নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছাঘুড়ির অবাধ আকাশ www.facebook.com/RezwanaAliTanima

রেজওয়ানা আলী তনিমা

বনমুরগী পোষ মানে না.......

রেজওয়ানা আলী তনিমা › বিস্তারিত পোস্টঃ

সঙ্গতা আর নিঃসঙ্গতার গল্প ...........

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২

এই যে শুনছ?

তুমি কি জানো আমি কখন সবচেয়ে একাকিত্ব ভুগি?

খবর কি রাখো?

........যখন আমার পাশের চেয়ারটাতে বসে তুমি ব্যস্ত মুঠোফোনে

অথবা শখের ল্যাপটপটাতে

আমি একা পড়ে থাকি আমার ক্রমশ শীতল

চায়ের কাপের সাথে

শুনছ??

যখন তোমার মাথার কোঁকড়া কালোচুলে

অনধিকার চর্চাতে ফেসবুকের বন্ধুরা যায় ক্ষেপে

যখন অফিস পাড়ায়.......

আড্ডা গড়ায়.........

ব্যস্ত আমিও ......পাগলা ঘোড়ায়

৯/৫এর রুদ্ধশ্বাসে

তবু একাকিত্ব ঘোচে

যখন.......সেই আগের মত কফিশপটাতে

হাতে হাত রাখা দূর্লভ কোন কোন মুহূর্তে

এই ক্ষণ যে বেঁচে থাকে আমাদের একাকী প্রহরের শক্তিতে...

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

সপ্নাতুর আহসান বলেছেন:
শুনছি, বলুন।

২| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২২

লিরিকস বলেছেন: ১ম পোস্টে আমি সিল দিয়ে গেলাম।

:) :) :) :)

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :) :) :) :)

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৯

স্বদেশ হাসনাইন বলেছেন: পিনকুশনে অনেকের ভিতর
যেমন একটা আলপিন আলাদা হয়ে থাকে রাতদিন
নিসঙ্গ - কেবল আলাদা এক ধাতু পিন,
একা এক চিকুরসজ্জা কৃষ্ণ কাঁটা,
ঠিক তার পাশেই বহমান ফল্গুধারায়
টুপ টাপ মুঠোফোন ব্যস্ত থাকে
যে মানুষ ব্লটিং পেপার হয়ে সময় শুষে নিতে পারে
তাকে পাশে রে্খেও নির্ঝর ঘুর্ণিশান্ত কেউ - বড় একা,
একটা কিছু চলছে, না জানিয়ে, সন্তর্পণে...
আকাঙ্খিত মুঠোর উষ্ণতায়
বোতামে বোতামে আঙুল স্পর্শ করে, দূর থেকে কথা-ছবি, কথা-যান্ত্রিকতা ল্যাপটপের ঠাণ্ডা গায়ে লেগে থাকে বরফ,
এবং ডাইড ফুলের ফ্লাওয়ারবেইসে
ছিটকে পড়ে খুব একটা চুলের কাঁটা।
যেন একটা ব্লু হর্নেট শব্দ করে ভোঁ ভোঁ করছৈ
ঘড়ি থেকে ক্ষুদ্র সময়ের ঋণ মিলছে না,
একটা ক্রিস্টালের ঘড়ি চলছে তারই মত,
একই ছাদের তলায়,
মেঝেতে একটা পতঙ্গের কাল ছায়া,
তখন যদি ডাকো
-শুনছো?
অধিকার হারানোর গান শোনো,
বন্ধুদের কাছে বাটে পড়ে চুলের সখ্যতার কথা
জলদি কুমিরের মাথা ঘুরে শিকার গিলে খাবার মত
উত্তর আসে নীরবে - সময় নেই, ব্যস্ত। কিংবা এখানে নয় ঐ দূরে কোথাও..
দূরে এক ট্রামের লাইনের উপর কাপড় শুকাতে দেয়,
কাছের চুলে কাঁটা আলপিন

স্মৃতির ছবি থেকে কাপড় মোছা ব্রাউন এক ছবি..
বাস থেকে নামলো সেই সুসময়,
ক্যাফেইনের দুপাশে বসে থাকলো,
কিছুতেই তখন একা হতে পারতে না,
একাই একাই জোড়া হতো,
দ্রুত ঘন হয়ে দুধচিনিকফি,
জোড়ায় জোড়ায় একাকীত্ব পালাতো।

৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওয়াও অ-সা-ধা-র-ন কবিতা। এমন চমৎকার মন্তব্য-কাব্যের জন্য অশেষ ধন্যবাদ স্বদেশ হাসনাইন ভাইয়া।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: "আমি একা পড়ে থাকি আমার ক্রমশ শীতল" -- এই কথাগুলোর পর মনে হয় 'হওয়া' কথাটা বসালে ভালো হতো।
জাস্ট মাই টু সেন্টস! :)
গল্পটা ভালো লাগলো।
আমার লেখায় যারা মন্তব্য করেন, আমি সাধারণতঃ তাদের প্রথম লেখাটা এসে পড়ে যাই। সেভাবেই এখানে আসা।
আশাকরি এই ব্লগে আপনার অবস্থান শুরু থেকে আনন্দময় হয়েছে। বিলম্বিত সুস্বাগতম জানিয়ে গেলাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুঃখিত , মন্তব্য গতকাল দেখেছিলাম। উত্তর দেয়া হয়নি। ভালো লাগলো আপনার এত ব্যতিক্রমী ব্যাপারটা- প্রথম লেখা পড়া। অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ও অজস্র শুভেচ্ছাও রইলো।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

রুহুল গনি জ্যোতি বলেছেন: সুন্দর লেখা। ধন্যবাদ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ জ্যোতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.