নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির চার স্বামী, একজন ভাশুর

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৫


অবহাওয়া ভিলা
: পুর্বাভাস কত দিয়েছিলেন ?
: ম-ম-মনে হয় ১০ সেন্টিমিটার, কেন স্যার ?
: কিন্তু হয়েছেতো ২৫ সেন্টিমিটারের উপর ।
: সরি স্যার ।
: এক আধটু বাড়িয়ে বলবেন না ?
: সরি স্যার ।
: মাপটা ১০ সেন্টিমিটার না বলে ১০ ইঞ্চি বললেও না হয় ম্যানেজ করা যেত, কি যে করেনে !
: স্যার এই জন্য বলি, ব্রিটিশ আমলই ভাল ছিল।
: মানে ?
: না, মানে স্যার, তখন সবতো সস্তা ছিল, অল্পতে বেশি বেশি পাওয়া যেত, তখন নিশ্চয় সেন্টিমিটারগুলোও ফুটের সমান ছিল !
: ফালতু কথা বলবেন না।
: সরি স্যার । কিন্তু এখন কি হবে স্যার ?
: কি হবে জানি না। তবে আশার কথা পানি এখন আর আমাদের আওতায় নাই, ভূমিতে নেমে এসেছে। বাড়ি-ঘর রাস্তাঘাটে জমে আছে । এখন সব পানি সিটি কর্পোরেশনের আওতায় ।

কর্পোরেশন প্যালেস
: স্যার একটা নিয়ম কানুন থাকা দরকার। পুর্বাভাস দেয় এক বালতি, আর ডালে ১০ বালতি ! এটা কোন কথা ? বলেন স্যার, আপনিই বলেন, এটা কোন কথা ?
: তাইতো দেখছি, কোথায়ও কোন নিয়মকানুন নেই।
: আর স্যার, সব সনয় ২৪ ঘন্টা আগে পুর্বাভাস দেয় - এই নিয়মটাও বাতিল করা দরকার । পূর্বাভাস কমছে কম ছয় মাস আগে দিতে হবে ! যাতে পানি নিষ্কাশনের যথাযথ ব্যব্স্থা করা যায় ।
: তা করা যাবে, কিন্তু এখন যত তাড়াতাড়ি সম্ভব পানি ওয়াসার পাইপে ঢুকিয়ে দেয়া দরকার। না হলে সবাই চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া, বলে জান বের করে ফেলবে।
: কিন্তু স্যার এই চিকুনগুনিয়াতো এ দেশের রোগ না, এটা আফ্রিকা থেকে কে আনলো, তা বের করা উচিত । এটা স্যার সাবোটাজও হতে পারে ? আমাদের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্দেশ্যে হয়তো এনেছে !
: তাইতো, এটাতো ভাবিনি। দাঁড়ান, আমি এখনই বিষয়টা হাই-কমান্ডোর নজরে আনছি ।
: কিন্তু স্যার, জলাবদ্ধতা ?
: রাখেন জলাবদ্ধতা, আগে চিকুনগুনিয়ার আমদানিকারককে খুঁজে বের করতে হবে, তকে বিচারের মুখমুখি দাঁড় করতে হবে, তারপর অন্য কথা।

ওয়াসা মঞ্জিল
: স্যার পানিতো ঠাইস্সা, ঠাইস্সা ঢুকাইতাছে ।
: মাইন্ড ইউর ল্যেঙ্গুয়েজ, হোয়াট ইজ ঠাইস্সা ঠাইস্সা ?
: সরি স্যার ঠেসে ঠেসে ঢুকাচ্ছে ।
: কে, কোথায় ঢুকাচ্ছে ?
: সিটি কর্পোরেশন স্যার, তাদের রাস্তাঘাট কোমর পানির নিচে, তাই আমাদের স্যুয়ারেজ পাইপে পানি ঠেসে ঠেসে ঢুকাচ্ছে। যেখানে ছিঁদ্র পাচ্ছে বড় করছে, আর যেখানে নেই সেখানে সাবল দিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে ছিঁদ্র করছে। আমাদের ছয় ফুট ব্যাসের পাইপে বারো ফুট ব্যসের পানি ঢুকাছে ।
: বলেন কী ! ছিঁদ্র বন্ধ করুন, দ্রুত বন্ধ করুন।
: স্যার সম্ভব না ।
: কেন ?
: ছিঁদ্র অনেক বড় হয়ে গেছে । সকালে এক ছিঁদ্র দিয়ে দুজন লোক পড়ে অন্য ছিঁদ্র দিয়ে ভেসে উঠেছে স্যার ।
: থ্যাক্স গড ! ভেসে উঠেছে ।
: থ্যাক্স না স্যার, বিপদ আরও বেড়েছে ।
: বেড়েছে ?
: জ্বী স্যার, অই দুজন পাইপ থেকে বেরিয়ে আমাদের বিরুদ্দে প্রপাগান্ডা চালাচ্ছে । বলছে আমরা স্যুয়ারেজ লাইনে নতুন পাইপের বদলে পুরনো ভাঙা পাইপ ব্যবহার করেছি, ছয় ফুট ব্যাসের জায়গায় চার ফুট পাইপ লাগিয়েছি ।
: প্রেস ডাকুন, প্রতিবাদ করুন, বলুন সব মিথ্যা ।
: কিন্তু স্যার তাদের কাছে নাকি ফুটেজ আছে। পাইপের ভিতর দিয়ে আসার সময় সব ভিডিও করে এনেছে ।
: সর্বনাশ ! আমি কিছু জানি না ছিঁদ্র বন্ধ করুন, যেভাবে পারেন বন্ধ করুন । সিটি কর্পোরেশনের পানি আমরা আর নিতে পারব না। পরিথিন, বেলুন (?) গরুর লেদা - যা পারছে তা দিয়াই আমার পাইপ জ্যাম করে রেখেছে, আমি আর পানি নিতে পারব না। সব ছিঁদ্র বন্ধ, একবারে ক্লোজ।
: জ্বী স্যার এক্ষুণি করছি।
: আর শুনুন, মুখও পরিস্কার করুন, দ্রুত করুন।
: কার মুখ স্যার ?
: ফুলিশ ! স্যুয়ারেজ লাইনের মুখ। যাতে সব পানি নদী, খালে গিয়ে পড়ে।

