নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ও দেশের কথা বলা মূল কর্ম।

Mohsin Munshi

আবেগকে বিবেক দিয়ে দেখি।

Mohsin Munshi › বিস্তারিত পোস্টঃ

নবজাতক শিশু হোক ছাত্রলীগের ভবিষ্যৎ!

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

আহ লীগ! কলেজের শেষ বেঞ্চের ছাত্র, এলাকার পাতি মাস্তান ইত্যাদি ছেলেদের নিয়ে বর্তমান ছাত্র রাজনীত দেখা যায়। তাদের নষ্টামির কারণে ছাত্র রাজনীতির বেহাল দশা। ছাত্র রাজনীতিকে প্রস্থান না করা পর্যন্ত তাহারা শান্তি অনুভব করছে না। এতদিন ছেলেগুলো এসএসসি পাস করেছে মোটামুটি করে, এখন তাও হবে না।

ছাত্রলীগ ঘোষণা দিয়েছে, স্কুল কমিটি গঠন করবে। একটি শিশুর নরম মস্তিষ্ককে অচেতন করতে আর বাকি কি!? যখন একটি ছেলে তার পড়ালেখা প্রথম ধাপে অন্যদের সাথে মেধা দিয়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারে জন্য লড়বে। তখন নাকি পদ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া দেওয়া শুরু করবে। আহারে!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:

আপনি নিজে কি ছাত্র রাজনীতির পক্ষে? যদি পক্ষে হয়ে থাকেন, লেখাপড়ার কোন স্তরে তাদের রাজনীতিতে আসা উচিত, ও কিভাবে?

২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

Mohsin Munshi বলেছেন: ছাত্র রাজনীতিকে সবসময় সমর্থন করি। তবে সুষ্ঠু ও স্বচ্ছ ছাত্র রাজনীতি।

লেখাপড়া মানুষের মেরুদণ্ড শক্ত করে। সেক্ষেত্রে লেখাপড়ার পাশাপাশি রাজনীতি করার সবচেয়ে উত্তম সময় ভার্সিটি জীবন। কিন্তু কলেজ জীবনে মধ্যমভাবে শুরু হলেও ভালো। যেন রাজনীতির কারণে লেখাপড়ার সাথে বিচ্যুতি না ঘটে।

বর্তমান ছাত্র রাজনীতি কলেজ জীবনে কোন ছাত্রই পরিপক্ব নয়। রাজনীতিকে গত ৩০-৪০ বছর যেভাবে ধর্ষণ করেছে, সেই ধর্ষিত রাজনীতিতে বিরাট কোন পরিবর্তন বর্তমান ছাত্ররা করতে পারে নাই।

সেক্ষেত্রে প্রথমে বর্তমান পঁচে যাওয়া রাজনীতি পরিষ্কার ও পরিচ্ছন্ন করে। তারপর না হয় মাধ্যমিক ছাত্রদের রাজনীতিতে প্রবেশ করানো হোক।

২| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: গত দশ বা বিশ বছরে ছাত্রলীগ দেশের জন্য কি কি কাজ করেছে?
ছাত্ররা লেখাপড়া করবে। রাজনীতি না। আর যদি রাজনীতি করতেই হয় তাহলে লেখাপড়া শেষ করে।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

আমিনভাই বলেছেন: আমি ছাএ রাজনীতি গৃনা‌ করি। আল্লাহ রহ‌ম করোক দেশকে ছাএ রাজনীতি প্রথা থেকে।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

আবু তালেব শেখ বলেছেন: মরা মানুষকে এই কথা বলেন, দেখবেন হিহি করে হেসে দেবে

৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

জাহিদ হাসান বলেছেন:

৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

কালীদাস বলেছেন: যে জিনিষ বন্ধ করা উচিত আইন করে সেটা এখন নাকি স্কুল লেভেলে চালু করবে। তামশা। স্বৈরাচার হারামীটাকে গুদামে পাঠানোর পর থেকে এই বালের আগারা কি করেছে গত বিশ বছরে? পুরান আমলের নামকরা কলেজগুলার পুটু মেরে ফালাফালা করেছে এই *****গুলা। হলে সাধারণ স্টুডেন্টরা গণরুমে জায়গা পায় না, ***র বাচ্চারা সিঙেল রুমে থাকে। এটা পলিটিক্স? না ডাকাতি?

৭| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা ইনিয়ে বিনিয়ে ছাত্র রাজনীতি রাখতে চায় তাদের আমি দেশপ্রেমিক মনে করি না, আর যারা স্কুলে ছাত্র রাজনীতি রাখতে চায় তাদের আমি দেশদ্রোহী মনে করি...

১৪ ই জুন, ২০১৮ রাত ২:২২

Mohsin Munshi বলেছেন: রাজনীতি মন্দ নয়। মন্দ হলো, বর্তমান রাজনীতিতে মিশে থাকা মানুষগুলো।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

আমিনভাই বলেছেন: বিচার মানি ভাই এক মত। ছাএ রাজনীতি বন্ধ করতে হবে।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০১

এম আর তালুকদার বলেছেন: খুব কষ্ট হয় ৭১ এ ৩০ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেলেও আজ পরিবারতন্ত্রের শৃঙ্গলে আটকে গেছে দেশ। শিশুদের পড়ালেখা ছেড়ে যারা নোংড়া রাজনীতিতে যুক্ত করতেছে তাদের নিন্দা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.