নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছাঘুড়ির অবাধ আকাশ www.facebook.com/RezwanaAliTanima

রেজওয়ানা আলী তনিমা

বনমুরগী পোষ মানে না.......

রেজওয়ানা আলী তনিমা › বিস্তারিত পোস্টঃ

গল্প:একটি ডিভোর্সের নেপথ্যকাহিনী

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

ডিভোর্স লইয়ার গোলাম মাওল সাহেব তাঁর সামনে বসা মানুষটার দিকে অবাক হয়ে তাকালেন। তিনি জানেন যে পাশ্চাত্যে এখন কথায় কথায় ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু বাঙালী নারীর মাঝে তো এখনও এই মহামারী ছড়িয়ে পড়ে নি।

'তো,আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতে চান?'আবার প্রশ্নটা করলেন মাওলা সাহেব।

'হ্যাঁ।'

'কারনটা যা বলেছেন শুধু তাই?'

'হ্যাঁ,' দৃঢ়স্বরে জবাব দিলেন ভদ্রমহিলা।

'শুধু জোরে নাক ডাকার কারনেই আমি ওকে ডিভোর্স দিতে চাই।'

দুনিয়াতে এসব হচ্ছেটা কি। পরকীয়া বা মতের অমিল নয়, মারধোর বা যৌননির্যাতন নয় বঙ্গ নারী এখন নাকডাকার মতো তুচ্ছ ইস্যুতে স্বামীকে ছেড়ে যেতে প্রস্তুত।কোনদিন শুনবেন স্বামীর জোরে নাক ঝাড়ার "অপরাধে " সংসার ছেড়ে গেছে বউ ।মুখবিকৃত করলেন তিনি।

কালে কালে আরও কত কিছুই যে দেখতে হবে!



যাই হোক,তাঁর শুধু মামলা নিয়েই কারবার। মক্কেলের নিজের কেচ্ছকাহিনী নয়,তার পকেটের মালকড়িতেই তাঁর আগ্রহ।দেশ গেল দেশ গেল রব তুলে তাঁর লাভ কি। বরং এসব যত বাড়বে তাঁর ব্যবসা তত জমবে।

মহিলা মাওলা সাহেবের মুখের দিকে তাকিয়ে বোধহয় ব্যাপারটা আঁচ করেছিলেন।

'জানি আপনি হয়ত ভাবছেন যে আমি কম্পোমাইজ করতে পারি না, হাসবেন্ডের সামান্য দোষত্রুটিকে মেনে নিতে পারি না।যে কেউই তাই ভাববে।

কিন্তু বিশ্বাস করুন আমি অনেক চেষ্টা করেছিলাম। তিনবছর হলো বিয়ে হয়েছে আমাদের।বিয়ের পর একটি রাতও আমি ঘুমাতে পারিনি। সামান্য শব্দেই আমার ঘুম আসে না আর এত শব্দে তো ঘুমানোর প্রশ্নই ওঠে না।আমি অফিসে প্রায়ই সামান্য অবকাশেই ঘুমিয়ে পড়তাম। এই নিয়ে আমি রীতিমত এক হাসির পাত্রীতে পরিণত হয়েছি । কী যে কষ্টে আছি ভাই!'

মহিলার চোখের নীচের গাঢ় হয়ে জমে থাকা কালি আর রক্তলাল চোখজোড়া এতক্ষণে নজরে পড়লো মাওলা সাহেবের।

'চিকিৎসা করাননি?এ সমস্যা তো চিকিৎসায় ভালো হয় শুনেছি।'

'সে তো বিশ্বাসই করতে চায় না যে তার নাকডাকার প্রবলেম আছে। এটা তার কাছে অন্যায় অপবাদের মত, মানহানিকর একটা ব্যাপার।এই প্রসঙগ তোলায় আমি কতবার যে মার খেয়েছি।' মহিলা বাহুর উপর থেকে আঁচল সরালেন। দগদগে ঘায়ের মত আঘাতের দাগ।

