নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

সো, সবাইকে - Happy New Year

৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৯

একজন শিশুর জন্মনিবন্ধন হয় ইংরেজি বর্ষপঞ্জির তারিখে ।এ ভাবেই শুরু - তারপর প্রতি বছর তার জন্মদিন পালিত হয় ইংরেজি বর্ষ পঞ্জি দেখে।জীবনে প্রথম স্কুলে যায় ইংরেজি বর্ষ পঞ্জির শুরুতে। নতুন বই পায় ইংরেজি বর্ষের প্রথম দিন। এভাবেই - প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়। প্রতিটি শিক্ষাবর্ষ শুরু ও শেষ হয় ইংরেজি বর্ষ পঞ্জি অনুসারেই।
তারপর কর্ম জীবনে প্রবেশ, সেখানেও বেতন পান ইংরেজি বর্ষ পঞ্জির মাস শেষে।
দেশটা স্বাধীন হয়েছে ১৯৭১ সালে । ( ১৩৮৯ বাংলা সনে বা ১৩৯৪ হিজরী সনে বলি না ) স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা সহীদ দিবস প্রতিটা পালিত হয় ইংরেজি বর্ষ পঞ্জির তারিখ অনুসারে।প্রাণের বই মেলা হয় ইংরেজি বর্ষের ফেব্রুয়ারি মাসে। সরকার নির্বাচিত হয় ইংরেজি বর্ষ পঞ্জি ধরে। সংসদও বসে ইংরেজি বর্ষ পঞ্জির তারিখ ধরে। সরকারের দ্বিবার্ষিক বা পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো গ্রহণ করে ইংরেজি বর্ষ পঞ্জি ধরে।
এত কিছুর পরেও ইংরেজি বর্ষবরণ আমাদের সংস্কৃতি নয় !
ইংরেজি বর্ষ আর কত ভাবে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে জড়ালে ইংরেজি বর্ষবরণ আমাদের সংস্কৃতি হবে ?
পাদটিকা :
আজ সন্ধ্যা ৬টার পর কোথায়ও কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি বা জনসাধারণের প্রবেশ নিষেধ। সন্ধ্যা ৬টার পর গুলশান, বারিধারার বাসিন্দা ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ। রাত ৮টার পর হাতিরঝিলে গাড়ি বা গন সমাবেশ নিষেধ।
তাহলে বর্ষ বরণ ?
বর্ষবরণ করুন যার যার বাসার ড্রইং রুমে বা ছাদে যেভাবে ইচ্ছা, যত ইচ্ছা । ডিএমপি আপনাদের সর্বোত্তম নিরাপত্তা নিবে ??

সো, সবাইকে - Happy New Year

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪২

মোস্তফা সোহেল বলেছেন: কেমন আছেন ? এখন মনে হয় ব্লগে কম আসেন। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.