নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার সেকেন্ড হোম আর সুইস ব্যাংক

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৫

থাইলেন্ডের জঙ্গলে যথন বাংলাদেশী যুবকদের লাস পাওয়া যায়, তখন ফেবুতে একটা কবিতা লিখেছিলাম, কবিতার বিষয়বস্তু ছিল, উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ যে ইর্ষনীয় রেটিং দেখায় তা আমাদের বিভ্রন্ত করে ? তা না হলে, কেন এদেশের যুবকরা জীবিকার তাগিদে পালিয়ে অন্য দেশে গিয়ে লাস হয়ে যায় ?
তখন আমার কয়েকজন বন্ধু ক্ষোভ প্রকাশ করে। সরাসরি জিজ্ঞেস করেছে,“দেশের যে উন্নয়ন হচ্ছে, তা কি আমি অম্বীকার করছি ?’ দু’একজন আবার এক কাঠি বাড়া, তারা আমার ফেবুর ওয়ালে অশ্লিল পোস্টিং দিয়ে দিল !
কাল ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে ২৭ জন পদদলিত হয়ে মারা গেছেন ? - বন্ধুরা এবার কী বলবেন ?
না, আমি অস্বীকার করছে না, হ্যাঁ দেশের উন্নয়ন হচ্ছে। কিন্তু সেই উন্নয়নের সুফল দেশের প্রান্তিক জনগুষ্ঠির কাছে পৌঁছায় না। সব মালয়েশিয়ার সেকেন্ড হোম আর সুইস ব্যাংকের একাউন্ট খেয়ে ফেলছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.