নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

না না র‌্যাবকে ক্যান ?

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১



ডাচবাংলা ব্যাংক কল-সেন্টারের নাম্বার ( ১৬২১৬ ) থেকে উপরের ম্যাসেজটা আমার মোবাইলে আসে। ম্যাসেজটা ওপেন করার আগেই 01721111486 নাম্বার থেকে এক মহিলা ফোন করে বলে,‘ভাই ভুলে আপনার মোবাইলে পাঁচ হাজার টাকা চলে গেছে, পাঠায়ে দেন ভাই, ভাই প্লিজ ভাই।’
আমি বলি,‘ঠিক আছে চেক করে দেখি, আসলে পাঠিয়ে দিব।’ ম্যাসেজ ইনবক্স চেক করে দেখি উপরের ম্যাসেজটা এসেছে।
দুমিনিট পর মহিলা আবারে ফোন করে,‘ভাই পাইছেন পাইছেন ?
‘হ্যাঁ ম্যাসেজ পেয়েছি।’
‘ভাই, অনেক বিপদে আছি, তাড়াতাড়ি পাঠায়ে দেন না।প্লিজ ভাই।’
আমি বলি,‘টাকাটা আগে আমি তুলব, হাতে নিব, তারপর আপনার কাছে পাঠাব, এই তোলা ও পাঠানোর যত খরচ, সব আপনার টাকা থেকে যাবে।’
সাথে সাথে মহিলা বলে,‘ভাই তোলার দরকার নাই, এমনেই পাঠায় দেন। এমনেই দেন।’
আমি লাইন কেটে ডিবিবিএল মোবাইল একাউন্ট আছে, এমন একজনের সাথে কথা বলি,‘আমার এই নাম্বারেতো ডিবিবিএল মোবাইল একাউন্ট করি নি, তাহলে আমার নাম্বারে টাকা আসবে কিভাবে ?’
সে বলল,‘পুরাটা ভুঁয়া, প্রতারক, ডিবিবিএলের কল-সেন্টারের কেও হয়তো এদের সাথে জড়িত।’
এর কিছুক্ষণ পর 01981641225 থেকে এক ব্যাক্তি ফোন করে বলে,‘ভাই এক মহিলার পাঁচ হাজার টাকা আপনার নাম্বারে গেছে, টাকাটা পাঠায়ে দেন।’
‘ও, আপনিও তার সাথে ?’
‘জ্বী,’ লোকটা বলে।
‘আপনি কোথা থেকে ফোন করেছেন ?’
‘গাজিপুর।’
‘আপনার নাম কী ?’
‘সোহেল।’ ( সম্ভবত ছদ্মনাম। )
‘অই মহিলার?’
‘আসমা।’ ( এটাও সম্ভবত ছদ্মনাম )
‘আচ্ছা ভাই, এবার বলুনতো আমার ডিবিবিএল মোবাইল একাউন্টই নাই, আমার নাম্বারে টাকা আসবে কিভাবে ?’
লোকটা তখন বলে,‘আপনি না বললেন ম্যাসেজ আসছে ?’
‘হ্যাঁ, ম্যাসেজ আসছে, আচ্ছা আমি আপনার নাম্বারটা র‌্যাবকে দিয়ে দিাচ্ছি, র‌্যাব টাকাটা আপনার হাতে হাতে পৌঁছে দিব।’
‘না না র‌্যাবকে ক্যান দিবেন ? টাকাটা এমনেই পাঠায়ে দেন।’
‘শালারপুৎ পাছার কাপড় খুলে র‌্যাব যখন বাইড়াবে, তখন বুঝবি, র‌্যাব কেন দিবে !’
সাথে লাইন কাটা, মোবাইল অফ।

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১

আহলান বলেছেন: আপনে এতো বেরসিক ক্যান রে ভাই ....!!! ;)

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯

রাজু সিদ্দিক বলেছেন: জী ভাই কাজটা বেরসিকের মতই করে ফেলেছি, কি আর করা। ধন্যবাদ মন্তব্যের জন্য, ভাল থাকবেন।

২| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো কাজ করেছেন।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন।

