নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ব্লগার হিসাবে সামুর সাথে ২০১৩ সাল থেকে আছি কিন্তু ২০১৪ সালের শেষের দিক থেকে আমার লেখা প্রথম পাতায় যায় না (২০১৫ এর মাঝে ১ মাস বাদে)। আমি কিন্তু আবার একজন সেইফ ব্লগার!!!

রেজওয়ান26

প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে । সেটা যে কোন সময়ই হতে পারে ।

রেজওয়ান26 › বিস্তারিত পোস্টঃ

মা! তোমার ছেলে এখন অন্যের বউ হতে পারবে

২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:০৫



সমকামীদের বিয়ে বৈধ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে পুরো যুক্তরাষ্ট্রেই এবার সমকামীদের মাঝে বিয়ে বৈধতা পেল।

যদিও বিষয়টি আমেরিকার নিজস্ব। তবুও মানব সভ্যতার জন্য কতটা সুখবর এটি! যতদূর জেনেছি এবং ছোটবেলায় সমাজ বইয়ে পড়েছি, 'প্রাচীন সভ্যতা সম্পর্কে'। সেময় মানুষ লজ্জা নিবারন করত গাছের পাতা বা বাকল দিয়ে। তখন মনে হত আমরা পৃথিবীবাসী সভ্য হয়েছি। কিন্তু সেই ছোটবেলার পর যতই বড় হয়েছি ততই আমাদের বর্তমান সভ্যতার পরিবর্তন দেখছি।

তার প্রতিফলন মনেহয় বর্তমান আমেরিকার 'সমকামীদের বিয়ে বৈধ ঘোষণা' করা। বিষয়টি আমার কাছে বড়ই লজ্জাজনক লাগছে। নৈতিকতার অবক্ষয় এতটাই নীচে চলে গেছে যে অনেকের কাছে এটি লজ্জাকর মনে নাও হতে পারে।

আদালতের রায় ঘোষণার পরপরই নাকি জর্জিয়া, মিশিগান, ওহাইও এবং টেক্সাসের সমকামী জুটিরা সানন্দে বিয়ের তোড়জোড় শুরু করে।
রায় শোনার পরপরই জর্ডান মোনাগহান নামের এক অংশগ্রহণকারী তৎক্ষণাৎ তার মাকে ফোন করে সুখবরটি জানান।

মোনাগহান ফোনে তার মাকে বলে, ‘মা! আমি এখন সুপ্রিম কোর্টে। তোমার ছেলে এখন অন্যের বউ হতে পারবে।’

বিচারপতি অ্যান্থনি কেনেডি তার রায়ে জানান, বিবাহ সবার জন্যই একটি সাংবিধানিক অধিকার, তাতে বেশিরভাগ মানুষই একমত হয়েছেন।

প্রেসিডেন্ট ওবামা এ রায়কে ‘আমেরিকার জন্য বিজয়’ বলে অভিহিত করেছেন। “ সব মার্কিন নাগরিককে সমান দৃষ্টিতে দেখা মানেই আমরা সবাই আরো বেশি স্বাধীন”, বলেন তিনি।

এদিকে অনেক খ্রিস্টান রক্ষণশীলই এই সিদ্ধান্তের নিন্দা করেছেন। রিপাবলিকান দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী আরকানসাস প্রদশের সাবেক গভর্নর মাইক হাকাবি বলেন, ‘আামাদের অবশ্যই বিচার বিভাগীয় এই স্বৈরশাসন প্রতিহত ও প্রত্যাখ্যান করা উচিত।’-Link of Source

তবে এটুকু আশা করতে পারি, 'আমাদের নৈতিকতার অবক্ষয় তুলনামূলকভাবে আমেরিকানদের চেয়ে ভাল আছে' । এরকম অবস্থা যেন আমাদের দেশে কখনো না হয়।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:১৮

অপ্‌সরা বলেছেন: অনেক দুঃখের মাঝেও এই শিরোনাম দেখে না হেসে পারলাম না ভাইয়া। এই আইনের কোনো দরকার নেই কোনোদিন আমাদের।

