নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ব্লগার হিসাবে সামুর সাথে ২০১৩ সাল থেকে আছি কিন্তু ২০১৪ সালের শেষের দিক থেকে আমার লেখা প্রথম পাতায় যায় না (২০১৫ এর মাঝে ১ মাস বাদে)। আমি কিন্তু আবার একজন সেইফ ব্লগার!!!

রেজওয়ান26

প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে । সেটা যে কোন সময়ই হতে পারে ।

রেজওয়ান26 › বিস্তারিত পোস্টঃ

রোজা নিষিদ্ধ করার পর এবার চীনে দাড়ি ও ইসলামী পোশাক নিষিদ্ধ

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০২



চীনে মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য



এই খবরটি কোন সাহসী জাতির নয়। এটি চায়না সরকারের ছোট ও ভীতু মানসিকতার পরিচয়। চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের একটি শহরে লম্বা দাড়ি রাখা এবং বাসে ভ্রমণের সময় ইসলামী পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।



বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম কারামে ডেইলি জানিয়েছে, কারামের নগর কর্তৃপক্ষ শহরের মুসলমানদের বাসে চড়ার সময় হিজাব, নেকাব, বোরকা এবং তারা ও অর্ধচন্দ্র প্রতীকবিশিষ্ট পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে পোশাকের নিষেধাজ্ঞার সঙ্গে মুসলিম পুরুষদের লম্বা দাড়ি রাখাও নিষিদ্ধ করা হয়েছে।



নগর কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা আগামী ২০ আগস্ট থেকে কার্যকর হবে এবং যারা এটি মানবে না, তাদের আইনের আওতায় আনা হবে।



প্রসঙ্গত, এর আগে চীনে মুসলিম সম্প্রদায়ের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।



সোর্স: এখানে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০০

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: একটি হাদিসে উল্লিখিত হয়েছেঃ এমন একটা সময় আসবে যখন প্রত্যেক দিক থেকে বিভিন্ন জাতি তোমাদেরকে ঘিরে ফেলবে এবং তোমাদের পরাভূত করবে। ঠিক যেমন ক্ষুধার্ত লোকজন খাবারের পাত্রে হুমড়ি খেয়ে পড়ে।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৩

রেজওয়ান26 বলেছেন: হয়তো ঠিক বলেছেন, আসল মুসলমানদের জন্য জীবনটা অনেক সংগ্রামের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.