'এটা গত পরশুর।

পরিবারের বড় কাউকে দিয়ে বোঝাবার চেষ্টা ব্যর্থ হয়েছে ।কেউ বিশ্বাসই করতে চায় না ওর মত একজন ভদ্রলোক এমন করতে পারে।আমার নিজের মাও বলেন এই তুচছ বিষয় মানিয়ে নিতে।

কিন্তু আমি আর পারছি না।'

এমন সময় একটা জরুরি ফোন আসলো মাওলা সাহেবের।

কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিয়ে সবিষ্ময়ে মাওলা সাহেব দেখলেন তার ক্লায়েন্ট ভদ্রমহিলা ঘুমিয়ে পরেছেন চেয়ারে বসেই।



আধঘন্টা পার হয়েছে ।ঝানু উকিল মাওলা সাহেবের এখন পর্যন্ত কোন কেস হারার রেকর্ড নেই। সদ্য পাওয়া মহিলার কেসটাও তাঁর হারা চলবে না।প্রস্তুতি শুরু করার আগে পিয়নকে হাঁক দিয়ে চিরকালের নিয়মমাফিক ফ্লাক্সভর্তি চায়ের অর্ডার দিলেন তিনি।



মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০১

বাংলার হাসান বলেছেন: ঘটনা কি সত্য?

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:১০

জেনারেশন সুপারস্টার বলেছেন: মহিলার জন্য সহমর্মিতা

৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: @banglar_hasan
নারে ভাই,গতকাল রাত্রে বসে পড়ছিলাম,পাশের ঘর থেকে ভেসে আসা প্রবল নাসিকাগর্জন শুনতে শুনতে গল্পটা মনে আসল,লিখে ফেললাম।

৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:২০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাই দ্য ওয়ে, স্বামীর নাকডাকা নিয়ে মহিলাদের ঘুমের কিন্তু আসলেই ব্যাঘাত হয় আর তুচ্ছ বিষয়ে অনেক স্বামীই স্ত্রীর গায়ে হাত তোলেন ।
:(

৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৫

একাকী বালক বলেছেন: Post a plus. Amar ek cousin r nak daka tay ami 7 din ghumaitay pari nai. Sara rat na ghumai sokal 7 tai uthay ofc. Pagol hoay jaitam r koekdin amar room a thaklay. Ghum r tym a amar kan r nak khub active thakay. Room a kdw body spray lagai duklayow amar ghum vengay jai. (mobile thekay)

৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭

নাস েটক বলেছেন: :(:(

৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০০

শায়েরী বলেছেন: : বাই দ্য ওয়ে, স্বামীর নাকডাকা নিয়ে মহিলাদের ঘুমের কিন্তু আসলেই ব্যাঘাত হয় আর তুচ্ছ বিষয়ে অনেক স্বামীই স্ত্রীর গায়ে হাত তোলেন । :(

৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২

জেনারেশন সুপারস্টার বলেছেন: তুচ্ছ বিষয়ে অনেক স্বামীই স্ত্রীর গায়ে হাত তোলেন।-নারী এখনও তুচ্ছ!!!

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: গল্পটা ভালো।

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সবাইকে ধন্যবাদ

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৮

রিফাত হোসেন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~মাফ করবেন , হাসি পেল খুব, আমি এরকমই কিন্তু মারামারি ভাল না । :) এতে একজন মনে কষ্ট পেয়ে ভয় পেয়ে চলে যেতে পারে । :( বাবা মা ছেলে মেয়েদের আঘাত করলেও ছেলে মেয়েরা বুঝে তারা কখনোই তাদের ছেড়ে যাবে না, সঠিক কারনেই শাসন করে । তারা সবচেয়ে আপন । এরপর স্বামী স্ত্রী বউ বাচ্চা . এদের সাথে সঠিক ব্যবহার এর মধ্যে থাকতে হয়। :) এমনিই বললাম কথা গুলি । আমি রিলেশন এত বিশ্বাস রাখি না, বাবা মা থেকে আপন কাউকে পাই না যে তাই । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.