৩| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭

নেয়ামুল নাহিদ বলেছেন: ;) সবার সতর্ক হওয়া দরকার।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০০

রাজু সিদ্দিক বলেছেন: হ্যাঁ, তাই লিখা, ধন্যবাদ, ভাল থাকবেন।

৪| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০১

সুমন কর বলেছেন: ভালো করেছেন।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন।

৫| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৫

দূরে থাকা মেঘ বলেছেন: ভালো কাজ করেছেন,এইরকম ফ্রডগুলারে এভাবেই ভড়কাইয়া দেওয়া দরকার।এই ঘটনা ঘটসে আমার এক রিলেটিভের সাথে,বোকা ছেলে ৮০০০ টাকা পাঠিয়ে দিসিলো,তবে ঐটা ছিলো বিকাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে। পরে বুঝতে পারছিলো। কিন্তু ততক্ষনে ফোন নাম্বার অফ।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন।

৬| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
ঢিঁচকিঁয়াও! B-))

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন।

৭| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১১

Safin বলেছেন: ভেরী ইন্টারেস্টিং! এইসব কাজে মেয়েদেরকেই ব্যবহার করা হয়।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩

রাজু সিদ্দিক বলেছেন: হ্যাঁ, মেয়েদেরকে টোপ হিসেবে ব্যবহার করা হয়, আর বোকা পুরুষটা ধরা খায়। ( সরি মেয়েদেরকে টোপের সাথে তুলনা করার জন্য। ) ধন্যবাদ , ভাল থাকবেন।

৮| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৫

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: দেশটায় চুর চুট্টায় ভইরা গেছে।
শেষে থ্র্রেডটা ভালই দিছেন।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪০

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন।

৯| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। এমন ধরণের প্রতারণার জালে আমাকেও ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আমি নিজের বুদ্ধিতে রক্ষা পাই।
ধন্যবাদ রাজু সিদ্দিক।

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন।

১০| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১১

সাইফুর রহমান পায়েল বলেছেন: আপনার পোস্ট দেখে কমেন্ট না করে পারলাম না।
এয়ারটেলের কল সেন্টারে চাকরি করার কারনে বিষয়টি আমি জানি।
আপনার জানা থাকলে ভাল, না জানা থাকলে জেনে নিন।
আপনারা কি কখনও এসএমএস পেয়েছেন যার আসলে কোনও নাম্বার নেই।
যেমন ধরুন BONUS বা Pran Sause Er BOSS অথবা এমন। নিশ্চয়ই পেয়েছেন?

এগুলো কে বলা হয় বাল্ক এসএমএস সাধারনত বড় বড় কোম্পানি গুলো এই এসএমএস কিনে থাকে তাদের পন্যের প্রোমোশন এর জন্য। সাধারন ভাবে একটি নাম্বার থেকে এসএমএস যাবে। কিন্তু কেউ যদি মাস্কিং সুবিধা নিয়ে থাকে সেক্ষেত্রে নাম্বার যাবে না, প্রেরক এর নামের স্থানে যা লিখা হবে তাই যাবে।
ধরুন আমি যদি ১০০০০ এসএমএস কিনে মাস্কিং সুবিধা নিয়ে নেই এরপরে আপনাকে একটা এসএমএস দিলাম, যে আপনি ১০০০০০০ টাকা জিতেছেন। মাস্কিং এর ঘরে লিখে দিলাম AIRTEL
তাহলে আপনি এসএমএস টি পাবেন ওই AIRTEL থেকে।
এটা দেয়া হয়েছে কোম্পানির প্রোমোশন করার জন্য। কিন্তু কিছু অসাধু ব্যাক্তি এটার অপব্যবহার করছে।
সাবধান থাকুন। AIRTEL বা GrameenPhone বা Banglalink থেকে হাজার হাজার টাকা পেয়েছেন এসএমএস পেলেই কাউকে টাকা পাঠাবেন না। আগে কল সেন্টারে ফোন দিয়ে জেনে নিন আসলে কি এমন কিছু হয়েছে কিনা।
বিগত কয়েক মাস ধরে এই সমস্যা গুলো নিয়ে অনেকেই ফোন দিচ্ছে। তারা AIRTEL থেকে এসএমএস দেখেই হাজার হাজার টাকা পাঠিয়ে তারপরে কল সেন্টারে ফোন করছে।
আপনার বিষয়টাও আমার তেমন মনে হচ্ছে।
সাবধান থাকুন। বিকাশ বা ডিবিবিএল এর ক্ষেত্রে ১৬২১৬ বা ১৬২৪৭ থেকে এসএমএস আসলেই টাকা না পাঠিয়ে আগে নিশ্চিত হয়ে নিন টাকা এসেছে কিনা। সেই টাকা তুলে হাতে নিন, তারপরে না হয় পাঠাবেন।
যেমনটি লেখক করেছেন।
এ বিষয়ে আরও কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আমার জানা থাকলে জানাব। তাছারা এ বিষয়ে একটি লেখাও লিখব। সময়ের অভাবে লেখা হচ্ছে না।
ভাল থাকুন, প্রতারনার হাত থেকে বেচে থাকুন।