পানি উন্নয়ন বোর্ডিং হাউজ
: স্যার, আসব ?
: আপনাকে কতবার বলেছি অফিস আওয়ারে ডিস্টার্ব করবেন না ?
: সরি স্যার, বাট দেয়ার ওয়াজ এ প্র্রবলেম স্যার ।
: জানি, জানি, পাশেরদেশ তাদের পানি দিয়ে আমাদের নদী খাল সব সায়লাব করে ফেলছে ।
: পাশেরদেশ না স্যার, এবার ওয়াসা তার দূষিত, দূর্গন্ধযুক্ত পানি খালে, নদীতে ফেলছে ।
: কি ! এত বড় সাহস ? যান ওয়াসার মুখ সিল করে দিন, কুইক ।
: স্যার এতে যে পাবলিক সাফার করবে ?
: করুক, খাল সব দখল করছে, নদীও করছে। প্রতিযোগিতা দিয়ে করছে। বিষাক্ত বর্জ্য ফেলে নদীর পানি দূষিত করছে। গন্ধে টেকা যায় না । নৌকায় উঠলে মনে হয়, নৌকায় না ট্টাটিতে বসে আছি, কাঁচা বাঁশের ট্টাটি ?
: জ্বী স্যার । এদিকে স্যার নদীর নৌকা নদীতে নাই ।
: নাই মানে ?
: আমাদের সব নৌকা সিটি কর্পোরেশন নিয়ে নিয়েছে । মানুষ চলাচলের জন্য ।
: বলেন কি ? সব নৌকা ফেরত আনুন, আনুন । আশ্চর্য ! নৌকা হল নদীর বিউটি, এটা রাস্তায় চলবে কেন ? টিপ হল নারীর বিউটি, এখন আপনি কপালে টিপ দিলে চলবেন এটা কেমন কথা ?
: বুঝতে পেরেছি স্যার, কিন্তু স্যার জলাবদ্ধতার কি হবে ?
: বলুন আগামী বছর আর এই জলাবদ্ধতা থাকবে না, ইচ্ছে হলে আগামী বছর না বলে ছয় মাস পরেও বলতে পারেন। তারপর জলাবদ্ধতা দূরীকরণের কর্মপরিকল্পনা বানান।
: জ্বী স্যার। আচ্ছা স্যার পরিকল্পনা একশ না দেড়শ বছর বছরের জন্য করব ?
: মাথা খারাপ ! আপনি দেখি কিছুই শিখেননি ? পরিকল্পনা হবে এক বছরের । প্রয়োজনে আগামী বছর এ পরিকল্পনা বাদ ! নতুন পরিকল্পনা হবে ।
: বুঝতে পেরেছি স্যার ।
: শুনুন, ডিম পাড়া রাজহাঁস কখনো জবাই করতে নাই, কখনোই না ।
: থ্যাংকিউ স্যার, আর বলতে হবে না স্যার।

পাদটীকা
বৃষ্টি আকাশ থেকে পড়ে নদীতে যেতে যেতে আবহাওয়া অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের সাথে বিয়ে বসে ! সাথে আছে ভাশুরতূল্য - স্থানীয় সরকার মন্ত্রনালয় । শহরের জলাবদ্ধতার জন্য আর কি কিছুর দরকার আছে ?

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৯

ধুতরার ফুল বলেছেন: :P :-B :-B

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৯

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।

২| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৫

আফরোজ ন্যান্সি বলেছেন: হাহাহা মোজা পেলাম খুব :-B :-B :-B

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৯

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।

৩| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৭

আফরোজ ন্যান্সি বলেছেন: হাহাহা মজা পেলাম খুব :-B

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৯

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।

৪| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মজার ছিল

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৯

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।

৫| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫

উদাস মাঝি বলেছেন: দারুণ লিখেছেন :P

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২০

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।

৬| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: দারুন!!

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।

৭| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫২

ওমেরা বলেছেন: দারুন!!

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।

৮| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬

টারজান০০০০৭ বলেছেন: ধুর ! মনে করিয়াছিলাম বৃষ্টির ৪ স্বামী আর এক ভাসুরের রসময় গল্প , আইসা দেখি ৩ খানা কৌতুক আর একখান ফাও পাদটীকাঃ !

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩

রাজু সিদ্দিক বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ, ভাল থাকবেন ।

৯| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।

১০| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:০৩

টারজান০০০০৭ বলেছেন: লিখা ভাল হৈছে।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.