২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৯

রেজওয়ান26 বলেছেন: ঠিক বলেছেন। কখোনো এমন বিপদ যেন বাংলাদেশের মানুষের উপর নেমে না আসে। সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। ধন্যবাদ আপনাকে।

২| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ইসলাম কেবল স্বামী-স্ত্রীর মধ্যে অর্থাৎ বৈধভাবে নারী এবং পুরুষের মধ্যে যৌনসঙ্গম অনুমোদন করে।একারণে সমকামী যৌনাচার ইসলামে নিষিদ্ধ। ইসলামের দৃষ্টিতে এটি একটি বিকৃত ও অত্যন্ত নিকৃষ্ট যৌনাচার যা নারী-পুরুষ যৌনতার স্বাভাবিকতাবিবর্জিত এবং যৌনতার মাধ্যমে প্রাকৃতিকভাবে প্রজননের পরিপন্থী,যা সৃষ্টিগতভবে যৌনতার মৌলিক ও কেন্দ্রীয় উদ্দেশ্য। ইসলামের দৃষ্টিতে এটি ব্যভিচার ও পরকীয়া থেকেও খারাপ একটি কাজ।সমকামীযৌনাচারের কারণে অতীতে নবী লূত(আঃ)এর সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দেয়ার সাবধানকারী ঘটনা কুরআনের একাধিক সূরা ও একাধিক হাদীসে উল্লেখ রয়েছে। এছাড়া নবী মুহাম্মদ(সাঃ) সমকামীদের অভিসম্পাত করেছেন,সমাজকে সমকামিতার প্রভাব থেকে মুক্ত করতে এদের হত্যা করার নির্দেশ দিয়েছেন;এছাড়া চারখলিফাও এ ব্যাপারে একমত প্রকাশ করেছেন। সমকামিতা রোধ করার জন্য ইসলামে নারী পুরুষকে লিঙ্গ অনুযায়ী পোশাকীয় ও আচরণিক স্বকীয়তা বজায় রাখতে বলা হয়েছে এবং নারীকে পুরূষের বেশভুষা ও আচরণ এবং পুরুষকে নারীর বেশভুষা ও আচরণ অণুকরণ করতে নিষেধ করা হয়েছে।

২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:৫১

রেজওয়ান26 বলেছেন: নূর ভাই আপনি যত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তারপর আর কিছু বলার থাকে না। ধন্যবাদ আপনাকে।

৩| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৬

তাল পাখা বলেছেন: আমরা ওহির জ্ঞান থেকে দূরে সরে এসে নিজস্ব মস্তিষ্কপ্রসূত জ্ঞান দিয়ে নিজেদের বিভিন্ন সমস্যার সমাধানের অপচেষ্টা চালাচ্ছি।যা আমাদের জীবনকে আরো দুর্বিষহ করে তুলছে। ধ্বংসের দ্বারপ্রান্তে আছি আমরা।

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫২

রেজওয়ান26 বলেছেন: ঠিক বলেছেন। অনেকটা 'অতি চালাকের গলায় দড়ি দেবার মত'।

৪| ২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

সজিব্90 বলেছেন: আমার কাছে মনে হয় এই আইনটি আমেরিকার ধ্বংস তাড়াতাড়ি নিয়ে আসবে ,তারাই তাদের কপালে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে।

২৭ শে জুন, ২০১৫ রাত ১১:০৯

রেজওয়ান26 বলেছেন: এসব একটি জাতি ধ্বংস হওয়ার আলামত বলা চলে। এজন্য সকলকে সাবধান হওয়া উচিত ' স্বাধীনতা ভাল কিন্তু আমেরিকার মত এধরনের নোংরা স্বাধীনতা ভাল নয়'। ধন্যবাদ আপনাকে।

৫| ২৮ শে জুন, ২০১৫ রাত ১২:১৪

আজাদ মোল্লা বলেছেন: স্বাধীনতা একে বলে আমার জানা ছিলো না ।
ওরা সরাসরি প্রাাকৃতিক নিয়মের বাহিরে যাতচ্ছে ।
এর ফল অনেক বাজে হবে ।
আল্লাহ জেন আমার দেশ কে বাচায় ।
সবাই মিলে দোয়া করেন ।

২৮ শে জুন, ২০১৫ সকাল ৮:৪১

রেজওয়ান26 বলেছেন: এটি হলো অতিরিক্ত স্বাধীনতার খারপ দিক। ধন্যবাদ আপনাকে।

৬| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৩

মাঘের নীল আকাশ বলেছেন: প্রকৃতি তার নিজস্ব নিয়মেই আগাবে...এর ব্যতিক্রম কখনই হবে না!