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৯

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ , অনেক তথ্য জানলাম, ভাল থাকবেন।

১১| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৯

বিজন রয় বলেছেন: ব্যাংকে আর টাকা রাখা যাবে না।

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২

রাজু সিদ্দিক বলেছেন: ব্যাংকে টাকা রাখবেন না কেন, অবশ্যই রাখবেন, তবে সাবধানে থাকবেন, ধন্যবাদ, ভাল থাকুন।

১২| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

রোষানল বলেছেন: :D B-)) :P

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫১

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন।

১৩| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!!!
এইভাবে কেউ ভয় দেখায়!!!

কত মজা করা যাইতো!! সব র্যাবের নামে ভেনিশ হইয়া গেল :-P

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫২

রাজু সিদ্দিক বলেছেন: চমৎকার মন্তব্য, ধন্যবাদ, ভাল থাকুন।

১৪| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৯

প্রামানিক বলেছেন: হা হা প্রতারণার অভাব নাই।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫২

রাজু সিদ্দিক বলেছেন: হ্যাঁ অভাব নেই, ধন্যবাদ, ভাল থাকুন।

১৫| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:১৫

গেম চেঞ্জার বলেছেন: :-/

বেরসিকতাও রস দিয়ালচে। B-))

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

রাজু সিদ্দিক বলেছেন: হা, হা, হা, ধন্যবাদ, ভাল থাকুন।

১৬| ৩১ শে মার্চ, ২০১৬ ভোর ৫:২৩

ইকবাল হোসাইন সুমন বলেছেন: কিছু কইলাম না। শুধু মজা লইলাম.।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৪

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, এটাইবা কম কী ? ভাল থাকুন।

১৭| ৩১ শে মার্চ, ২০১৬ ভোর ৫:২৩

প্রবাসী ভাবুক বলেছেন: কামডা করছেন কি? এতটা বেরসিক আপনি!!!

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৫

রাজু সিদ্দিক বলেছেন: সরি, আগে বুঝতে পারিনি, কাজটা এতো বেরসিক হয়ে যাবে, বুঝলে করতাম না, বিদ্যা কসম ! ভাল থাকুন।

১৮| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫১

হাসান মাহবুব বলেছেন: হাহা! জোস।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন।

১৯| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডিজিটাল প্রতারণা!! ভাবতে ভালই লাগে এগিয়ে যাচ্ছে দেশ!!!!
চুরি চামারীতেও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে !! (বিজ্ঞাপনের টোনে) ;)

ভারই ভয় খাওয়াইছেন!!!

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন।

২০| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

রাজু বলেছেন: অনেক বিনুদন পেলুম....হা হা হা।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন।

২১| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৪

সুরমাপুত্র বলেছেন: ব্লগের বিশেষত্ব এরকম পোস্টেই। ধন্যবাদ ব্লগার।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন।

২২| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮

রাতুলবিডি৪ বলেছেন: গ্রেইট

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন।

২৩| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪

উল্টা দূরবীন বলেছেন: পুরা ঢিশুমাইক কইরা দিলেন।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.