নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

তাঁর হাতে জগত খেলে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

তখন চাঁদপুর গনি মডেল হাই স্কুলে পড়ি। স্কুলে একজন নতুন স্যার আসলেন। স্কুল শুরুর আগে সাত/আটশ ছাত্র এসেম্বলিতে দাঁড়িয়ে আছি। জাতীয় সংগীতের পর হ্যাডস্যার বললেন,"তোমাদের নতুন স্যার তোমাদের কিছু বলবেন, সবাই মনোযোগ দিয়ে শোন।"
নতুন স্যার দুপা বেড়ে বললেন, 'আমি তোমাদের কিছু বলবো না, তবে সবাই মিলে আজ অন্যরকম কিছু একটা করব।'
সবাই অবাক, এ ওর দিকে তাকাই।
স্যার বললেন, 'ছেলেরা আমি বলার সাথে সাথে তোমরা তোমাদের এক হাতের এক আঙুল দিয়া অন্য হাতের তালুতে বাড়ি দিবে, তারপর দু'আঙুল দিয়ে বাড়ি দিবে, তারপর তিন আঙুল দিয়ে, তারপর চার আঙুল দিয়ে। এবার উল্টো করে প্রথমে তিন আঙুল, তারপর দুই আঙুল, শেষে এক আঙুল দিয়ে বাড়ি দিবে। এভাবে এক থেকে চার, চার থেকে এক, আবার এক থেকে চার, চার থেকে এক বাড়ি দিতে থাকবে। ঠিক আছে ?'
সবাই মাথা নাড়ি।
তারপর স্যার বলার সাথে সাথে আমরা সাত/আটশ ছাত্র এক তালে এক হাতের তালুতে অন্য হাতের এক থেকে চার, চার থেকে এক আঙুল দিয়ে বাড়ি দিতে থাকি। আর এতজনের আঙুলের বাড়ির শব্দটা অবিকল টিনের চালে বৃষ্টি পড়ার শব্দের মত শোনতে লাগলো। বৃষ্টি কখনও বাড়ে কখনও কমে ! সে এক অবিশ্বাস্য অনুভূতি ! যে না শুনেছে তাকে বলে বোঝানো যাবে না। কতক্ষণ এভাবে বাড়ি দিয়েছি বলতে পারবো না। কিন্তু থামার পর সমস্ত স্কুল মুগ্ধতায় স্তব্ধ । কারো মুখে কোন কথা নেই, ছাত্র থেকে হ্যাডস্যার, সবাই নি:শ্চুপ ! যেন সবাই অন্য জগতে চলে গেছে ।
হ্যাঁ, এভাবেই কোন কোন শিক্ষকের হাতে প্রকৃতি তথা বিশ্বজগত এসে ধরা দেয়। আর তিনি তাঁর শিক্ষার্থীদেরকে হাতে ধরে সে জগতের পথ নিয়ে চলেন।
গতকাল ছিল টিচার্স ডে। সব শিক্ষককে শ্রদ্ধা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: আমার শিক্ষক হবার খুব শখ ছিল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, জেনে ভাল লাগল,।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: চমৎকার বলেছেন! মুগ্ধ হলাম সেই সময়টার কথা ভেবে!

টিচার্স ডে ভারতে ছিলো কাল। বাংলাদেশে সেপ্টেম্বরে পালিত হয়

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, বাংলাদেশে কত তারিখে পালিত হয় ?

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ওমেরা বলেছেন: শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭

রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, তবে সব শিক্ষক না,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.