২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫৯

রেজওয়ান26 বলেছেন: 'প্রকৃতি' বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন তা পরিষ্কার নয়।

৭| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৬

ডার্ক ম্যান বলেছেন: এই অস্বাভাবিক কর্মের পরিণতিও যে অস্বাভাবিক হবে তা বলা বাহুল্য

২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০২

রেজওয়ান26 বলেছেন: ঠিক বলেছেন ভাই।

৮| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৮

রহস্যময়ী তনয়া বলেছেন: আমেরিকা অনেকটা আলোর মতো কাজ করে। ওরা যাই করে পুরো বিশ্ব উইপোকার মতো ওদের সেই আলোর দিকে ছুটতে থাকে। সেই আলো স্পর্শ করা মাত্রই বৈদ্যুতিক শকে যে তারা ভষ্ম হয়ে যাবে সেই খেয়াল কারো থাকে না। আমেরিকা সমকামী বিবাহ বৈধ করার সাথে সাথে অনেক দেশই এর পক্ষে কথা বলা শুরু করেছে। মানবজাতির এতটা অবক্ষয়! সেইদিন আর বেশি দূরে নেই যখন তারা ইনসেস্ট-কেও বৈধ এবং পবিত্র হিসেবে দেখা শুরু করবে। আর পুরো বিশ্ব তাদের পিছিনে ছুটতে থাকবে।

২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

রেজওয়ান26 বলেছেন: এই অন্ধকার জগত থেকে আমাদেরকে সত্য ও সঠিক পথ খুঁজে পেতে হবে। সেজন্য দরকার আত্মসচেতনতা।

৯| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ২:১৫

রসিক বাঙগালি বলেছেন: ভাই অনেক ভাল লিখেছেন। শিরোনাম টা জোস ছিল।

২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

রেজওয়ান26 বলেছেন: হাচাই কইলেন!
ধন্যবাদ নিবেন কিন্তুক!

১০| ২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

জনাব মাহাবুব বলেছেন: বাংলাদেশেও কিছু ভাড়াটে সমকামীকে কিছুদিন পর টাকার বিনিময়ে রাস্তায় নামানো হবে আন্দোলনের জন্য। তারাও সমকামী বিবাহের জন্য সরকারের কাছে জোর দাবী জানাবে এবং নিজেদের সংখ্যাধিক্য জাহির করবে। কিছু ভাড়াটে বুদ্ধিজীবীও তাদের পক্ষে মায়াকান্না জুড়ে দিবে কিছু কিছু মিডিয়াও অতি উৎসাহী হয়ে সেই সব খবর মানবিক দিক বিবেচনা করে প্রচারে নেমে পড়বে।

বাংলাদেশে সমকামীতার কিছু গ্রুপ গোপনে বিভিন্ন কর্মকান্ড করে যাচ্ছে। এখন শুধু তাদের প্রকাশ্যে আসা বাকি। :||

বাংলাদেশেও সামাজিক ও ধর্মীয় ব্যবস্থা ভেঙ্গে দেওয়ার জোর প্রচেষ্টা শুরু হবে।

আল্লাহ্ আমাদের সবাইকে এইসব বিকৃত মস্তিস্ক মানুষদের থেকে হেফাজত করুন।

২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৩৬

রেজওয়ান26 বলেছেন: ঠিক বলেছেন ভাই। আপনার প্রতিটি কথাই সত্য। আল্লাহ আমাদেরকে সকল অপসংস্কৃতি থেকে হেফাজত করুন।

১১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১২:১৪

প্রামানিক বলেছেন: জঘন্য আইন। ছি!

০২ রা জুলাই, ২০১৫ সকাল ৮:২৯

রেজওয়ান26 বলেছেন: ওরা (আমেরিকা) জঘন্য দেখেই জঘন্য আইন করতে পেরেছে। ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.