নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

মেঘলাদিনে ভারী মনটা হালকা করুন ।

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০০

কোন এক রাজ্যের এক জেলে দেড় মন ওজনের এক মাছ নিয়ে রাজদরবারে এলো, ইচ্ছে মাছটা রাজামশাইকে দিবে । রাজা মাছ দেখে খুশি হয়ে জেলেকে ৫০০ স্বর্ণ মুদ্রা ইনাম দিলেন । পাশে থাকা রাণী রাজার বোকামি দেখে অবাক, তিনি ফিসফিস করে রাজাকে বললেন, এ মাছটার দাম বড়জোর ৩০ থেকে ৪০ স্বর্ণ মুদ্রা। আপনি জেলেকে মাছ ফেরত নিয়ে স্বর্ণ মুদ্রা ফেরত দিতে বলেন ।
-
রাজা বললেন, অসম্ভব ! রাজার কথা নড়চড় করা যায় না, এটা রাজার ইজ্জতের প্রশ্ন ।
-
রাণী বললেন, আমি বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে আপনার সন্মানও থাকবে, জেলে মাছ নিয়ে স্বর্ণ মুদ্রাও ফেরত দিবে ।
-
রাজা বললেন, কি সেই বুদ্ধি ?
-
রাণী বললেন , জেলেকে জিজ্ঞেস করুন, মাছটা পুরুষ না স্ত্রী ? যদি পুরুষ হয় বলবেন আমার স্ত্রী মাছ চাই আর স্ত্রী হলে বলবেন, আমার পুরুষ মাছ চাই । তখন জেলে মাছ ফেরত নিতে বাধ্য হবে ।
-
রাণীর বুদ্ধিতে রাজা খুশি হয়ে জেলেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা পুরুষ না স্ত্রী ?
-
জেলে থতমত হয়ে একটু ভেবে বলে, যাঁহাপনা আমার মাছটা পুরুষও না স্ত্রীও না ! এটা হিজড়া মাছ।
রাজদরবারে সবাই হেসে উঠে, রাণীও আঁচলে মুখ ঢাকেন ।
-
রাজা জেলের বিচক্ষণতায় খুশি হন। আর রাজা খুশী হলে ইনাম দিতে হয়, তাই রাজা জেলেকে আরও ৫০০ স্বর্ণ মুদ্রা দিলেন । জেলে খুশি মনে ১০০০ স্বর্ণ মুদ্রা পোটলায় ভরে চলে যাচ্ছে । এদিকে রানী রাগে গজগজ করছেন। রাজমহলের ফটকের সামনে যেতেই হঠৎ জেলের পোটলা থেকে ১টি স্বর্ণ মুদ্রা মাটিতে পড়ে গেলো । জেলে তা তুলে চুমু খায়, কপালে লাগায় ।
-
এটা দেখে রানীর মাথায় দুষ্টু বুদ্ধি আসে, তিনি রাজাকে বলেন, যাঁহাপনা, দেখেন জেলে কত লোভী ? ১০০০ স্বর্ণ মুদ্রা থেকে মাত্র ১টি পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছে না ! আপনি তাঁকে শাস্তি দেন । রাজাও ভাবলেন তাই তো, মাত্র ১টি স্বর্ণ মুদ্রা পড়ে গেছে, দরবারে কত গরিব মানুষ আসে যায়, তাদের কেউ না হয় কুঁড়িয়ে নিতো ।
-
রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ ? ১০০০ স্বর্ণ মুদ্রা দিয়েছি তোমাকে, আর মাত্র ১টি স্বর্ণ মুদ্রার লোভ তুমি সামলাতে পারলে না ? তা তা তুলে চুমু খাচ্ছো, কপালে ঠেকাচ্ছো ? তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে ।
-
জেলে বলল, যাঁহাপনা ! আমিতো লোভে চুমু খাইনি, কপালেও ঠেকাইনি । মুদ্রার এক পাশে আপনার, আরেক পাশে রাণী মা'র ছবি আছে, ভাবলাম মুদ্রাটা মাটিতে পড়ে থাকলে কেউ যদি বেখেয়ালে পাড়া দেয়, তখনতো আমার যাঁহাপনা ও রাণী মা'রই ইজ্জত হানি হবে । তাই স্বর্ণ মুদ্রাটা তুলে চুমু খেলাম, কপালে ঠেকিয়ে প্রণাম করলাম ।
-
এ কথায় রাজা আরও খুশি হয়ে জেলেকে আরও ৫০০ স্বর্ণ মুদ্রা ইনাম দিলেন । সর্বমোট ১৫০০ স্বর্ণ মুদ্রা নিয়ে জেলে নাচতে নাচতে বিদায় নিলো ।
-
পর দিন রাজা রাজ্যেময় ঘোষণা দিলেন - "এখন থেকে রাজ্যের কেউ বউয়ের বুদ্ধিতে চলতে পারবে না । চললে ১৫০০ স্বর্ণ মুদ্রা জরিমানা করা হবে ! "
.... সংগ্রহীত....

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩

শাহজাহান মুনির বলেছেন: হা হা হা....

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন ।

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা স্ত্রীদের কথায় চলে তারা স্ত্রৈনো
ভদ্রলোক কখনো স্ত্রীদের কথার অবাধ্য হয় না!

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজু সিদ্দিক বলেছেন: রাজার আদেশ রাজার বেলায় খাটবে না । ধন্যবাদ ভাল থাকবেন ।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: মজা পেলাম। ভালো লাগলো।

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন ।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: চরম।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৬

মৌরি হক দোলা বলেছেন: বউয়ের কথায় চললে বুঝি সব সময় এরকমই হয় ???

গল্পটা কিন্তু খুব মজার!

৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯

রাজু সিদ্দিক বলেছেন: মৌরি হক দোলা @ মাথা খারাপ! এটা বলার মত স্বামী জগতে একটাও পাওয়া যাবে না ।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩০

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন

৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ফেসবুকে কেউ এক জন পোস্ট করেছিল। খারাপ না।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



মোটামুটি

১০| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

শাহ আজিজ বলেছেন: দারুন বুদ্ধি , বলে কিনা মাছটা "হিজড়া" !!!!!!!!!

একেই আমাদের দেশে মন্ত্রী বানানো দরকার ।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

রাজু সিদ্দিক বলেছেন: শাহ আজিজ @ ঠিক বলেছেন, ধন্যবাদ, ভাল থাকবেন।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

রাজু সিদ্দিক বলেছেন: চাঁদগাজী @ ধন্যবাদ, ভাল থাকবেন।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবকে খুশী করা এত সহজ না,
উনি ডিপ ওয়াটার ফিস,

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১

তারেক_মাহমুদ বলেছেন: গল্পটি আগেও শুনেছি, তবুও নতুন করে পড়লাম ভাল লাগলো।

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

মোস্তফা সোহেল বলেছেন: বেশ মজার।

১৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৮

আখেনাটেন বলেছেন: হা হা হা।


তবে এই কথা আবার নিজের বাড়িওয়ালীকে যেন বলেন না। কালবৈশাখী ঝড়টা আপনার বাসা থেকে শুরু হলে অন্যকে দোষ দিতে পারবেন না। =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.