নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছাঘুড়ির অবাধ আকাশ www.facebook.com/RezwanaAliTanima

রেজওয়ানা আলী তনিমা

বনমুরগী পোষ মানে না.......

রেজওয়ানা আলী তনিমা › বিস্তারিত পোস্টঃ

অনির্বান চেতনা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯

অসংখ্য ধন্যবাদ বিধাতাকে-

দেখিনি ৭১,...ফের সুযোগ করে দেওয়াতে।

যখন কিছু কিছু দুপেয়ে দূষ্কৃতিকারীদের কূকর্মে -

পাশবিক-বললে পশু বেদনাহত হয় অপমানিত লজ্জায়,

-তাকে বিনাশ করতে আজকের তারুন্য

সে-ই পুরনো নির্বিকার দূর্জয় সাহসে বুক চিতিয়ে দাঁড়ায়।



৪১ বছরের আগের ইতিহাসের আবির্ভাব আবারও -

আজকের অলস আরামপ্রিয় যৌবন-কেবলই ইয়াবা নেশা- বহুবিধ বিলাসিতা নয়,

সময় হলেই সেই চিরচেনা অস্ত্র মুস্ঠিবদ্ধ হয়।

জাগে আর্কাইভের দূর্লভ ফুটেজ,বন্দী সে-ই কবে থেকে-

শাহবাগের তৃষিত প্রতীক্ষায় থাকা পথে।



আরেকবার আরেকবার দ্রোহী যুবশক্তি গর্জায়,

বিচার চাই-নয়তো আর ঘরে ফেরা নয়।

কৃষ্ঞচূড়ার লাল বৃক্ষে সেজেছে আবার

বরণ যে করতে হবে একাত্তরের উত্তরাধিকার।



৭১ -এর অসমাপ্ত কাজের দায়ভার-

সমর্পিত হস্তে আমদের ,

হে বিধাতা শক্তি দাও-হয় যেন সমূল উৎপাটন এবার

কন্ঠনানীকে গ্রাস করা বিষাক্ত আগাছার।

উত্তপ্ত শোণিত -তাহরির স্কয়ার -শাহবাগ হয়েছে একাকার-

চাই রাজাকারের বিচার,

এ সে-ই আহবান,অগ্রাহ্য করে সাধ্য কার

অবিনাশী অনির্বান চেতনার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.