নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

অনিল কাপুরের সাথে ববিতার প্রেম ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০১

: ববিতার লগে অনিল কাপুরের দহরম মহরম সম্পর্ক।
: কোন আনিল কাপুর উস্তাদ, হিন্দি ছবির ?
: হু, অনিল কাপুর বলতে ববিতা অজ্ঞান। হাঁটতে আনিল, বইতে আনিল, এমন কি অনিলের কথা ছাড়া ববিতায় ভাতের নোলাও তুলে না ।
: কি কন ! এই ঘটনা কবের থোন ?
: চুপ থাক ! তারপর কি হইছে শোন, অনিল কাপুররে পাইয়া ববিতাতো দুনিয়ার কাউরে চিনে না। যে কাছে আয় তারেই কয়, তফাৎ যা, তফাৎ যা । একবার হইছে কি - হলিউডের টম ক্রুজ তার সেক্রেটারি মিস দেশাইরে ববিতার কাছে পাঠাইছে, হাই-হ্যালো করার জন্যে । ববিতার ভাই ব্রাদাররা সেই সেক্রেটারিরে দুই পয়সার সেক্রটারি, ফকিরনি বইলা অপমান কইরা দিচ্ছে ?
: কন কি ! তারবাদে ?
: ববিতার বাড়ির পাশে থাকে ফোয়ে ফোয়ে ( phway phway) নামের এক নায়িকা ।
: ফয়ে ফয়ে ! হে আবার কুনখানের নায়িকা ?
: তোরে না কইছি চুপ থাকতে ? ফোয়ে ফোয়ে রেঙ্গুন দেশের নায়িকা। তারপর কি হইছে শোন, একদিন ফোয়ে ফোয়ে তার বাড়ির সব প্রজাপতি ববিতার বাসায় তাড়ায়ে দেয়। শয়ে, শয়ে হাজারে, হাজারে প্রজাপতি । বাগানে প্রজাপতি, রান্নাঘরে প্রজাপতি, পড়ার টেবিলে-বিছানা সব জায়গায় প্রজাপতি আর প্রজাপতি । প্রজাপতির যন্ত্রণায় ববিতার জীবনতো যায় যায় । আর ঠিক তখন ববিতার প্রিয় ও একমাত্র বন্ধু অনিল কাপুর ববিতারে থুইয়া ফোয়ে ফোয়ের বাড়ি গিয়া হাজির । হাজির হইয়া কয়, ফোয়ে ফোয়ের এই প্রজাপতি খেদানো কামে সেও আছে ।
: কন কি, অনিল্লাতো দেহি পুরাই দুই নম্বর ! পল্টি খাইছে ?
: হ, এইটাই আনিলের খাইছলত ।
: ববিতা মেডাম এহন কি কয় ?
: কি আর কইব, আশায় বুক বান্ধছে, এই বিপদে আনিল তার পাশে দাঁড়াইব ।
: সত্যি দাঁড়াইব, আপনের কি মনে হয় ?
: দাঁড়াইতেও পারে, তয় দাঁড়াইলে এর বদলে অনিলও কূনো না কুনো ফায়দা চাইব ।
: কি ফায়দা ?
: তার কি কুনো ঠিক আছে ! ববিতার বাড়ির উপর দিয়া ফ্রি কারেন্টের তার না হইলে গ্যাসের পাইপ টানবার পারে, না হইলে ববিতার পুকুর ঘাটলা আজীবন মাগনা ব্যবহার করবার পারে, না হইলে ববিতার বাড়ির দক্ষিণের জঙ্গলাডা তারে লেইখা দিতে কইবার পারে । অনিল যে কহন কি চাইব, তা সে আর তার ভগবানই জানে ।
: স-স-সর্বনাশ !
( ইহা একটি যৌথ প্রযোজনার ছবির গল্প। কেউ ববিতা, আনিল কাপুর, ফোয়ে ফোয়ে বা টম ক্রুজের পরিবর্তে তাদের দেশ বা দেশের প্রধানকে বুঝবেন না প্লিজ। )

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।







ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

রাফা১০০ বলেছেন: ভালোই তো!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.