নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন বন্ধু!! Man\'s Best Friend | New Bangla Short Film 2017 | Team RohitpurVideo Link: https://youtu.be/LkYuPuN1xUk

রিএ্যাক্ট বিডি

Subscribe Now Team Rohitpur

রিএ্যাক্ট বিডি › বিস্তারিত পোস্টঃ

বংশালে বাইক সার্ভিসিং করাতে গিয়েছিলাম আজ।

১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৭

সবাই জানেন সার্ভিসিং লং টাইম প্রসেস।। এইদিক ওইদিক ঘুরে টাইম পার করছিলাম।। চোখ পরলো এই শিশুর উপ্রে, বয়স ৩/৪ এর বেশি হবে না। আমি অবাক হয়ে চেয়ে রইলাম একটার পর একটা কাজ করেই যাচ্ছে।। বুকটা কেপে উঠলো, এই আমাদের সমাজ ব্যবস্থা!!! হয়তো চোখ দিয়ে পানি পরেনি, তবে মনে মনে অনেক কেঁদেছি।। চেইন কাভার টা উঠানোর শক্তি নাই এই কোমল হাতে, দুইবারের প্রচেষ্টায় উঠায়ে আবার কাজ শুরু, ডানে বামে তাকানোর হুশ জ্ঞান নাই।



বাচ্চার মুখে কালি, গায়ে কালি, তার চেয়ে বেশি কালি হচ্ছে আমাদের মনে।। Curiosity থেকেই পুরো বংশাল ঘুরে বেড়ালাম, অনেক দোকান/গ্যারেজেই চোখে পরলো শিশু শ্রমিক।। আমার মতো আমজনতার চোখে পরে, প্রশ্ন হলো প্রশাসন কি কানা- এসব চোখে পরে না?? অথচ প্রশাসন থেকে প্রতি মাসে একবার যদি তদারকি করা হয়, জেল জরিমানা করা হয়।। অনেকাংশেই কমে আসবে শিশু শ্রম নামক পাপ। এদের হাতে উঠবে বই, খাতা আর কলম।। (আজকের শিশু আগামীর ভবিষ্যৎ - যারা এসব বয়ান দেন উপরের মহলে বসে বসে, তাদের বলবো প্লিজ পথশিশু, অনাথ শিশু এদের জন্য কাজ করুন)।। মনে আমার একটা ইচ্ছা আছে, কখনো অনেক টাকার মালিক হলে একটা অনাথ আশ্রম আর একটা বদ্রাশ্রম খুলবো।। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ইচ্ছা টা যেন পূরণ করতে পারি।। রোদ্রের মধ্যে বাচ্চাটার কষ্ট, সত্যি মনে খুব বাজে ভাবে দাগ কেটেছে।। আমি সুন্দর (সাজিয়ে-গুছিয়ে লিখতে পারি নাই, ভুল গুলো ক্ষমা করবেন।।।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন +


শুভ ব্লগিং ....

২| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর বিষয় অালোচনার জন্য ধন্যবাদ।

শুভব্লগিং

৩| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টের জন্য। হ্যাপি ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.