঞ সব ভারত থেকে আনতে হবে ? )
চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সমঝোতা, ( ???)
বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে ব্লু-ইকোনোমি ও সমুদ্র বিষয়ক সহযোগিতা চুক্তি, ( এ চুক্তিতে তো মায়নমারও থাকার কথা, তারা নেই কেন ? )
বিজিবি-বিএসএফ সহযোগিতা স্মারক, ( এখন পর্যন্ত সীমান্তহত্যা বন্ধ হয় নি ?)
ভারতীয় অর্থনৈতিক জোন, ( ???)
জামিয়া মিলিয়া ইসলামিয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা, ( এটা কতটুকু দরকার ? )
বঙ্গোপসাগরে ভারতের কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা, ( এ গবেষণা যৌথভাবে ভারতের সাথে কেন ? এ ধরণের গবেষণায় অই সকল দেশেকে সাথে নেয় উচিত, যাদের বঙ্গপোসাগরে কোন স্বার্থ নেই। )
সার্কের আইইসিসি’র অধীনে সমঝোতা, ( সদইচ্ছা থাকলে এর জন্য সার্ক সমঝোতাই যথেষ্ট ছিল।)
আখাউড়ায় ইন্টারনেটের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউডথ ইজারাদান বিষয়ে বিএসএনএল ও বিএসসিসিএল এর মধ্যে সমঝোতা। (আমাদের চাহিদা কি মিটে গেছে?)
উভয় দেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন ট্রানজিট ও বাণিজ্য (পিআইডব্লিউটিটি) প্রটোকল (ট্রানজিট কাদের দরকার ? )
বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা) ও ভারতের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর (এলআইসি) মধ্যে জীবন বীমা বিষয়ে সহযোগিতা করার জন্য একটি সম্মতি পত্র স্বাক্ষর করেছে। ( এতদিন এ সহযোগিতা আমরা কোন দেশ থেকে পেয়েছি ? আজ কেন তাদের বাদ দিয়ে ভারতের সহযোগিতা নিচ্ছি ? )
২০১৫-১৭ সালের জন্য সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, (???)
বাংলাদেশ-ভারত শিক্ষা সহযোগিতা বিষয়ে সম্মতিপত্র। ( এর জন্যও সার্ক সমঝোতা যথেষ্ট ছিল । )
রিলায়েন্স পাওয়ার ও আদানির সাথে পাওয়ার প্লান্ট চুক্তি। ( ??? )

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: জামায়াতের যে নেতাগুলোকে যুদ্ধাপরাধী সাজিয়ে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে, তারা মুক্ত থাকলে মোদী বাবাজী আর হাসু আপা দুইজনেই টের পেত কত তিস্তায় কত ইলিশ! অবশ্য এ সরকার এতদিন টিকতোও না। বাংলাদেশকে যদি যদি সত্যিকারভাবে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে কেউ বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারে - তো এরাই পারত!

অদূর ভবিষ্যতে এই কথা যখন সত্যি হয়ে দেখা দেবে, তখন আর কিছুই করার থাকবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.