নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ব্লগার হিসাবে সামুর সাথে ২০১৩ সাল থেকে আছি কিন্তু ২০১৪ সালের শেষের দিক থেকে আমার লেখা প্রথম পাতায় যায় না (২০১৫ এর মাঝে ১ মাস বাদে)। আমি কিন্তু আবার একজন সেইফ ব্লগার!!!

রেজওয়ান26

প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে । সেটা যে কোন সময়ই হতে পারে ।

রেজওয়ান26 › বিস্তারিত পোস্টঃ

cristiano RONALDO-র ইসলাম প্রীতি !

২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:০২



কিছু মানুষ cristiano RONALDO কে খারাপ বলে অাসুন দেখেনেই তার খারাপ চরিত্র



১.RONALDO মদ খায়না কারন তার বাবা মদ পান করে মারা গিয়েছিল



২.RONALDO তার বেতনের অধেক টাকা দান করে।



৩.ইসরাইল মুসলমানদের শত্রু তাই ronaldo ইসরাইলের খলোয়াড়ের সােথ jarsi বদল করেনি.KAKA. MESSI. RONALDINHO. MARODONA সবাই জাসিৃ বদল করেছে।



৪.PEPSI খারাপ কমপানি pepsir অায় দিয়ে ইসরাইল তাদের যুদ্ধের অস্ত্র তৈরি করে তাই ronaldo ai ponner advise করেনা। messi. heney. drogba.eto.ronaldinho.lampared.teves etc সবাই এই পনীয়র advise করছে।



৫.ronaldo তার 2012 সালের গোলডেন বোট বিক্রি করে সিরিয়ায় school ও এতিম খানা তৈরি করে দেয়।



৬.ronaldo তার মাসিক আয়ের একটা অংস ফিলিস্তিন ও সিরিয়ায় baby hospital দান করা হয়।



৭.এক শিশুর ব্রএইন অপারেশনের জন্য নিজের স্বাক্ষর করা জাসৃি ও nike brander বোট বিক্রি করে টাকা দেন।



৮.ইসলামের প্রতি অনুরাগ দেখে সৌদি রাষ্ট্রপতি তাকে একটি কোরানশরিফ উপহার দেয় এবং সে তা গ্রহন করে।



৯.champion লীগ জয় এর জন্য সে দল থেকে যে টাকা বকসিস পেয়েচিল তা সব দাতব্য চিকিৎসালয়ে দান করে।



১০.manchasterar তার বাড়ি বিক্রি করে সিরিয়ায় ৫হাজার ঘর তৈরি করে দেয়।

ronaldor অনেক খারাপ কাজের মাঝে আমি মাএ ১০টি দিলাম। ঐইসব কাজ যদি খারাপ হয় তালে আমিও ঐখারাপ হতে চাই।









(সংগৃহীত)

https://www.facebook.com/kazol.bogra?fref=nf

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৬

খাটাস বলেছেন: গুড পোস্ট , তবে টাইটেল টা বাচ্চা টাইপ

২| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৫

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ তথ্যগুলো শেয়ার করার জন্য। জানতাম না ................

৩| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:২১

মুদ্‌দাকির বলেছেন: জানা ছিল না !!!

৪| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সু্ন্দর তথ্য।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.