নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

তিতা তরমুজ মিঠা করলা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

- আবু মতি, মতি, অই মইত্তা ।
- যে বস ।
- সাইজ্জাগুইজ্জা কই যাস ?
- রাস্তায় বস ।
- ক্যান ?
- আমরাতো পুলিসের সামনে কিছু করতারি না, কিন্তু এই দেশের পোলামাইয়ারা বলে আজকে রাস্তায় পুলিশের সামনে কিসমিস করব, দেইখা আই।
- হোন, দুনিয়ায় জন্তু-জানোয়াররাই চুরি আর প্রেম সবাইরে দেখাইয়া করে। একমাত্র মানুষই লুকাইয়া চাপাই করে। এইবার ক’ তুই কি চুরি সবাইরে দেখাইয়া করবি ?
- মাথা খারাপ, বাইড়াইয়া তক্তা বানাই লাইব না !
- তাইলে আর কিসমিস দেখতে যাওনের কাম নাই, বাইড়া বাইড়ি শুরু হইলে আমার কিছু কইতে পারবি না।
এবার একটা কৌতূক :-
বাংলাদেশী এক ভাষাবিজ্ঞানী জঙ্গলীদের ভাষা নিয়ে গবেষণা করতে আমাজানের গভীর জঙ্গলে গেছেন। উনি সেখানের জঙ্গলী সর্দারকে বাংলা ভাষা শেখান আর সর্দারের কাছ থেকে তাদের ভাষা শেখেন। তো একদিন ভাষা বিজ্ঞানী সর্দারকে নিয়ে জঙ্গলে হাঁটছে আর যা দেখছে তারই বাংলা নাম বলছে।
- প্রথমে একটা গাছ দেখে বিজ্ঞানী বলে,‘এটা ডাব গাছ, ডাব।’
- সর্দার বলে,‘ডাব।’
- তারপর বিজ্ঞানী একটা প্রাণী দেখে বলে,‘এটা ইঁদুর, ইঁদুর।’
- ইঁদুর।
- এবার বিজ্ঞানী বলে,‘এটা পাথর।’
- পাথর।
হঠাৎ এক ঝোপোর পাশে গিয়ে তারা দেখতে পায় এক জঙ্গলী তরুণ এক তরুণীর সাথে প্রেম করছে। বিজ্ঞানী ও সর্দার থমকে দাঁড়ায়। বিজ্ঞানী কি বলবে বুঝতে পারে না, এক সময় বলে ওঠে,‘ছেলেটা সাইকেল চালাচ্ছে।’
বিজ্ঞানীর কথা শেষ হবার আগেই সর্দার কোমর থেকে ভোজালিটা বের করে এক কোপে জঙ্গলী তরুণের দেহ থেকে মাথা আলাদা্ করে ফেলে।বিজ্ঞানী এর জন্য প্রস্তুত ছিলেন না, তিনি রেগে যান, কেন ছেলেটাকে অযথা সর্দার মারল তার জন্য হৈচৈ শুরু করেন।
তখন সর্দার গম্ভীর কণ্ঠে বলে, ‘হে আমার সাইকেল চাইলাতেছিল।’
• কোন সর্দার যদি আজ কোমরে ভোজালি নিয়ে ঢাকার রাস্তায় হাঁটতে বের হয় আমার কিন্তু দোষ নাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

বিজন রয় বলেছেন: হা হা হা হা
++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ বিজন, ভাল থাকবেন।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: হে হে।
বস, প্রেম আর চুমুকে যে চুমুর সাথে তুলনা করে, তাকে কিছুই বলার নেই।
ক্যারি অন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

রাজু সিদ্দিক বলেছেন: আরণ্যক ভাল বলেছেন, তবে প্রেম করা যদি সাইকেল চালনা হয় তাহলে চুম হলো সাইকেলের বেল টিপা। সর্দারের সাইকেলের বেল কেও টিপবে, আর সর্দার চুপচাপ বসে থাকবে আমার কিন্তু তা মনে হয় না। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.