নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন বন্ধু!! Man\'s Best Friend | New Bangla Short Film 2017 | Team RohitpurVideo Link: https://youtu.be/LkYuPuN1xUk

রিএ্যাক্ট বিডি

Subscribe Now Team Rohitpur

রিএ্যাক্ট বিডি › বিস্তারিত পোস্টঃ

ভাষার গল্প

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১১

২১
রেজাউল করিম রাজু

২১ নিয়ে গর্ব করি
এ দিন ছিল,সোনার খনি
এ দিন ছিল রক্তেরাঙ্গা
সালাম,রফিক,সফিক আরো অনেক তেজা।

তারা ছিল বাংলার বাঘ
দিয়েছিল মিছিলের ডাক
তারা আজ স্মরণিয়
ইতিহাসের পাতায় সোনার অক্ষরে তারা ভরনিয়।

ছাত্র সমাজ সবার আগে
বলে দিয়েছিল তারাই আগে
সে দিন তারাই ছিল হাতিয়ার
তাদের নিয়েই এ সমাহার
মো:আলী জিন্নাহ বলেছিল ভাষনেতে
বাংল নাকি উর্দু হবে..
মেনে নেয় নি বাংলার কোন খানে।

১৯৫২ সালের ৩০শে জানুয়ারি
পাকিস্তানের প্রধান মন্ত্রি
খাজা নাজিম উদ্দিন ঘোষনা দেয়
বাংলা নাকি উর্দু হবে?

এ ঘোষনা শোনে বাঙ্গালী জাত
ফেটে পরে বিক্ষবে হতাস
সারাদেশে ধর্মঘট
ছাত্রদের এ অভিলাশ।

২১ বাংলার খ্যাতি
আজ আমরাই স্বাধীন জাতি
২১ নিয়ে গ্রন্থ,গান
কতো কবিতা আর উপন্যাস।

২১ বাংলার সাহসিকতা
যারা হয়েছে শহিদ
তারাই বাংলার প্রদীপ
সারাক্ষন জ্বলেই যায়
ইতিহাসের স্বর্নের পাতায়

মাতৃভাষা বাংলার জন্যে
তাজা প্রান বিলিয়ে দিল
মায়ের মুখের কথা
ফুটাতে চেয়েছিল ওরা

যারা আজ শহীদ
তারাই তো ২১ এর দ্বীপ
সারাবিশ্বে ছড়িয়ে পরে
২১ এর এ কথা।।।।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: ছাত্ররাই সকল আন্দোলনের সূচনা করে, ছাত্রদেরকে কেন্দ্র করেই সকল আন্দোলন চূড়ান্ত ফল লাভ করে।
দুর্ভাগ্যজনক হলেও সত্য বর্তমানে সেই ছাত্রদের হাত থেকে কলম ছিনিয়ে নিয়ে অস্ত্র আর মাদক তুলে দিয়েছে কিছিু স্বর্থান্বেষী মহল।
ছাত্রদেরকেই তাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। মাদক আর অস্ত্র ছেড়ে তাদেরকেই আবার কলম হাতে তুলে নিতে হবে।
এজন্য ছাত্রদের মূল ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এর কোন বিকল্প দেখছিনা।

২| ১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রাজু ভাইয়ু!
দুর্দান্ত কবিতা!;)


পুনশ্চঃ
রিএ্যাক্ট বিডি কি ব্লগে অ্যাক্টিভ থাকবে??:P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.