নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছাঘুড়ির অবাধ আকাশ www.facebook.com/RezwanaAliTanima

রেজওয়ানা আলী তনিমা

বনমুরগী পোষ মানে না.......

রেজওয়ানা আলী তনিমা › বিস্তারিত পোস্টঃ

কবিতা......শোক নয়

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২০

নাম না জানা পায়ের চিহ্ন-

ফেসবুকের লাইক আর শেয়ারে ভাসে।

নূপূর বাঁধা শ্যামল কন্যা

রুদ্ধ জমাট আঁধারের ফাঁসে।



হঠাৎ করেই নিস্তব্ধ সব কোলাহল,

ইট পাথরের সুরম্য দালান আজ শুধুই জঞ্জাল।

প্রাসাদ ভাঙার সাথে সমতাল আর্তনাদ,

বিনাশী দ্বিমুখী মাত্রাহীন সুর

সবই আজ মিলে মিশে একাকার।



কর্মমুখর রত্নাকর আজ হয়েছে ভাঁগাড়,

নিকটজন ভাবে, কবর দিতে পেরেছি -

-এইতো ঢের।



পুঁতি গন্ধ রক্ত আর মনুষ্য অবশেষ

আরে না না ওরা বিশ হাজারের নোট-তাকিয়ে দেখ ভালো করে-

সয়েছি অনেক অনেক অনেক, বহু বছর ধরে

আরো সইতে পারবো বেশ।



ততদিন ততক্ষণ .............................

যতক্ষ......... নিজের উপরেই না পড়ে।

আপাতত স্ট্যাটাস দিয়েছি, আপডেট করেছি প্রো-পিক

আর কতো??- বহু জরুরি কাজ রয়েছে যে পড়ে

সময় যে বয়ে যায়

কে বলবে -এরপর যে আমারি পালা নয়???

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''কর্মমুখর রত্নাকর আজ হয়েছে ভাঁগাড়,
নিকটজন ভাবে, কবর দিতে পেরেছি -
-এইতো ঢের।''
আহারে ! আহারে !!

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবরের অধিকার
বাড়াবাড়ি আবদার
লাশ কি মিলবে?
এটাই প্রশ্ন সবার..

২| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৮:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল...

২৯ শে জুন, ২০১৩ রাত ৩:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ এক্সট্রাটেরেস্ট্রিয়াম স্বর্ণা আপনাকে।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৮

সূর্য পলাশ বলেছেন: দারুণ লাগলো

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সূর্য পলাশ।

৪| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


অসাধারন কবিতায় গুলাবী ভাল লাগা!

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুণ সুন্দর তো! অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা।

৫| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১:০৬

রুদ্র জাহেদ বলেছেন: অনেক আগের লেখা।খুব বেশি নয়,কিন্তু ভালো লাগছে কবিতা।আপনি দারুণ লিখেন।আমার ভালো লাগে।আমার প্রিয় আপুনি...

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুম অনেক আগের লেখা। কবিতা আসলে আমি খুব ভালো বুঝিনা, যখন ফাঁকিবাজি করতে ইচ্ছা হয় অথচ কিছু লিখতে মন চাইছে তখন কবিতায় নামে অংবং লিখে ফেলি । :)
অনেক দিন পরে ব্লগে সাক্ষাৎ। ভালো লাগলো রুদ্র জাহেদ।শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.