নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

গরম গীত

২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:০২

: ওরে আমার তলা পোড়া গরম, / তোর পিরিতির এ কেমন তরো ধরন ? / তোর যাতনায় ছাতির ঘাম চুমায় মোর চরণ । / মন চায় নাঙ্গা সাঝে করি বিচরণ ! / ওরে আমার ...
: আবুল, আবুল, ওই আবুইল্লা ।
: জ্বে উস্তাদ
: কী করছ ?
: গরম গীত গাই উস্তাদ ।
: গরম গীত ?
: জ্বে উস্তাদ, তলা পোড়া গরমে এই গীত গাওন ভালা, শইল্লে আরাম হয় ।
: তলা পোড়া গরম আবার কোনডা ?
: যেই গরমে হুড খোলা রিক্সায় বইলে আপনের তলা পুইড়া যাইব, হেইডারে কয় তলা পোড়া গরম। সকালে একটা হুড খোলা রিক্সায় উঠছিলাম, এরপর থিকা আর কোনহানে বইতারি না ! বইলেই জ্বলে !
: হইছে, বুঝছি । আচ্ছা তোরে যে কইলাম এসি লাগামু, টাকা ভাও কর, কী করছস ?
: আপনেতো কইয়াই খালাস, এদিকে টাকা ভাও করতে গিয়া আমি কানে তব্দা লাগাইয়া লাইছি।
: তব্দা ! কেমনে ?
: রাইতে কারেন্ট গেছে গা, এই সুযোগে একজনরে মাল ঠেকাইয়া কইলাম,‘ যা আছে দে ।’ অমনি হে আমার কানাপট্টিতে একটা দিয়া কয়,‘গরমে সব খুইল্লা যে বার হইছি দেহছ না ? তোরে আমার .... দিমু ?’
: কস কী ! এসির কাম নাই, এর চেয়ে ভালা গরম গীতই গা।
: জ্বে উস্তাদ, -
ওরে আমার তলা পোড়া গরম,
তোর পিরিতির এ কেমন তরো ধরন ?
তোর যাতনায় ছাতির ঘাম চুমায় মোর চরণ ।
মন চায় নাঙ্গা সাঝে করি বিচরণ !
ওরে আমার তলা পোড়া গরম ।
গরম, গরম, গরম, তলা পোঁড়া গরম ।
তোর পিরিতির এ কেমন তরো ধরন ?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:১৭

মোস্তফা সোহেল বলেছেন: হা হা হা। খুব মজার ধন্যবাদ রাজু ভাই।

২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:৪০

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, বিরক্তিকর গরমে এতটুকু আনন্দ পেয়েছেন এটা জেনেই ভাল লাগল । ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.